বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের দিক ফুটে উঠেছে সবুজ গাছপালার জন্য। এই সবুজ গাছপালার মধ্যে সবার প্রিয় হল ফুল। ফুলকে ভালোবাসো না এমন মানুষ অনেক কমই পাওয়া যাবে। শীতকালীন এই সময়ে মানুষ বেশিরভাগ ফুলের ভালোবাসায় পড়ে। এ সময়টাতে ফুলের সমাহার বেশি হয়। শীতের সময় সাধারণত ডালিয়া ফুলের আবির্ভাব ঘটে। শীতকালীন এইসময় ডালিয়া ফুল প্রায় ৪২ প্রজাতির এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। তাই আজকের এই পোস্টে আপনাদের জানাব ডালিয়া ফুল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও কবিতা।
ডালিয়া ফুল নিয়ে ক্যাপশন
- আমি কবিতায় আঘাত করি ফুল দিয়ে। – কাজী নজরুল ইসলাম
- ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। – সুভাষ মুখোপাধ্যায়
- বাতাস তখনই হয় সুরবি যখন তা বন্ধ হয়ে ফুলের বুকে। – আল্লামা ইকবাল
- ভোরের হাওয়ায়, কান্না পাওয়া তব স্লান ছবি ফুলের জলসায় নীরব কোনো কবি। – কাজী নজরুল ইসলাম
ডালিয়া ফুল সাধারণত শীতকালে দেখা যায়। এই সময়টাতে এই ফুলের চাহিদা অনেক বেশি থাকে। কারণ সারা বছরেই ফুল দেখা যায় না শুধু শীতকালে এই সময়টাতেই এ ফুলের দেখা পাওয়া যায় তাই মানুষের ভালোবাসা এর প্রতি বেশি। মানুষেই ফুল নিজের বাড়ির আঙিনায় অথবা বিদ্যালয়ের আঙিনায় রাখতে বেশি পছন্দ করে। ডালিয়া ফুল কে মানুষ সাধারণত সাজানোর কাজে বেশি ব্যবহার করে। তাই এই ফুলটিকে নিয়ে অনেকেই বন্ধুদের সাথে ক্যাপশন শেয়ার করতে চান। এখান থেকে সংগ্রহ করতে পারবেন ডালিয়া ফুল নিয়ে সুন্দর কিছু ক্যাপশন।
ডালিয়া ফুল নিয়ে স্ট্যাটাস
- ফুল ভেঙে দিল দুটি মানুষের ভুল। – বি এম ইউনুছ
- ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালবেসে ভুলে যেও না। – সংগৃহীত
- একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলের স্বাধীনতার জন্য যুদ্ধ করি। – আপেল মাহমুদ
- শীতকালের এই সময়ে মানুষের ভালোবাসাকে নতুনভাবে জাগ্রত করে তোলে ডালিয়া ফুল। – সংগৃহীত
একজন মানুষের মনের ভিতর ভালোবাসার আবির্ভাব ঘটায় ফুল। ফুলের প্রতি যে ভালোবাসা আপনার রয়েছে তা একজন ভালো মানুষের বহিঃপ্রকাশ ঘটায়। শীতকালে অনেক ফুল ফোটে তার মধ্যে অন্যতম হচ্ছে ডালিয়া ফুল। এই ফুল অনেক রঙের হয়ে থাকে দেখতে অনেক সুন্দর। সাধারণত এগুলো মানুষের বাগানের আঙিনায় বেশি দেখা যায়। ডালিয়া ফুলের চারা রোপন করে তারপর সে ফুলকে তারা বাড়ি সাজানোর কাজে লাগায়। সাধারণত এই ফুল সব সময় দেখা যায় না শুধু শীতকালেই এই ফল দেখতে পাওয়া যায়। তাই এই ফুল নিয়ে ফেসবুকে অনেকেই স্ট্যাটাস শেয়ার করে। এখান থেকে আপনি চাইলে ডালিয়া ফুল নিয়ে স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন।
ডালিয়া ফুল নিয়ে কবিতা
- অগ্নাশয় হাপাচ্ছে বারুদের গন্ধ- মৌচাকের পাশে হেঁটে গেছো তুমি ডালিয়া।
- কি কোন ফুল- ফুটে আছো এক নিঃসঙ্গ অর্কিডের উমে ?আঙ্গুরের রস থেকে নামছে।
- সন্ধ্যার মত পুষ্পরেণু হাতে প্রার্থনায় আমি কাটাচ্ছি বিনিদ্র রজনী এবাদতের সবে।
- কদর স্পন্দের আশায় রুহ আত্মার টিকা ডালিয়া তুমি কি ভুল পথে খুঁজেছ।
- প্রস্ফুটন রাত নামেনি হাসনুহেনা গালে অভেদ্য কুড়িতে মৌমাছি মৈথুনের।
- সময় গেলে নিয়েছে ডুমুর কত আবেগ নিয়ে ঝরছে দেখো বিলম্বতার অনল।
- ডালিয়া, তুমি কি প্রার্থনা রাতে ঘুমিয়ে পড়েছ? ফুটবেনা আর পাজরে।
শীতকাল চলে আসলেই ডালিয়া ফুলের দেখা পাওয়া যায়। এ সময় ছাড়া ডালিয়া ফুলের দেখা আপনি কখনোই পাবেন না। শীতকালের প্রকৃতিকে আরো সুন্দর করে তোলে এই ফুল। ভোর বেলা সূর্য ওঠার পর এই ফলটি দেখতে অনেক সুন্দর লাগে। ডালিয়া ফুল পছন্দ করেন না এমন মানুষ অনেক কমই পাওয়া যাবে। যারা ফুল প্রকৃতিপ্রেমী রয়েছেন তারা কখনই এই ফুলকে না ভালবেসে থাকতে পারবেন না। ফুলটি অনেক রঙের হয়ে থাকে এবং গোলাকৃতির। অনেকেই আছেন অনলাইনে অনুসন্ধান করে থাকেন ডালিয়া ফুল নিয়ে কবিতা। এখানে ডালিয়া ফুলের কবিতা জানানোর চেষ্টা করেছি।
শেষ কথা
শীতকাল চলে আসার সাথে সাথেই অনেক ফুলের আবির্ভাব ঘটে। তেমনি ডালিয়া ফুলের দেখা পাওয়া যায় এই সময়টাতেই। এই সময়টাতে অনেকেই ডালিয়া ফুল নিয়ে বিভিন্ন রকমের ক্যাপশন অনুসন্ধান করে থাকেন। আজকের এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন ডালিয়া ফুল নিয়ে ক্যাপশন এবং কবিতা। অন্যান্য ফুল সম্পর্কিত আরো উক্তি পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।