বাংলাদেশ স্বাধীনতার পর দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পর সংগ্রামের পাশাপাশি এই দেশে ঘুষ ও দুর্নীতি বেড়ে গিয়েছিল। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে নতুন সংগ্রামের ডাক দেন। যাতে আমাদের দেশে ঘুষ ও দুর্নীতি না করা হয়। বঙ্গবন্ধুর ভাষণ গুলো লক্ষ্য করলে দেখা যায় যে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণ বয়স থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত সোচ্চার ছিলেন তিনি।
দুর্নীতি নিয়ে বঙ্গবন্ধুর উক্তি,বাণী ও স্ট্যাটাস রয়েছে অনেক। যেমন যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতই হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক। তারাই আমাদের পুরুষ ও দুর্নীতির কাজ থেকে বিরত থাকতে শিক্ষা দিতে পারেন।
দুর্নীতি নিয়ে বঙ্গবন্ধুর উক্তি
আমাদের দেশে দারিদ্রতা এবং জীবন ব্যবস্থা নিয়ে অনেক সমস্যা ছিল। কারণ দেশে ঘুষ ও দুর্নীতির বেশি আবির্ভাব ছিল। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেন। সেই সংগ্রামে তিনি ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তাই দুর্নীতি নিয়ে বঙ্গবন্ধুর কিছু উক্তি ।
- রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, দুর্নীতি করলে রাজনীতি করেন। – সৈয়দ আশরাফুল ইসলাম
- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের কিছু কিছু ক্ষেত্রে যে লুটপাট হয়েছে সেটা শুধু পুকুর চুরি নয়,সাগর চুরি। – আবুল মাল আবদুল মুহিত
- সকল ক্ষমতা দুর্নীতিগ্রস্ত। কিন্তু নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত। – লর্ড একটন
- দুর্নীতি হল গরিবদের সম্পদ মেরে খাওয়া। – পোপ ফ্রান্সিস
দুর্নীতি নিয়ে বঙ্গবন্ধুর বাণী
আমাদের দেশে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠার সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা হওয়া দরকার ।আমাদের দেশে আমরা নিজেরা যদি সচেতন না থাকে তাহলে দুর্নীতি কোনদিন পূরণ হবে না। তাই দুর্নীতি নিয়ে বিখ্যাত ব্যক্তিদের কিছু বানী নিচে দেওয়া হল।
- পুলিশ কনস্টেবল এর চাকরির ভাগাভাগিতে টাকার বিনিময়ে অংশ নেওয়া নেতা আওয়ামী লীগে প্রয়োজন নেই। প্রাইমারি স্কুলের নস প্রহরী চাকরির জন্য টাকা নেওয়া নেতা শেখ হাসিনার দরকার নেই। – ওবায়দুল কাদের
- এখনো তো চারিদিকে রুচির দুর্ভিক্ষ। একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের কোন ছবি হয় না। – জয়নুল আবেদিন
- কোন অফিস-আদালতে দুর্নীতি হলে এবং আপনাদের নিকট কেউ চাইলে সঙ্গে সঙ্গে তিন পয়সার একটি পোস্ট কার্ডে লিখে আমাকে জানাবেন। আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব যাতে দুর্নীতি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- জনগণ সচেতন হওয়া উচিত যেন তারা দুর্নীতির অবস্থা পরিবর্তন করতে পারে। – পিটার আইগেন
- আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান না নেন , তখন আপনি একে সমর্থন করেন। – কামাল হাসান
দুর্নীতি নিয়ে বঙ্গবন্ধুর স্ট্যাটাস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্নীতি ও ঘুষ তারা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেন। কারণ যারা দুর্নীতি এবং ঘুষ নিতেন শেখ মুজিবুর রহমান তাদের দেখতে পারতেন না। সেজন্য শেখ মুজিবুর রহমান গোসল দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংগ্রহ করেন। কোন জাতিকে ধ্বংস করতে ঘুষ-দুর্নীতি এই দুটো বিষয় দরকার। তাই শেখ মুজিবুর রহমান বলেছেন যদি কেউ আপনাদের নিকট অফিস-আদালতে কোন ঘোষ চেয়ে থাকে তাহলে তিন পয়সার একটি কার্ড লিখে আমাকে জানাবেন। আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
- সরকারের দুর্নীতির বিরোধিতা করার দেশপ্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। – এডোওয়ার্ড গ্রিফিন
- অর্থ ও দুর্নীতি জমিন নষ্ট করেছে, কুটিল রাজনীতিবিদরা শ্রমজীবি মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, লাভের পকেট তৈরি করেছে। আমাদেরকে ভেড়ার মত ব্যবহার করেছে এবং আমরা যে প্রতিশ্রুতি শুনেছি তা শুনে শুনে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, যা তারা কখনও রাখেবে না। – রে ডেভিস
- কোনও বিজ্ঞানী- রাজনীতির সংক্রমণ এবং ক্ষমতার দুর্নীতি প্রতিরোধ করতে পারে না। – জ্যাকব ব্রণবক্সী
- বিলম্ব ও দুর্নীতির একটি সূক্ষ্ম কাজ একটি মূল্যবান সময়কে দূষিত করে। – ডক্টর অমিত আব্রাহাম
- দুর্নীতি হল একটি ক্যান্সার, যা গণতন্ত্রের প্রতি নাগরিকের বিশ্বাসকে নষ্ট করে আর উদ্ভাবন এবং সৃজনশীলতার প্রকৃতি রাস করে । – জো বাইডেন
শেষ কথা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসংখ্য ভাষণের মধ্য থেকে কয়েকটি আলোকিত ভাষণ ছিল তার মধ্যে একটি হল ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে। সেই ভাষণ গুলোতে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে এই মহান নেতার কণ্ঠে উচ্চারিত হুঁশিয়ারি অনেকগুলোই এখনো প্রাসঙ্গিক। ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হলে আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে। তাহলে আমরা নীতির বিরুদ্ধে কাজ করতে পারব। এখন আমাদের মধ্যে অনেকেই দুর্নীতি কাটিয়ে উঠতে কাজ করে এবং এটি সম্ভব বলে সবাই বিশ্বাস করে। তাই আমাদের ঘুষ দুর্নীতিকে সমর্থন না করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমাদের দুর্নীতি ঠেকাতে হলে এটাই করণীয়।