বাংলার ঋতু চক্রের শেষ হলো বসন্তকাল। ফাল্গুন-চৈত্র এই দুই মাস জুড়ে বসন্তকাল বিরাজ করে।এই সময় শীতের জড়তা কাটিয়ে প্রকৃতি সেজে ওঠে নব কৃষ্ণ এবং নানান রকম ফুলে।ফাগুন মাস বৈশিষ্ট্য ও সৌন্দর্যের দিক দিয়ে অন্য সব মাসের চেয়ে শ্রেষ্ঠ। তাই একে বলা হয় ঋতুরাজ বসন্ত। রবীন্দ্রনাথ ও তাঁর গানের মধ্য দিয়েই ঋতুর সৌন্দর্য প্রকাশ করেছেন। বিখ্যাত ব্যক্তিদের ফাগুন মাস নিয়ে বানী উক্তি ও স্ট্যাটাস।
ফাল্গুন মাসের সময় কোকিলের মধুর কুহু টানে গ্রামবাংলায় এক মায়াময় পরিবেশের সৃষ্টি হয়। আমের মুকুলের গন্ধে মেতে ওঠে সকলের মন। শিমুল পলাশ কৃষ্ণচূড়া প্রভৃতি ফুল পরিবেশের বৃদ্ধি করে এই ফাল্গুন মাসে। এই তোর সবচেয়ে বড় উৎসব হল দোল বা হোলি। দোল উৎসবের রঙে রঙিন তোলে সকলের জীবন। ফাগুন মাসে প্রকৃতির ডাকে সাড়া দেয় সবাই।
ফাল্গুন নিয়ে বাণী
আমাদের দেশে ঋতুবৈচিত্র্য সৌন্দর্যময় ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রতিবছর বয়ে যায় প্রকৃতির নতুন নতুন পর্যায় কখনো প্রখর তাপপ্রবাহ কখনো প্রবল বর্ষণ আবার কখনো তীব্র শৈত্যপ্রবাহ এভাবে প্রকৃত যেনো নতুনরূপে রূপ নেয় ফাগুন মাসে। এবার জেগে ওঠে নতুন আনন্দ ভিন্ন ভিন্ন রূপ ও বৈচিত্র্য বাংলার প্রত্যেকটি হৃদয়ে নাড়া দিয়ে যায় ঋতুচক্রের সর্বশেষ ঋতু বসন্ত। বসন্তকাল তার ফুল ফলের বিভিন্ন জালি নিয়ে সকলের মনে উৎসব নিয়ে আসে। ফাগুন মাস নিয়ে বিখ্যাত ব্যক্তিদের কয়েকটি বাণী।
- ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপনারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। – রবীন্দ্রনাথ ঠাকুর
- হে কবি, নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায় বসন্তে বরিয়া তুমি নাকি তব বন্দনায়। – সুফিয়া কামাল
- এক ঝাঁক পাখি এসে ঐকতানে, গান গায় একসাথে ভোর বিহনে আচানক দুনিয়াটা আজব লাগে আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে লাল নয় কাল নয় সবুজপাতা জেগে ওঠে একরাশ সবুজ পাতা। – ফররুক আহমেদ
ফাল্গুন নিয়ে উক্তি
বসন্তকালের সৌন্দর্য এবং শোভা আমাদের মনকে হরণ করে বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া প্রাকৃতিক শোভা আনে সকলের মনে আনন্দ। পাতাঝরা গাছগুলোতে নতুন নতুন পাতা জন্মায় আম গাছে মুকুল ভরে যায় বসন্তের বাতাসে দক্ষিণ দিক থেকে বইতে থাকে বসন্ত যেন নব জীবনের প্রতীক। ফাগুন মাসে হয়ে থাকে ঝড়- বৃষ্টি। আজকে আমরা ফাগুন মাস নিয়ে কিছু উক্তি জানব।
- ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। – সুভাষ মুখোপাধ্যায়
- আসছে ফাগুন আমরা কিন্তু দ্বিগুণ হবো। – জহির রায়হান
- আমাকে পাবেনা খুঁজে কেঁদে-কেটে মামুলি ফাল্গুনে। – হেলাল হাফিজ
- তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে। – রবীন্দ্রনাথ ঠাকুর
- বসন্ত এলো এলোরে পঞ্চম সরে কোকিল কুহুরে মুহু মুহু কুহু কুহুতানে মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে। – কাজী নজরুল ইসলাম
ফাল্গুন নিয়ে স্ট্যাটাস
ফাগুন মাসে কবি ও সাহিত্যের পরণায় উৎস হয়ে আছে যুগ যুগ ধরে চমৎকার আবহাওয়া এবং ফুল-ফলের প্রাচুর্যের জন্য এই সময়ের সাথে সাংস্কৃতিক আনন্দ মুখরিত হয়ে ওঠে। ফাগুন মাস নিয়ে অনেকেই ইন্টারনেটে স্ট্যাটাস সম্পর্কে জানতে চান। আজকে আমরা ফাল্গুন মাস নিয়ে কয়েকটি স্ট্যাটাস সম্পর্কে জানব।
- কি কর শ্বশুর মিছে কেটে ফাল্গুনের পথ কেটে বেড়ে যাবে ঝারকি ঝার কলা বইতে ভাঙ্গে ঘার। – ক্ষণা
- এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মানা তুমি, কথা তব নব পুষ্প সাজ। – সুফিয়া কামাল
- ফাল্গুনের নবীন আনন্দে গানখানি গাথিলাম ছন্দে,দিল তারে বনবীথি কোকিলের কলগীতি বরি দিল বকুলের গন্ধে। – রবীন্দ্রনাথ ঠাকুর
শেষ কথা
বসন্তকাল মানুষের মনে চেতনা আনে প্রকৃতির হাস্য ও মানুষের মনকে প্রভাবিত করে বলে মানুষকে সময় প্রাণচাঞ্চল্য ফিরে পায়। এভাবে প্রতিটি বসন্ত ঋতু রত্ন পৃথিবীর কালো হয়ে ওঠে অন্যান্য বাঙালি জীবনের সারা বছরের আকুতি যেন এই ঋতুতে প্রাণবন্ত হয়ে ওঠে। যাবার আগে দুহাত ভরে যায় নতুন একটা বছর বৈশাখের আনন্দে মাতিয়ে বিদায় নেয় ঋতুরাজ বসন্তের বৈচিত্র বিভোর হয়ে। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে ফাল্গুন নিয়ে কিছু কথা এবং উক্তি বাণী ও স্ট্যাটাস সম্পর্কে লিখেছি। আশাকরি ফাল্গুন মাস সম্পর্কে আপনারা অনেক কিছু জেনেছেন।