Tech For GPT

আইনস্টাইনের উক্তি

Published:

Updated:

Author:

পুরো বিশ্বর কাছে পরিচিতি নাম হলো আইনস্টাইন। তার পুরো নাম ছিল আলবার্ট আইনস্টাইন যাকে পুরো বিশ্বই চিনেন বিজ্ঞানের ক্ষেত্রে। কেননা তিনি বিজ্ঞান নিয়ে থাকতেন। আইনস্টাইনের বাবা ছিলেন তড়িৎ রাসায়নিক কারখানার পরিচালক কিন্তু আলবার্ট আইনস্টাইনের ছোটবেলা থেকেই পদার্থ বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল। সে আগ্রহর ক্ষেত্রেই তিনি পদার্থবিজ্ঞান বই নিয়ে অনেক গবেষণা করেন এবং নতুন কিছু আবিষ্কার করতে শিখেন। তিনি পদার্থ বিজ্ঞান বই থেকে নতুন নতুন কিছু আবিষ্কার করা শিখতেন। তিনি পদার্থ বিজ্ঞান থেকে সবচেয়ে বিখ্যাত অবদান আপেক্ষিকতার বিশেষ তথ্য যা বলবিজ্ঞান ও তড়িৎ চৌম্বকিত একিভূত ছিল। তড়িৎ চুম্বক এবং আতিকতার ওপর তিনি অনেক গবেষণা করেছেন। আলবার্ট আইনস্টাইন এর রেখে যাওয়া অনেক উক্তি রয়েছে যেগুলো আজকের এই পোস্টে তুলে ধরব।

আইনস্টাইন ছোটবেলা থেকেই পদার্থ বিজ্ঞানের উপর অনেক গবেষণা করতেন। পদার্থ বিজ্ঞান বই থেকে অনেক কিছু শিখে বাস্তব জীবনে কি কি তৈরি করা যায় সে সম্পর্কেও অনেক কিছুই চিন্তা ভাবনা করতেন। তার মাথায় সবসময় পদার্থ বিজ্ঞানের এবং গবেষণা করার চিন্তা চলত। আইনস্টাইন তার জীবনে শুধু যে পদার্থ বিজ্ঞান বই গবেষণা করেছেন তা কিন্তু নয় তার জীবনের শত শত বই তিনি গবেষণা করেছেন। এবং সেই গবেষণা থেকে আইনস্টাইন তার জীবনের শত শত বই গবেষণাপত্র প্রকাশ করেছেন। আইনস্টাইন নতুন নতুন কিছু আবিষ্কার করতে শিখতেন এবং সেটি পেরেও ছিলেন তার জীবনে।

আইনস্টাইনের উক্তি

  • জীবনে কোন ভাবেই দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো তা হলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম।
  • আপনাকে আগে খেলার নিয়মটি শিখতে হবে, তারপরেই আপনি অন্যদের চেয়ে ভাল খেলতে পারবেন।
  • স্কুল থেকে জ্ঞানার্জনের পর ভুলে যাওয়ার পর যেটা মনে থাকে সেটাই হলো শিক্ষা।
  • অভিজ্ঞতাই হলো জ্ঞানের একমাত্র উৎস।
  • প্রজ্ঞা বিদ্যালয়ের শিক্ষার পণ্য নয়, তবে এটি অর্জনের আজীবন প্রয়াস।
  • পুরুষ নারীদের বিয়ে করে এই আশায় যে তরা কখনো বদলাবে না। নারী পুরুষকে এই আশায় বিয়ে করে যে তারা বদলাবে। স্বভাবতই তারা দুজনেই হতাশ হয়।
  • যখন কোন কোন লোক সুন্দরী মেয়ের সঙ্গে এক ঘণ্টা কাটায় তখন মনে হয় যেন এক মিনিট গেলো। কিন্তু সেই লোকটিকেই এক মিনিটের জন্যে গরম চুল্লির উপর বসিয়ে দিলে তার কাছে মনে হবে একঘণ্টারও বেশি সময় গেলো। এটিই আপেক্ষিক তত্ত্ব।
  • একমাত্র মূল্যবান জিনিস হলো প্রজ্ঞা।
  • সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকের সর্বপ্রধান শিল্প।“-আলবার্ট আইনস্টাইন।
  • আমি সবসময়ই পরীক্ষার বিরোধিতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোন ভাবেই দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো তা হলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম।
  • একটি টেবিল, চেয়ার, ফল ভরা পাত্র আর একটা বেহালা সুখী হওয়ার জন্য একটা মানুষের আর কী দরকার?
  • উদাসীনতার থেকেও বিপজ্জনক বেপরোয়া মানসিকতা।

