প্রপোজ করার উক্তি

প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা থাকে। ভালোবাসার মানুষকে সব সময় চোখে চোখে রাখতে চান। পৃথিবীর কেউ চায়না তার ভালোবাসার মানুষ কখনো তাকে ছেড়ে চলে যাক। ভালো মানুষ আর মানুষকে অনেক কিছুই দিতে চান যেমন ফুল আরো বিভিন্ন রকমের উপহার। যখন ভালোবাসার মানুষকে ফুল অথবা কোন উপহার দেন অবশ্যই তাকে প্রপোজ করার মন চায়। ভালোবাসার মানুষ ছাড়াও আপনার যাকে পছন্দ হয় তাকেও প্রপোজ করতে চান কিন্তু কি দিয়ে প্রপোজ করবেন সেটা আপনি জানেন না। তাই অনেকেই এগুলো জানার জন্য প্রপোজ করা নিয়ে উক্তি অনুসন্ধান করে। তাই আজকের এই পোস্টে জানাবো প্রপোজ করার কিছু উক্তি।

জীবনে চলার পথে আমরা অনেক মানুষকেই দেখি অনেক মানুষকে আবার ভালো লেগে যায়। এখন সে ভালোলাগা থেকে কখন তাকে ভালোবেসে ফেলেন তা আপনি নিজেও বলতে পারেন না। যখন তাকে ভালোবেসে ফেলেন তখন সে মানুষকে ভালোবাসা প্রকাশ করতে চান কিন্তু তাকে কিভাবে বলবেন সেটা বলতে পারেন না। বর্তমান যুগে ভালোবাসা প্রকাশ করে মানুষ প্রপোজ করে। মানুষ বিভিন্নভাবে এখন প্রপোজ করে কেউ গোলাপ ফুল নিয়ে বিভিন্ন কিছু নিয়ে মানুষ এখন তার ভালোবাসার মানুষকে প্রপোজ করে। যাকে আপনি ভালোবাসেন তাকে যদি না বলেন দেখবেন একদিন সে অন্য কারো হয়ে গেছে তাই যখন থাকে তখন প্রপোজ করে দিন। প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে এমন কেউ নেই যে মানুষ ভালোবাসার মানুষকে হারাতে চায়। ভালোবাসার মানুষকে পেতে তাকে প্রপোজ করে দিন।

প্রপোজ করার উক্তি

  • সব স্বপ্নের মতো লাগছিলো যেই মানুষটাকে এতদিন ধরে পছন্দ করি তার সাথে আমার কথা হচ্ছে তোমাকে দেখে প্রথমেই ক্রাশ খেয়ে ফেলি এমন না, অবশ্য প্রথম দেখায় ক্রাশ খাওয়ার মতোই সুন্দরী তুমি।
  • প্রপোজ করার সাহস কখনো আনতে পারিনি। তার উপর যখন শুনেছি তুমি এগুলা অপছন্দ করো তখন তো প্রপোজাল দেওয়ার আশাকেও মাটি দিয়ে দেই।
  • আজ ভালবাসা দিবস। কিন্তু ভালবাসার কি কোন একটি মাত্র বিশেষ দিন থাকা উচিত ?
  • যারা ভালবাসেন তারা সারা বছরেই ভালবাসতে জানেন। তবে এই ভালবাসা উৎযাপন সারা বছর করা না গেলেও কিছু বিশেষ দিনটিতে করা সম্ভব।
  • আমি চাই না..!আজকের দিনেই শুধু তুমি আমাকে ভালোবাসি কথা টা বলো। আমি তো চাই প্রতিটি দিন বলবে যখন ফোন করবে।
  • একটা সময় ভ্যালেন্টাইন্স ডে ছিল না। কিস ডে ছিল না। চকলেট ডে ছিল না। ছিল না প্রপোজ ডে ও। কিন্তু প্রেম ছিল। দুনিয়াকে উলট পালট করা প্রেম ছিল। হুম…খাটি প্রেম ছিল। গভীর ভালোবাসা ছিল। বিশুদ্ধ বিশ্বাস ছিল।
  • আগামীদিন ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসার নামে গোলাপফুল হাতে নিয়ে প্রপোজ করা যাবে না।
  • ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আসলে কি ভালোবাসাকে কোন দিনের ধার্য করা যায়, ভালোবাসা তো ভালোবাসা যেটাকে কোনো দিনের সময়ের তারিখের প্রয়োজন পড়ে না। যারা সত্যি কারের ভালোবাসায় তাদের জন্য সব দিন এক সমান।
  • প্রপোজ টা তাকেই করা উচিত যে আমাদের ভালোবাসতে শিখিয়েছে।
  • প্রেমে পড়ার সময়টা বেশ মজার। ওকে দেখলেই বুক ধুক ধুক করে। ওর সামনে দাঁড়াতে হবে, প্রপোজ করতে হবে এসব ভাবলেই ভীষণ ভালোলাগায় ভরে যায় মন।