এই পৃথিবীতে যত রকম দান আছে তার মধ্যে সবথেকে সেরা আর পবিত্র দান হচ্ছে রক্তদান। কেননা আপনার রক্তদানের মাধ্যমে একটা জীবন বেচে যেতে পারে। পৃথিবীতে মানুষ খুব অল্প সময়ের জন্যই আসে। জীবনে বেঁচে থাকার সময় খুব কমই ভালো কাজ করার সুযোগ আসে। আর যখন ভালো কাজ করার সুযোগ আছে প্রত্যেকটা মানুষই চায় ভালো কাজ করতে। তাইতো যখন রক্তদান করা যায় তখন রক্তদান করুন কেননা রক্তদান করলে আপনার কোন ক্ষতি হবে না বরং আপনার দ্বারা রক্তদানের মাধ্যমে একটা জীবন বাঁচবে। প্রত্যেকটা মানুষের ধারাই সকল কাজ সম্ভব হয় না। কিন্তু এ রক্তদান সকলের ধারাই প্রায় সম্ভব যদি আমরা চাই। অনেকেই অনলাইনে রক্তদান নিয়ে উক্তি অনুসন্ধান করেন। তাই আজকের এই পোস্টে জানাবো রক্তদান নিয়ে কিছু উক্তি।
রক্তদানের মাধ্যমে আপনি একটি ভাল কাজ করলেন এবং একজন মানুষের সাহায্য করলেন। এই সাহায্যের বিনিময় আপনি পরকালে আল্লাহর কাছ থেকে সুন্দর উপহার পাবেন। এ পৃথিবীর মধ্যে সেই মানুষ সর্বশ্রেষ্ঠ যে মানুষের সাহায্য করে এবং সকল কাজে সহায়তা করে। মানুষের সাহায্যের অন্যতম একটি কাজ হল রক্তদান করা। এই কাজের মধ্যে খুব একটা কষ্ট নেই আপনি খুব সহজে রক্তদান করে মানুষের সাহায্য করতে পারবেন। মানুষ এই পৃথিবীতে আসে খুব অল্প সময়ের জন্য আর এই অল্প সময়ে মানুষের বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে। কিছু কিছু রোগ ব্যাধি ওষুধের মাধ্যমে সেরে যায় কিন্তু কিছু রোগ রয়েছে যেগুলো রক্ত ছাড়া সেরে ওঠেনা। আর সেই রোগ ব্যাধি সারতে হলে প্রয়োজন পরে রক্তের। তাই আমাদের প্রত্যেকেরই উচিত রক্তদান করা এবং সবাইকে রক্তদান করতে উৎসাহিত করা।
রক্ত দান নিয়ে উক্তি
- আসুন নিজে রক্ত দেই এবং অন্যকে রক্তদানে উতসাহ করি,,,সেলুট জানাই সকল রক্ত যোদ্ধাদের।
- রক্তদানের ছবি তোলা কোনো ফ্যাশন নয় বরং রক্তদানের ছবি তোলা হয় মানুষের ঘুমন্ত বিবেক কে জাগ্রত করতে।
-
তুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ।
- সমাজের মানুষের মধ্যে সেচ্ছায় রক্ত দানের উৎসাহ তৈরি হবে।
- রক্ত দান করলে শুধু অন্যজনের উপকার হয় না, আপনি নিজেও উপকার পাবেন সেটা হলো মানসিক প্রশান্তি।
- জীবন দিয়ে জীবন নয় রক্ত দিয়ে জীবন জয়।
-
রক্ত দিন সুস্থ থাকুন, সম্পর্কটা হোক রক্তের।
-
রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি।
-
রক্ত দানের পোস্ট করা মানে বিজ্ঞাপন দেওয়া নয়। অন্য কে উৎসাহ প্রদান করা!
-
ভয়ের চেয়ে জীবন বড়। রক্ত দানে সাহস কর যদি থাকে মানবতা, হয়ে যাও রক্তদাতা।
-
জীবন বাঁচাতে সহযোগীতা করতে চান,তাহলে মুমূর্ষ রোগীকে করুন রক্তদান।
-
ফুটবে হাসি বাঁচবে প্রান, করবো মোরা রক্ত দান।
-
জীবন আমাদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ, রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ।
- রক্ত দান করি এবং গর্বের সাথে বলি আমি আমার জীবনে একটু হলেও মানবজাতির কল্যানে কাজ করছি।
- রক্ত দান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার।
-
বিপদে ঝাপিয়ে পড়ে তারা। তারই দৃষ্টান্ত প্রমাণ। রমজান মাসে রক্ত দান।