আমাদের দেশের নাম বাংলাদেশ। বিচিত্র রূপে লীলাভূমি আমাদের এই দেশ। অরণ্য, নদী, শিলাময় উচু পাহাড় নিয়ে এ দেশটি। সুজলা সুফলা, শস্য-শ্যামলা এ দেশের রূপে মানুষ নানাভাবে মুগ্ধ হচ্ছে। এক কথায় প্রকৃতি তার অকৃপণ হাতে অপরূপ সৌন্দর্য আর মাধুর্য সরিয়ে সমৃদ্ধ করেছে এ দেশকে।বাংলাদেশ আমাদের প্রিয় দেশ কারণ এটা আমাদের মাতৃভূমি।আমাদের মাতৃভাষা ও সবার বাঙালি। বাংলাদেশ নিয়ে বাণী, উক্তি ও স্ট্যাটাস সম্পর্কে জানবো আজকে আমরা। বাংলাদেশ গরীব হলেও এদের হৃদয় অনেক বড়।
বাংলাদেশ একটি ক্ষুদ্র আয়তনের জনবহুল দেশ। এ দেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এদেশের মোট আয়তনের ১৭ শতাংশ বনভূমি।২০১৫সালে ছিট মহল বিনিময় চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দেশের আয়তন আরো বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের পূর্বে ভারতের ত্রিপুরা ও মিয়ানমার, উত্তরে আসাম ও মেঘলায় পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। এদেশে জনবহুল অনেক বেশি।
বাংলাদেশ নিয়ে বাণী
বাংলাদেশ ১৯৭১ সালে সুদীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে। এ স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষকে বুকের রক্ত দিতে হয়েছে। পাক-হানাদার বাহিনীর অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে বাংলার মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল।১৯৭১ সালের ২৫ মার্চ নির্বিচারে গণহত্যা শুরু করেছিল পাকিস্তানিরা তা থেকে বাঁচতে বাঙ্গালী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বাঙালি লাভ করে তারপর কাঙ্ক্ষিত স্বাধীনতা। আমাদের বাংলাদেশকে আমরা এভাবেই স্বাধীন বানিয়েছি। আজকে সে সম্পর্কে কিছু বানী জানব।
- বাংলাদেশের গর্ব মুক্তিযোদ্ধারা যারা নিজের জীবন দিয়ে বাংলাদেশ নামক একটি দেশের জন্ম দিয়েছে। – টিউলিপ সিদ্দিক
- মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার মাধ্যমিক বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করাই আমার লক্ষ্য। – শেখ হাসিনা
- পাকিস্তানি ঘটেছিল তা হলো মানুষকে বলা হয়েছিল তোমরা সবাই মুসলিম তাই এখন তোমরা একটি দেশ। যেমনটা আমরা দেখেছিলাম ১৯৭১ সালে বাংলাদেশে বিচ্ছিন্নতার সাথে এর উত্তর ছিল আরে না আমরা শুধু তাই নই। – সালমান রুশদি
বাংলাদেশ নিয়ে উক্তি
আমাদের এই সোনার বাংলা প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমাদের দেশের মাটি নরম ও খুবই উর্বর। জমিগুলো প্রচুর বৃষ্টি বাতাস পেয়ে থাকে। এ কারণে আমাদের দেশে প্রচুর ফসল ফলে। এককথায় উর্বর মাটি, গ্যাস, কয়লা, চুনাপাথর, সুন্দরবনের পশু পাখি গাছপালা প্রভৃতি আমাদের প্রাকৃতিক সম্পদ।বাংলাদেশের কৃষকেরা এই ফসলে ধান,গম ইত্যাদি আরো অনেক ফসল ফলে থাকে এই মাটিতে।তাই আমরা এই দেশকে বলে থাকি সোনার বাংলা। বাংলাদেশ সম্পর্কে কিছু উক্তি।
- বাংলাদেশ হলো সারা পৃথিবীর রানী। – হাবিবুর রহমান
- বাংলার মাটি দুর্জয় ঘাঁটি যে নিক দুর্বৃত্তরা। – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- বাংলাদেশ ধনী দেশ নয়, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়। – শেখ হাসিনা
- বাংলাদেশ ভালো দল। আমি মনে করি মানুষ তাদের অবমূল্যায়ন করে। – ইয়ন মরগান
বাংলাদেশ নিয়ে স্ট্যাটাস
বাংলাদেশে অনেক ক্ষুদ্র আয়তনের একটি জনবহুল দেশ। এ দেশের মোট জনসংখ্যার প্রায় ১৬ কোটির মতো। পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ অষ্টম। বাংলা আমাদের মাতৃভাষা কারণ আমরা বাংলায় কথা বলতে ভালোবাসি। আমাদের দেশে প্রায় ১৬ কোটি লোকের মুখের ভাষা বাংলা। সারা পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষ আমাদের মাতৃভাষায় কথা বলে থাকেন। এছাড়াও বিভিন্ন দেশের নিজ নিজ মাতৃভাষা রয়েছে। বাংলাদেশে অনেক ছোট এবং অনেক দরিদ্র কিন্তু এদেশের মানুষের মন অনেক বড়। বাংলাদেশ নিয়ে কিছু স্ট্যাটাস।
- আমাদেরকে সোনার দেশের সোনার মানুষ হতে হবে। – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর। – জীবনানন্দ দাশ
- যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক,সেই মাঠে আজ বসে নেশার হাট। – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- আমি একটি স্বাধীন দেশের নাগরিক এর চাইতে বড় গৌরব আর কিসে হতে পারে। – জে আর লাওয়েল
- বাংলাদেশ অতীতে বড় বিপর্যয় সৃষ্টি করলেও ধারাবাহিকভাবে বড় দলকে হারানোর শিল্প নেই। – সৌরভ গাঙ্গুলী
শেষ কথা
তাই বলা যায় যে আমাদের বাংলাদেশকে মায়ের সঙ্গে তুলনা করা যায়। মা যেমন ইজ মমতা ভালবাসা দিয়া আমাদের আগলে রাখেন। তেমনি দেশ ও তার আলো-বাতাস,সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালবাসি তেমনি দেশকে সব মানুষের ভালোবাসা উচিত। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানিয়েছি বাংলাদেশী কিছু কথা এবং বিখ্যাত ব্যাক্তিদের কিছু উক্তি, বাণী ও স্ট্যাটাস।