জয়পুরহাট আজকের সেহরির শেষ সময় ২০২৩

অবশেষে বিশ্বব্যাপী শুরু হয়ে গেল বরকত ও রহমতের মাস রমাদান। বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলিমদের পবিত্র রমাদান মোবারক। রমাদান মাসের চাঁদ সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় রমজান মাসের কার্যক্রম। তার মধ্যে অন্যতম হচ্ছে তারাবির সালাত। এছাড়াও সন্ধ্যার পর চাঁদ দেখার পর মুসলিম নারীরা সেহরির জন্য প্রস্তুতি নেয়। কারণ রোজার দুটি অংশ হচ্ছে সেহরি এবং ইফতার। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আমাদের সেহেরী সম্পন্ন করা লাগে। এজন্য অনেক নারীরা রাতেই সেহেরির জন্য প্রস্তুতি নিয়ে থাকে আবার অনেক মুসলিম নারী আছে যারা মধ্যরাতে উঠে সেহরির জন্য খাবার প্রস্তুত করে। এগুলোর একটি নির্ধারিত সময় রয়েছে তাই আমাদের সবারই প্রত্যেকটি সিয়ামের সেহেরির শেষ সময় জানা প্রয়োজন। ‌

জয়পুরহাট আজকের সেহরির শেষ সময়

 

জয়পুরহাট জেলার সেহরি ও ইফতারের সময়সূচি
সেহরি শেষ সময় জানা থাকলে আমরা সময়মতো উঠে সেহরি করতে পারব। আবার যারা মধ্যরাতে খাবার প্রস্তুত করে তারা নির্ধারিত সময় জেনে আগে থেকে প্রস্তুতি নিতে পারবে। যেহেতু প্রতিদিন এই সময় আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে তাই আমাদের প্রত্যেক দিনই সময়সূচী জেনে নিতে হবে। এর পাশাপাশি ইফতারের সময়ও জানা প্রয়োজন কারণ সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইফতার করতে হবে। এখান থেকে আপনারা জয়পুরহাট জেলার আজকের সেহরির শেষ সময় সংগ্রহ করতে পারবেন।