বঙ্গবন্ধুকে নিয়ে উক্তি

কোন জাতি যখন প্রকৃতই কোন সংকটের সম্মুখীন হয় তখন ঠিকই সে জাতির পরিত্রাণের উদ্দেশ্য পৃথিবীতে আবির্ভাব ঘটে কোন না কোন মহাপুরুষের। বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমোনি একজন উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার দেশ স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে পূর্ব পাকিস্তানের বাঙালি যখন বকছে অস্তিত্ব সংকটে তখনই বাঙালি জাতির পরিত্রাণের প্রধান নেতা হিসেবে আবির্ভাব হন শেখ মুজিবুর রহমান। বর্তমান দক্ষিণ এশিয়ার বুকে যে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র আজ মানচিত্রে জ্বলজ্বল করে সে রাষ্ট্রটির গঠনে সবথেকে বড় অবদান শেখ মুজিবরের। সেজন্যই স্বাধীন বাংলাদেশ তাকে দিয়েছে জাতীয় জনকে সম্মান। আর এই জাতির জনক নিয়ে অনেকেই উক্তি অনুসন্ধান করেন। তাই আজকের এই পোস্টে জানাবো বঙ্গবন্ধুকে নিয়ে কিছু।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মগ্রহণ করেন ১৯২০ খ্রিস্টাব্দে ১৭ ই মার্চ ও বিভক্ত ভারতবর্ষে বাংলা প্রদেশের গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া গ্রামে। উক্ত এই গোপালগঞ্জ জেলাটি আদপে বৃহত্তর ফরিদপুর জেলার অন্তর্গত বঙ্গবন্ধু পিতা ছিলেন শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়েরা বেগম। মজিবুরের পিতা শেখ লুতপা সরকারী আদালতের এক বিশিষ্ট কর্মচারী রূপে কর্মরত ছিলেন। তাছাড়া পরিচিত মহলে স্পষ্টভাষী হিসেবে তার খ্যাতি ছিল। পিতা মাতার তৃতীয় সন্তান ছিলেন শেখ মুজিবর। বাড়িতে পরিচিতরা তাকে ডাকতেন খোকা নামে। বঙ্গবন্ধু শেখ মুজিবার ছোটবেলা থেকেই রাজনীতির দিকে ঝুঁকতেন। এবং ধীরে ধীরে একটা সময় তিনি নেতা হয়ে যান। আর এই বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ফলেই আমরা আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি।

বঙ্গবন্ধুকে নিয়ে উক্তি

  • যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।  –  হাসান মতিউর রহমান
  • শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা করতে পাকিস্তানীরা সংকোচবোধ করেছে।  –  বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫
  • শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে,আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে।  –  ফিদেল কাস্ত্রো
  • শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ।  –  গৌরী প্রসন্ন মজুমদার
  • আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য।  –  ইয়াসির আরাফাত
  • আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।  –  ফিদেল কাস্ত্রো
  • মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোন জঘন্য কাজ করতে পারে।  –  উইলিবান্ট
  • বঙ্গবন্ধুর হত্যাকান্ডে বাঙলাদেশই শুধু এতিম হয় নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে।  –  জেমসলামন্ড
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতীষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর।  –  সাদ্দাম হোসেন
  • বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল।  –  ইউনেসকো
  • আওয়ামিলীগ নেতা শেখ মুজিবুর রহমানের মত তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না।  –  হেনরি কিসিঞ্জার
  • শেখ মুজিবকে চতুর্দশ লুই য়ের সাথে তুলনা করা যায়। জনগন তার কাছে এত প্রিয় ছিল যে লুই ইয়ের মত তিনি এ দাবী করতে পারেন আমি ই রাষ্ট্র।  –  পশ্চিম জার্মানী পত্রিকা
  • বঙ্গবন্ধু সর্বকালের সাহসী নেতা।  –  প্রণব মুখার্জি
  • শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী জনগনকে অনুপ্রাণিত করেছিলেন।  –  কেনেথা কাউণ্ডা
  • মুজিব না থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিতনা।  –  ফিনান্সিয়াল টাইমস
  • শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত। তিনি একজন মহান নেতা ছিলেন।তার অনন্যসাধারন সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগনের জন্য প্রেরণাদায়ক ছিল।  –  ইন্দিরা গান্ধী
  • শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না, কিন্তু তাঁকে সেই পথে যেতে বাধ্য করা হয়।  –  নওয়াজ শরীফ
  • যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।  –  অন্নদাশঙ্কর রায়
  • আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তিনি স্বপ্নের মত সত্য ভাষণের কথা বলতেন সুপ্রাচীন সংগীতের আশ্চর্য
  • ব্যাপ্তির কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন।  –  জসীমউদ্দীন
  • নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরো বড়ো করে যদি তাঁর পুত্রসম বিশ্বাসভাজন জাতির জনক যিনি অতর্কিতে তাঁরেই নিধন। নিধন সবংশে হলে সেই পাপ আরো গুরুতর।  –  অন্নদাশঙ্কর রায়
  • দিকে দিকে আজ অশ্রম্নুগঙ্গা রক্তগঙ্গা বহমান নাই নাই ভয় হবে হবে জয় জয় মুজিবুর রহমান।  –  অন্নদাশঙ্কর রায়
  • জনগণকে ভুল পথেও নিয়ে যাওয়া যায়; হিটলার মুসোলিনির মতো একনায়কেরাও জনগণকে দাবানলে, প্লাবনে, অগ্নিগিরিতে পরিণত করেছিলো, যার পরিণতি হয়েছিলো ভয়াবহ। তারা জনগণকে উন্মাদ আর মগজহীন প্রাণীতে পরিণত করেছিলো। একাত্তরের মার্চে শেখ মুজিব সৃষ্টি করেছিলো শুভ দাবানল, শুভ প্লাবন, শুভ আগ্নেয়গিরি, নতুনভাবে সৃষ্টি করেছিলেন বাঙালি মুসলমানকে, যার ফলে আমরা স্বাধীন হয়েছিলাম।  –  হুমায়ুন আজাদ
  • শেখ মুজিব দৈহিকভাবেই মহাকায় ছিলেন, সাধারণ বাঙালির থেকে অনেক উচুঁতে ছিলো তার মাথাটি, সহজেই চোখে পড়তো তার উচ্চতা। একাত্তরে বাংলাদেশকে তিনিই আলোড়িত-বিস্ফোরিত করে চলেছিলেন, আর তার পাশে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছিল তার সমকালীন এবং প্রাক্তন সকল বঙ্গীয় রাজনীতিবিদ।  –  কেনেথা কাউণ্ডা
  • শেখ মুজিব সরকারীভাবে বাংলাদেশের ইতিহাস এবং জনগনের হৃদয়ে উচ্চতম আসনে পূর্নপ্রতিষ্ঠিত হবেন।এটা শুধু সময়ের ব্যাপার।এটা যখন ঘটবে তখন নিঃসন্দেহে তার বুলেটবিক্ষত বাসগৃহ অত্যন্ত গুরুত্বপূর্ন স্মারকচিহ্ন এবং কবরস্থান পূন্যতীর্থে পরিনত হবে।  –  ব্রায়ান বারণ (১৯৭৫)