বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি! মনে আছে গানটার কথা ? আহা কি লিরিক্স , মনে পড়ে যায় পুরনো স্মৃতি। বকুল ফুলের মালা দিয়ে প্রিয়জনকে বরন আরও কতোকি ! বকুল ফুল নিয়ে অসাধারণ কিছু ক্যাপশন এখানে দেয়া হয়েছে যা আপনার মন কেড়ে নিবেই!
বকুল ফুল নিয়ে ক্যাপশন
বকুল ফুল হয়ে থাকো, থাকবো তোমার খোপায় দেবো যেতে দূরে আর কোনদিন তোমায়।
বকুল ফুল বকুল ফুল আমায় নিয়ে যাওমালা করে আমার প্রিয়ার গলায় ঝুলিয়ে দাও ।
বকুল ফুল হয়ে, থাকবো তোমার খোঁপায়দেবো যেতে দূরে আর কোন দিন তোমায় ।
তুমি আমার বকুল ফুলের রানী,থেকো না আর দূরে ওগো অভিমানী ।
পানিতে ভাসছে বকুল ফুলের দল তাদের সাথে মন ভিজিয়ে লাচবো আজি চল ।
মনে আজ বকুল ফুলের মালা দুজনে আজ খেলব প্রেমের খেলা।
তুমি আমার বকুল ফুলের রানী, থেকো না আর দূরে ওগো অভিমানী।
কাছে এসে বসো আমার পাশে, বকুলের মালা দেবো শুধুই ভালোবেসে
তোমার জন্য রেখে যাব তার আর চোখের জল! রেখে যাবো জগন্ত রাতে, ঝরে পড়া সাদা বকুলের দল।
বকুল ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমিবলো না আজ ভালোবাসো আমায় তুমি ।
বকুল ফুল সাক্ষী, আমায় ভুলবে না কোন দিনতোমার কাছে থাকলো আমার, শুধু এই ঋণ ।
বকুল ফুলের মালা গেঁথে বসে আছি আমি পড়াবো তোমার গলায়, কাছে এসো তুমি ।
বকুলফুলের মালা নিয়ে
সুরভিভরা মন উতালা
পল্লীবালা সকালবেলা
বকুল ঝরা ফুলে,
দিন কেটে যায় শিশুর।
হাতে বাঁধে বকুলরাখী
সাজমহলে কাজ বেড়ে যায়
শিশির ঝরার ছন্দ।
বকুল গাছের তলে,
খোঁপায় বাঁধে চুলে।
বকুলফুলের গন্ধ,
পল্লিগাঁয়ের কিশোর
এলোমেলো শীতল হাওয়া
মন ভরে যায় সকালবেলা
যত্নে ঝুলায় গলে।
ঝরাফুলের মালা গেথে