প্রত্যেকটা বাঙালির জন্যই একুশে ফেব্রুয়ারি দিনটা অনেক আনন্দময় এবং বেদনাদায়ক। কেননা এই দিনটিতেই আমরা আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে পেরেছি। এবং সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটি স্বীকৃতি পেয়েছে। আবার এই দিনটি যেমন আনন্দের তেমনি বেদনাদায় কারণ এই দিনটিতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে গিয়ে আমাদের দেশের অনেক মানুষ প্রাণ দিয়েছে তার মধ্যে ছিল রফিক, সালাম বরকত সহ আরো অনেকেরই। তাই এই দিনটি বাঙালি জাতির জন্য আনন্দদায়ক এবং বেদনাদায়ক। যারা আমাদের বাংলা ভাষা কে রাষ্ট্রভাষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জানানোর জন্যই শহীদ মিনারে ফুল দিয়ে থাকি একুশের এই দিনে। অনেকে আছেন একুশে ফেব্রুয়ারীর এই দিনে ছন্দ ও কবিতা বলতে চান স্কুল প্রতিষ্ঠানে। তাই আজকের এই পোস্টে জানাবো একুশে ফেব্রুয়ারি নিয়ে ছন্দ ও কবিতা।
বাংলাদেশী প্রথম যারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রাণ দিয়েছেন। এই দিনটির কথা বাঙালি জাতিরা কখনোই ভুলতে পারবেনা সারা জীবন তাদের মনে গেথে থাকবে। লক্ষ শহীদদের বিনিময়ে পেয়েছি আমরা বিজয়ের নিশান। বাঙালি জাতির কাছে একুশে ফেব্রুয়ারি গৌরবময় দিন। ১৯৫২ সালের এই দিনেই বাংলা ভাষাকে বাংলাদেশের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে কয়েকজন ছাত্রের ওপর পুলিশ নির্মমভাবে গুলি বর্ষন করে হত্যা করেছিল। সেদিন থেকেই প্রতিবছর শহীদদের জন্য বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি এই দিনটি মহান দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি পালন করা হয় মূলত তাদের শ্রদ্ধা জানানোর জন্য। একুশে ফেব্রুয়ারি এই দিনে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। এবং সবাই মিলে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ফুল দিয়ে থাকে।
২১ শে ফেব্রুয়ারি ছন্দ
- বাংলা ভাষা বাঙালি সংস্কৃতির আত্মায় এবং এটি আমাদের জনগণের অন্যান্য পরিচয় এর প্রতিক। – আবুল কালাম আজাদ
- বাংলা ভাষার সৌন্দর্য নিহিত রয়েছে সবচেয়ে গভীর আবেগ ও চিন্তাকে অত্যন্ত সরলতার সাথে প্রকাশ করার ক্ষমতার মধ্য। – বস্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- বাংলা ভাষা আমাদের জনগণের কণ্ঠস্বর আমাদের হৃদয়ের সুর এবং আমাদের আত্মার ছন্দ। – মৈত্রীয়ী দেবী
- বাংলা হচ্ছে বিপ্লবের ভাষা স্বাধীনতা ও ন্যায় বিচারের সংগ্রামের ভাষা। – শেখ মুজিবুর রহমান
- বাংলা সেই ভাষা যা আমাদের শিকড়ের সাথে আমাদের পরিচয় এর সাথে সংযুক্ত করে। – হুমায়ূন আহমেদ
- বাংলা মানুষের ভাষা আত্মার ভাষা। – আব্দুল লতিফ
- বাংলা আবেগের ভাষা এটা সে ভাষা যার হৃদয়ের কথা বলে। – লালন ফকির
২১ শে ফেব্রুয়ারি কবিতা
- যদি এই ভাষাটা না থাকতো,তবে এত কাব্য এত কবিতা কে লেখত। যদি এই ভাষাটা না থাকতো তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত। যদি এই ভাষাটা না থাকতো তবে মাকে এত মধুর সুরে কে ডাকত। সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।
-
রক্তে কেনা বাংলা আমার লাখো শহীদদের দান, তবুও কেন বন্ধু আমার বিদেশের প্রতি টান… সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ঐ দিনে, বিকেল বেলায় উঠছো আবার ইংলিশ, হিন্দি গানে মেতে। দোয়ারে বসে মা আবার ধান ভাঙ্গে, বিন্নি ধানের খৈ ভাজে, খোকা তার কখন আসে কখন আসে।
- মাতৃভাষায় আমাদের প্রথম ভালোবাসা। আমাদের হৃদয়ের ভাষা ওপর থেকে আওয়াজ এটাই আমরা প্রথমে কথা বলতে শিখি আমাদের শৈশবের ভাষা যে শব্দগুলো আমরা রাখি।
-
যে ভাষার জন্য আমাদের এত গৌরব…যে ভাষার জন্য এত রক্তপাত…যে ভাষা আমাদের করেছে এত মহান…সেই ভাষা শহীদদেরকে কি মোরা ভুলিতে কখনো পারি… মনে পরে ৫২ এর কথা, মনে পরে ২১শে ফেব্রুয়ারীর কথা। যখন হারিয়েছি ভাইদের, দিয়েছে রক্ত ভাষার জন্যে।
-
রক্তে লিখা একটি দিন, নাম তার ২১শে ফেব্রুয়ারী। শ্রদ্ধায় আজ সিক্ত জাতী, জানাই মোরা ফুল দিয়ে প্রিতি। বাকি ৩৬৪দিন শহীদ মিনারকাটে যে অবহেলায়। আজ তুই জবাব দে মা, যাদের জন্য জবাফুল হল লাল। রক্ত তে ভেসেগেল বাংলার মাটি, ১দিন স্মরণ করে কি শোধ হবে, ৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।