দেখতে দেখতে চলে এল এবারের ফুটবল বিশ্বকাপ। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে। বিশ্বকাপ শুরু হতে মাত্র আর কিছুদিন বাকি। বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করা হয়ে গিয়েছে। ইতিমধ্যে এসব দল প্রায় তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হল ব্রাজিল তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ব্রাজিল দল কতটা শক্তিশালী তা আমরা সবাই জানি। বিশ্বের মধ্যে সবথেকে বিশ্বকাপ নেওয়া দল হল ব্রাজিল। তাই অনেকেই ব্রাজিল দল নিয়ে ব্রাজিলকে নিয়ে পোষ্ট, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, কবিতা, ট্রল অনুসন্ধান করে থাকি।
ব্রাজিলকে নিয়ে স্ট্যাটাস
- অনেকদিন হলো বিশ্বকাপ জিতিনি সাম্প্রতিক সময়টাও ভালো যায়নি জিতেছে কনফেডারেশন কাপ। নেইমার তুমি এবার জিতবে ষষ্ঠতম বিশ্বকাপ।
- নেইমার তুমি দলের লিডার বলেছে স্বয়ং পেলে। নেতৃত্ব তাই দিতেই হবে তোমায় বুদ্ধি আর কৌশলে।
- একটা দল আছে যারা প্রথম রাউন্ড পার হতে পারে না। আবার বলে সেকেন্ড রাউন্ডে আমাদের সেভেন আপ খাবে।
- জার্মানি সেকেন্ড রাউন্ডে উঠবে সেভেনআপ কিনে ফ্রিজে ভর্তি করে রেখেছিলাম। আর এগুলো সেভেন আপ এর এখন কি হবে।
ব্রাজিল কতটা শক্তিশালী দল এটা আমরা সবাই জানি। তার অন্যতম উদাহরণ হল বিশ্বের মধ্যে সবচেয়ে বিশ্বকাপ খেলা দল এই ব্রাজিল। বিশ্বকাপে যে দলটির সবচেয়ে বেশি গোল রয়েছে দলটি ব্রাজিল। তাই আমাদের মনে কোন সন্দেহ নেই ব্রাজিল দল কতটা শক্তিশালী। ব্রাজিল সবসময়ই তাদের স্কোয়ারে অভিজ্ঞ প্লেয়ার রাখে। এবার কাতার বিশ্বকাপে রেখেছে নেইমার, দানি আলভেস ও থিয়াগো সিলভা। এর মধ্যে সবথেকে অভিজ্ঞ বেশি থিয়াগো সিলভার তিনি এই বিশ্বকাপে মোট ৪ টি বিশ্বকাপ খেলবেন। বিশ্বকাপের সব সময়ই ব্রাজিল দল ফেভারিট হয়ে থাকে। তাই যারা ব্রাজিলকে সমর্থন করেন তারা অনেকেই ব্রাজিলকে নিয়ে স্ট্যাটাস অনুসন্ধান করে থাকেন। যাদের স্ট্যাটাস প্রয়োজন ব্রাজিলকে নিয়ে তারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন।
ব্রাজিলকে নিয়ে ক্যাপশন
- সিদ্ধান্ত নিয়েছি জার্মানি দল ও তাদের সাপোর্টারদের আর পচাবো না। যে দল বিশ্বকাপের প্রথম রাউন্ড পার হতে পারে না তাদের নিয়ে ঠাট্টা করাও সময় নষ্ট করা।
- ১৬ বছর হয়ে গেল বিশ্ব জয়ের পর ধৈর্য্য ধরেছি অনেক রাজি নয় তো আর, নেইমার তুমি এবার ওই ঘুম চাও ১৬ বছরের হাহাকার।
- গত ওয়ার্ল্ড কাপের পর যারা ব্রাজিল ছেড়ে জার্মানিতে যোগ দিয়েছিল এবার বিশ্বকাপে কারা কই যাইবা।
- গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছি না। প্রতিশোধের আগুন জ্বলছে ভিতরে কিন্তু প্রতিশোধ নেওয়ার মানুষ নাই।
যখন ফুটবল বিশ্বকাপ আসে তখন বাংলাদেশ ঘিরে নানা উত্তেজনা থাকে। বিশেষ করে ব্রাজিল সাপোর্টারদের বেশি উত্তেজনা থাকে। কারণ জানা আছে ব্রাজিল কতটা শক্তিশালী দল। ব্রাজিলের মত কোনো দলই বিশ্বকাপ খেলেনি। কাতার বিশ্বকাপে সবার ওপরে রয়েছে ব্রাজিল। তাই যারা ব্রাজিল সমর্থন রয়েছেন তারা অনেকেই বিভিন্ন জায়গায় ব্রাজিলকে নিয়ে ক্যাপশন দিতে চান। এই ক্যাপশন বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনারা অনুসন্ধান করেন। আপনারা এখান থেকে ব্রাজিলকে নিয়ে ক্যাপশন কপি করে ফেসবুকে দিতে পারেন।
ব্রাজিলকে নিয়ে ছন্দ
- জার্মানি আহারে দেখা হবে কাতারে।
- আর্জেন্টিনা আহারে দেখা হবে কাতারে।
- ফ্রান্স আহারে দেখা হবে কাতারে।
- গানের ছন্দে এগিয়ে চলো বিশ্ব জয়ের দিকে লক্ষ এবার দিবে ধরা তোমার পায়ের জাদুতে নেইমার।
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে। এবারের বিশ্বকাপ জনপ্রিয় এবং জমজমাট হবে অনেক। এই বিশ্বকাপে মোট ৩২ টি দল অংশগ্রহণ করবে। ৩২ টি দলের মধ্যে সবচেয়ে ফেভারিট দল ব্রাজিল। এবারের বিশ্বকাপের সব দলগুলোর থেকে বেশি শক্তিশালী এই ব্রাজিল দল। ব্রাজিল সমর্থন যারা করেন এবার আশা করছেন ২০২২ কাতার বিশ্বকাপ ব্রাজিল নিবে। ব্রাজিলকে নিয়ে অনেকেই পেতে চান। আপনারা যারা ব্রাজিলকে নিয়ে ছন্দ চান তারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন।
শেষ কথা
সারা বিশ্বের ফুটবল দল গুলোর মধ্যে অন্যতম দল হচ্ছে এই ব্রাজিল। ব্রাজিল দেশটিতে সব সময় নতুন নতুন কিংবদন্তির জন্ম হয়। পেলে, রোনালদো, রোনালদিনহো,কাকা ও নেইমারের মত প্লেয়ার দের জন্ম হয়েছে এই ব্রাজিলে। তাই আমরা যারা ব্রাজিল সমর্থন করি তারা অনেকেই ব্রাজিলকে নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন ও ছন্দ পেতে চাই। এই পোস্টে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ব্রাজিলকে নিয়ে কিছু স্ট্যাটাস ও ছন্দ। আশা করি আপনারা আপনাদের তথ্যটি পেয়েছেন।