আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান ২০২২

২০২২ সালের কাতার ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলবে আর্জেন্টিনা বনাম ফ্রান্স। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে এই দুই দলের মধ্যে পরিসংখ্যানে কে এগিয়ে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ফ্রান্স সেটার মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াকে হারিয়ে ফ্রান্স রাশিয়া বিশ্বকাপ নিয়েছিল। এদিক দিয়ে দেখলে ফ্রান্স অনেকটা এগিয়ে কিন্তু ২০২২ সালের কাতার বিশ্বকাপ মাথায় রেখে এবছর আর্জেন্টিনা ভালো ফর্মে রয়েছে। সে দিক দিয়ে বিবেচনা করলে আর্জেন্টিনা এবং ফ্রান্সের দুটো দলের পরিসংখ্যানই অনেক ভালো। আজকের এই পোস্টের দুই দলের পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যানে কে এগিয়ে

  • কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট হল আর্জেন্টিনা এবং ফ্রান্স।
  • ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে লুসাইল স্টুডিয়ামে।
  • গ্রুপ পর্ব থেকে শেষ ১৬ কনফার্ম করেছিল সবার আগে ফ্রান্স। কিন্তু আর্জেন্টিনা এই দিক দিয়ে শেষ হলো অনেক কষ্টে পার হয়েছিল।
  • এই দিক দিয়ে পরিসংখ্যান দেখতে গেলে একটু এগিয়ে।

২০২২ সালের কাতার ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে দুই দলের আর্জেন্টিনা এবং ফ্রান্স। এবছর গ্রুপ পর্ব থেকেই ফ্রান্স অনেক এগিয়ে আর্জেন্টিনা থেকে। গ্রুপ পর্ব থেকে শেষ ১৬ রাউন্ড সর্বপ্রথম কোয়ালিফাই করে এই ফ্রান্স। কিন্তু অপরদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ সৌদি আরবের কাছে হেরে আর্জেন্টিনা অনেক চাপে পড়ে গিয়েছিল। তাদের গ্রুপ পর্ব থেকে শেষ ষোলতে যেতে অনেক সমীকরণ মিলাতে হয়েছে। পরিসংখ্যানের এই দিক থেকে দেখলে ফ্রান্স এগিয়ে আর্জেন্টিনা থেকে।

আর্জেন্টিনা বনাম ফ্রান্স সমীকরণ

  • বিশ্বকাপে দু’দলের প্রথম দেখা হয় হাজার ১৯৩০ সালে।
  • দ্বিতীয় দেখা হয়েছিল ১৯৭৮ সালে।
  • তৃতীয় দেখা হয়েছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স আর্জেন্টিনা কে পরাজিত করেছিল।
  • ১৯৩০ এবং ১৯৩০ এই দুই আসরেই আর্জেন্টিনার কাছে ধরাশায়ী হয়েছিল ফ্রান্স।
  • সবমিলিয়ে দু’দলের দেখা হয়েছে বারবার আর্জেন্টিনা জিতেছে ৬ বার। ফ্রান্স জিতেছে ৩ বার এবং তিন ম্যাচ ড্র।

কাতার বিশ্বকাপ গ্রুপ পর্বের খেলায় অনেকে ভেবে নিয়েছিল সবথেকে ফেভারিট দল বাদ যাবে। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার প্রথম ম্যাচ হেরে গিয়েছিল এজন্য অনেকেই ভেবে নিয়েছিল আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে না। অপরদিকে অন্যতম শক্তিশালী দল জার্মানি তারাও গ্রুপ পর্বে জাপানের কাছে হেরে সে জন্য অনেকেই ভেবে নিয়েছিল এবছর কোন একটা অঘটন ঘটতে যাচ্ছে। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার প্রথম ম্যাচ হারার পরে তারা অনেক শক্ত হয়ে ঘুরে দাঁড়ায়। এবং সে ঘুরে দাঁড়ানোর ফলে তারা কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে। তাদের বিপক্ষে পড়বে ফ্রান্স। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে আর্জেন্টিনা হেরে গিয়েছিল। সব সমীকরণের দিক দিয়েই ফ্রান্সের থেকে আর্জেন্টিনা অনেক এগিয়ে।

শেষ কথা 

আর্জেন্টিনা বনাম ফ্রান্স কাতার বিশ্বকাপের ফাইনাল খেলবে আজ রাত বাংলাদেশ সময় ৯ টায়। মেসির এটাই আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ। আর্জেন্টিনা যারা সমর্থন করেন তারা সবাই চায় এ বছরের কাতার বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার হাতেই যায়। কিন্তু ফাইনালে ফ্রান্স এর আগের বিশ্বকাপে আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল। সব সমীকরণ মিলিয়ে আর্জেন্টিনা ফ্রান্সের থেকে অনেক এগিয়ে। কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে যাওয়ার চান্স অনেক বেশি। আজকের এই পোস্টে আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যানে কে এগিয়ে বিস্তারিত আলোচনা করেছি।