ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি?

ডিজিটাল মার্কেটিং এ ৩ টি সেক্টর খুবই জনপ্রিয়-
১। SEO- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
২। সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
৩। ই-মেইল মার্কেটিং।

এই তিনটি সেক্টরের চাহিদা রয়েছে মার্কেটিং এর প্রোডাক্টের ধরণ অনুযায়ী। চলুন বিস্তারিত আলোচনা করে দেখা যাক এই ৩ টি সেক্টরের মধ্যে কোন সেক্টরটি বেশি জনপ্রিয়।

SEO- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

SEO নিয়ে জানতে হলে আপানাকে আগে জানতে হবে এসইও কত বড় ইন্ডাস্ট্রি? সাম্প্রতিক গবেষণা অনুসারে, গ্লোবাল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) এর মার্কেট ভ্যালু ২০২২ সালে ছিলো 1791.69 মিলিয়ন ডলার এবং ভবিষ্যতে 25.09% এর CAGR-এ প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে, যা ২০২৮ সালের মধ্যে 6865.59 মিলিয়ন ডলারে পৌঁছাবে।

দিন দিন SEO এর মার্কেট ভ্যালু বেড়েই যাচ্ছে। সঠিক দক্ষতা থাকলে এই সেক্টরে ভালো কিছু করা সম্ভব।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং– SMM

Statista এর মতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হল ২য় বড় মার্কেটিং সেক্টর। এদের ভাষ্যমতে ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় ৪.৫৯ বিলিয়ন এক্টিভ ইউজার ছিল । ২০২৭ সালে এটি ৬ বিলিয়নে দাঁড়াবে আশা করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে ২০২২ সালে বিশ্বব্যাপী ২২৬ বিলিয়ন ডলার মার্কেটিং এর পিছনে খরচ করা হয়েছে। এবং ২০২৭ সালের মধ্যে ধারণা করা হচ্ছে এটি বেড়ে ৩৮৫ বিলিয়ন ডলারে দাঁড়াবে।

ই-মেইল মার্কেটিং

২০২২ সালে ই-মেইল মার্কেটিং এর ভ্যালু ছিল 9204.43 মিলিয়ন ডলার। এবং এক্সপার্টরা ধরনা করছে ২০২৮ সালে এটি 19.44% বেড়ে 26723.71 মিলিয়ন ডলারে পৌঁছাবে।

বর্তমানে সারা বিশ্বে  4.50 বিলিয়ন ইমেল ইউজার রয়েছে। এটি ব্যবহারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে।

তথ্য সূত্রঃ

  1. https://www.statista.com/topics/1538/social-media-marketing/
  2. https://www.linkedin.com/pulse/email-marketing-market-analysis-review-2023-2030-105