আলবার্ট আইনস্টাইনের উক্তি

  • আমাদের কাজ অবশ্যই হবে আমাদেরকে মুক্ত করা সমস্ত বসবাসরত সৃষ্টি এবং সমস্ত প্রকৃতি এবং এর সৌন্দর্যকে আলিঙ্গন করতে আমাদের সমবেদনার বৃত্তকে প্রসারিত করার মাধ্যমে।
  • আমরা আমাদের সমস্যাগুলির সমাধান করতে পারি না একই চিন্তাদ্বারা দিয়ে যা আমরা ব্যাবহার করেছিলাম যখন আমরা এইগুলি সৃষ্টি করেছিলাম।
  • শক্তি দিয়ে শান্তি সাধন করা যায় না; এটি কেবলমাত্র সহমর্মিতা দিয়ে অর্জন করা যায়।
  • একটি প্রশ্ন যা আমাকে মাঝে মাঝে দুর্বোধ্য করে তোলে – আমি পাগল নাকি অন্যরা পাগল?
  • দুর্বল লোকেরা প্রতিশোধ নেয়, শক্তিশালী লোক ক্ষমা করে দেয় আর বুদ্ধিমান লোকেরা উপেক্ষা করে।
  • দুটো জিনিস অসীম- মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতা। এবং মহাবিশ্বের ব্যাপারে আমি এখনও পুরোপুরি নিশ্চিত না।
  • প্রত্যেকেই প্রতিভাবান। কিন্তু যদি আপনি একটি মাছকে তার গাছে চড়ার সক্ষমতা দিয়ে যাচাই করেন, তাহলে সে সারাজীবন নিজেকে বোকা মনে করেই কাটিয়ে দিবে।
  • গতকাল হতে শিক্ষা নাও, আজকের জন্য বসবাস করো, আগামীকালে জন্য আশা রাখো। গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশ্ন করা বন্ধ না করা।“
  • স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে; তাই হলো শিক্ষা।
  • যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।
  • আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না, সিংহের নেতৃত্বে ভেড়ার পালকে ভয় পাই।
  • আমি ভবিষ্যত নিয়ে চিন্তা করিনা। এটা আসে যথেষ্ট তাড়াতাড়ি।
  • যেখানে বিজ্ঞান শেষ সেখানে দর্শন শুরু, যেখানে দর্শন শেষ সেখানে ধর্ম শুরু।
  • কেউ ভুল করে ফেললে, সবা।

আইনস্টাইন এর উক্তি english

  • গতকাল থেকে শিখুন, আজকের দিনতাকে নিয়ে বেঁচে থাকুন, আশাটা আগামীকালের জন্যে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন করা থামাবেন না।
  • মহৎ ব্যক্তিরা সব সময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছে থেকে।
  • শুধু আইন দিয়ে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না, দরকার সহনশীলতা।
  • এই পৃথিবীতে সবাই জিনিয়াস; কিন্তু আপনি যদি ১ টি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে।
  • যেকোন বুদ্ধিমান বোকা জিনিষকে বড় করতে পারে, আরো জটিল, এবং আরও তীব্র। এটি একটি প্রতিভাকে স্পর্শ করে, এবং সাহস অনেকটা বিপরীত দিকে অগ্রসর হয়।
  • যেকোনো যুক্তি আপনাকে A থেকে B পর্যন্ত নিয়ে যাবে কিন্তু কল্পনাশক্তি আপনাকে সব জায়গাতেই নিয়ে যাবে।
  • আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর। আমার চিন্তাগুলো ৯৯ বারই ভুল হয়েছে, তবে শততম বারে আমি সফল হয়েছি।
  • জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনটির জন্য বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত।
  • একজন সুন্দর, আকর্ষণীয় রমণীর পাশে ২ ঘণ্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় ২ মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন!
  • যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেয়া হয়, আমি ৫৫ মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি ৫ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি।
  • সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো।

About the author

Latest Posts

  • নিজের স্বাধীনতা নিয়ে উক্তি

    জীবনের প্রত্যেকটা মানুষই উন্নতি করতে চায়। জীবনে বড় কিছু করতে চাইলে নিজের স্বাধীনতা থাকতে হবে। উন্নতির সেরা পথ হল নিজের স্বাধীনতা। আপনার যদি নিজের স্বাধীনতা না থাকে তাহলে কোনভাবেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। জীবনে হঠাৎ করে কখনোই উন্নতি হবে না এর জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরতে হবে এবং নিজের…

    Read more

  • সিঙ্গেল ছেলেদের রোমান্টিক স্ট্যাটাস

    বর্তমান সময়ে সবার কাছে পরিচিত একটি শব্দ হল সিঙ্গেল। সিঙ্গেল বলতে মূলত একাকী জীবন অতিবাহিত করাকে বোঝায়। সমাজে বর্তমানে অনেক ছেলে পাওয়া যাবে যারা এখনো সিঙ্গেল রয়েছে। সিঙ্গেল বলতে শুধু ছেলেদেরকে বোঝানো এটা মেয়েদের ক্ষেত্রেও বোঝায়। কিন্তু সমাজে বেশিরভাগ ছেলেরাই সিঙ্গেল বেশি থাকে। তাই অনেক সিঙ্গেল ছেলেরাই আছে যারা তাদের ফেসবুকে সিঙ্গেল নিয়ে স্ট্যাটাস শেয়ার…

    Read more

  • চট্টগ্রাম আজকের সেহরির শেষ সময় ২০২৩

    প্রত্যেকটি মুসলিমের জন্য রমাদান নিয়ে আসে খুশির সংবাদ। ‌ কেননা এই মাসে আমরা বেশি বেশি সওয়াব অর্জন করতে পারি এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি। অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং ফজিলতময় মাস হলো রমাদান। তাই প্রত্যেকটি মুসলিমকে এই মাস কাজে লাগাতে হবে। দীর্ঘ এক বছর পর আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রমাদান। বিগত বছরের সকল পাপ…

    Read more