বিশ্বের সকল মুসলিমরা রমজান মাসের অপেক্ষায় আছে। আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপর আমাদের সকল অপেক্ষা প্রহর শেষ হবে,শুরু হবে বরকতময় মাস রমাদান। বিশ্বের সকল মুসলিমকে জানাই পবিত্র রমাদানের শুভেচ্ছা। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সকল মুসলিমগণ রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। রমজানের আগে সকল মানুষ বিভিন্ন কাজ করে রাখে।
আবার অনেকে রমজান মাসের আগে অর্থাৎ শাবান মাসে নফল সিয়াম পালন করে। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম রমজান মাসের আগে অর্থাৎ শাওয়াল মাসে নফল সিয়াম পালন করতেন। তাই আমাদেরও উচিত শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রমজান মাসের ক্যালেন্ডার। ক্যালেন্ডারের মাধ্যমে সকল মুসলিমগণ পুরো একমাস রমজান মাসের সেহেরী ও ইফতারের সময়সূচি জানতে পারে। এজন্যে রমজান মাস সবার আগে থেকে সবাই নিজস্ব এলাকার রমজানের ক্যালেন্ডার সংগ্রহ করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সেহরি ও ইফতারের সময়সূচি
বাংলাদেশের সকল মুসলিমগণ তাদের নিজস্ব জেলার রমজান মাসের রোজার সময়সূচি সংগ্রহ করে। কারণ বাংলাদেশে সর্বমোট ৬৪ টি জেলা রয়েছে। ভৌগলিক কারণে সকল জেলায় একই সময়ে সেহরি অথবা ইফতার একই সময়ে হয় না। সেহরি এবং ইফতার সূর্য উদিত এবং সূর্যাস্তের উপর নির্ভর করে আর বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলায় সূর্যাস্ত এবং সূর্য উদিত হওয়ার সময়ের মধ্যে পার্থক্য রয়েছে।
এ কারণে একটি দেশের বিভিন্ন জায়গায় সেহরি এবং ইফতারের সময়সূচি আলাদা হয়। রাজশাহী বিভাগের একটি বিখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে যে সকল মুসলমান বসবাস করে তাদের জন্য আমরা এই বছরের রমজানের ক্যালেন্ডার প্রকাশ করছি। এখান থেকে সকল মুসলিমগণ ২০২৩ সালের চাঁপাইনবাবগঞ্জ জেলার সেহরি এবং ইফতারের সময়সূচি জানতে পারবে।