কক্সবাজার হোটেল কাছাকাছি সমুদ্র সৈকত

কক্সবাজারের সমুদ্র সৈকত কে কেন্দ্র করে সেখানে ভ্রমণ করতে আসে অনেক পর্যটক। কিন্তু এই পর্যটকরা সেখানে অনেক দিন থাকতে চায় সে জন্য অনেকেই বিভিন্ন রকমের হোটেল বুকিং করে থাকেন। আমার এমন অনেক মানুষ রয়েছে যারা সমুদ্র সৈকত হোটেলে বসেই দেখতে চান এরকম হোটেল খুঁজে থাকেন। আজকের এই পোস্টে আমরা আপনাদের জানাব কক্সবাজার হোটেল কাছাকাছি সমুদ্র সৈকত।

কক্সবাজার হোটেল কাছাকাছি সমুদ্র সৈকত

  • রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা।
  • সিগাল হোটেল।
  • হোটেল দ্য কক্স টুডে।
  • সায়মন বিচ রিসোর্ট।
  • প্রাসাদ প্যারাডাইস।
  • হোটেল সী ক্রাউন।
  • নীলিমা বিচ রিসোর্ট।

বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কক্সবাজার অনেকে ঘুরতে যায় সেখানে ঘুরতে গিয়ে বেশিরভাগ মানুষই হোটেলে থাকে। এমন অনেক মানুষ রয়েছে যারা হোটেল থেকে তারা সমুদ্র সৈকত উপভোগ করতে চান। অনেকেই জানতে চান কোন হোটেলে কাছাকাছি সমুদ্র সৈকত খুব ভালো দেখা যাবে। তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের জানাতে চেষ্টা করেছি কক্সবাজারের সমুদ্র সৈকত এর কাছাকাছি হোটেল গুলোর নাম। আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন সমুদ্র সৈকতের কাছাকাছি হোটেল গুলোর নাম।

কক্সবাজারের সমুদ্র সৈকতের কাছাকাছি হোটেল ভাড়া

  • রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা প্রতিরাতের রুম ভাড়া ১২,০০০ থেকে ১,০৮,০০০ টাকা পর্যন্ত।
  • সিগাল হোটেল প্রতিরাতের রুম ভাড়া ৫,৫০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত।
  • হোটেল দ্য কক্স টুডে প্রতিরাতের রুম ভাড় ৭,৫০০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত।
  • সায়মন বিচ রিসোর্ট প্রতিরাতের রুম ভাড়া ১০,৫০০ থেকে ৪৪,০০০ টাকা পর্যন্ত।
  • প্রাসাদ প্যারাডাইস প্রতিরাতের রুম ভাড়া ৫,৪৪০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত।
  • হোটেল সী ক্রাউন প্রতিরাতের রুম ভাড়া ৪,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত।
  • নীলিমা বিচ রিসোর্ট প্রতিরাতে রুম ভাড়া ১,৫০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত।

যারা কক্সবাজার ঘুরতে আসেন তারা অনেকেই সমুদ্রের কাছাকাছি হোটেল গুলোতে থাকতে চান। যদি আপনি সমুদ্রের কাছাকাছি হোটেল থাকেন তাহলে আপনি হোটেল থেকেই কক্সবাজারের সমুদ্র সৈকত ও করতে পারবেন এ জন্যই বেশিরভাগ মানুষ সমুদ্র সৈকত এর কাছাকাছি হোটেল বুকিং করে থাকেন। কিন্তু অনেকেই জানেন না যে কক্সবাজারের সমুদ্র সৈকত এর কাছাকাছি যে হোটেল গুলো রয়েছে সেগুলো ভাড়া কিরকম। তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের জানাতে চেষ্টা করেছি কক্সবাজারের কাছাকাছি হোটেল গুলোর ভাড়া সম্পর্কে।

কক্সবাজার সমুদ্র সৈকতের কাছাকাছি হোটেল বুকিং

  • রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা       –   ০১৯৭০-৬৬০০৬৬।
  • সিগাল হোটেল                                                        –   ০১৭৬৬-৬৬৬৫৩০।
  • হোটেল দ্য কক্স টুডে                                              –   ০১৭৫৫-৫৯৮৪৪৯।      
  • সায়মন বিচ রিসোর্ট                                                –    ০১৭৫৫-৬৯১৯১৭।
  • প্রাসাদ প্যারাডাইস                                                  –   ০১৫৫৬-৩৪৭৭২২।   
  • হোটেল সী ক্রাউন                                                   –   ০১৮১৭-০৮৯৪২০।
  • নীলিমা বিচ রিসোর্ট                                                 –   ০১৮৩১-৮৭৮৮৩৩।

কক্সবাজার অনেক পর্যটকরা ভ্রমণের উদ্দেশ্যে জান। কিন্তু কক্সবাজার ঘুরে দেখতে হলে আপনাকে অবশ্যই অনেক দিন থাকতে হবে। এজন্য সবাই হোটেলে রাত যাপন করে থাকেন। কিন্তু অনেকেই ভেবে থাকেন যে আপনারা কক্সবাজার গিয়ে হোটেল লগিন করবেন। যদিও চিন্তাভাবনা দেখেন তাহলে আপনাকে অবশ্যই পড়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনি ভাল কোনো হোটেল পাবেন না সেগুলো সব গুলো আগে থেকেই বুকিং হয়ে যায়। তাই আপনি আজকের এই পোস্ট থেকে কক্সবাজার যদি যান তাহলে আজকের এই পোস্টের নাম্বার থেকে আপনারা আগে থেকেই হোটেল বুকিং করে রাখতে পারবেন।

শেষ কথা 

সাধারণত কক্সবাজার আমরা অনেকেই ঘুরতে যাই। বেশিরভাগ মানুষ চায় কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেলের কাছাকাছি যেগুলো হোটেল রয়েছে সেগুলো থাকতে। তাই আজকের পোস্টে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কক্সবাজার হোটেল কাছাকাছি সমুদ্র সৈকত। আশা করি আপনারা জানতে পেরেছেন কক্সবাজারের সমুদ্র সৈকত এর কাছাকাছি হোটেল গুলোর নাম। কক্সবাজার হোটেল সম্পর্কিত বিভিন্ন রকমের তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।