প্রত্যেকটা মানুষের জীবনেই পরিবার থাকা খুব প্রয়োজন। কেননা পরিবার থাকলে ভালোবাসা আনন্দ সবই পাওয়া যায়। তেমনি যাদের পরিবার রয়েছে তাদের পরিবারের বড় ছেলে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের পরিবার রয়েছে তাদের পরিবারের দায়িত্ব নিয়ে থাকে তাদের বাবা। কিন্তু যখন বাবা না থাকে যদি বড় ছেলে থাকে তাহলে পরিবারের সব দায়িত্ব নিয়ে থাকে বড় ছেলে। বাবা জেনেই সেটা মনেই করতে দেয় না একটা পরিবারকে তার বড় ছেলে। বড় ছেলে থাকলে সে নিজের দায়িত্ব না নিয়ে তার পরিবারের দায়িত্ব আগে নেয় এরপর নিজের দায়িত্ব নেয়। বড় ছেলে পরিবারের জন্য সবকিছুই উজাড় করে দেয়। নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা সবকিছুই পরিবারে জন্ম ত্যাগ করে দেয়। পরিবারের বড় ছেলে নিয়ে অনেকেই উক্তি অনুসন্ধান করে। তাই আজকের এই পোস্টে জানাবো পরিবারের বড় ছেলে নিয়ে কিছু উক্তি।
যে পরিবারে বড় ছেলে আছে সে পরিবার অনেক সুখের। কেননা প্রত্যেকটা পরিবারের দায়িত্ব শুধু একা বাবা নেন কিন্তু যে পরিবারে বড় ছেলে রয়েছে, সেই পরিবারের দায়িত্ব বাবা এবং বড় ছেলে ভাগাভাগি করে নেন। যে পরিবারে বড় ছেলে রয়েছে সে পরিবার অনেক সৌভাগ্যের। কেননা পরিবারের বড় ছেলে সব আশাই পূর্ণ করে। পরিবারের কোন সমস্যা হলে সবার আগে বাবা আসে এবং তারপরে আসে পরিবারের বড় ছেলে। বাবার পরের জায়গাটাই হল বড় ছেলের। যখন বাবা থাকবে না তখন পরিবারের দায়িত্ব নিতে হবে বড় ছেলের। কিন্তু বর্তমান যুগে বড় ছেলে হওয়াতেও পরিবারের দায়িত্ব নিতে চায় না কেউ। কিন্তু এটা করা আমাদের উচিত না কেননা বাবা না থাকার কারণেই বড় ছেলের দায়িত্ব নিতে হয়। তাই আমরা পরিবারের যারা বড় ছেলে রয়েছি তাদের উচিত পরিবারের দায়িত্ব নেওয়া।
পরিবারের বড় ছেলে নিয়ে উক্তি
- বড় ছেলে মানে বাবার পর বাবার মতো করে পরিবারের দায়িত্ব নেওয়া।
-
বড় ছেলে মানে যে খুব ছোট বয়স থেকেই, নিজের ভাই-বোনদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়।
-
বড় ছেলে মানে নিজের চাওয়া-পাওয়া গুলোকে চাপা দিয়ে, প্রিয়জনদের চাওয়া-পাওয়া গুলোকে পূরণ করা।
-
বড় ছেলে মানে সকাল থেকে রাত পর্যন্ত, অক্লান্ত পরিশ্রম করেই পথ চলা।
-
বড় ছেলে মানে সারা মাস কাজ করে, মাস শেষে বেতনের টাকা,টা মায়ের হাতে দিয়ে মা’কে খুশি রাখা।
-
বড় ছেলে মানে পুরনো একটি টি-শার্ট পরে, জীবনের অনেক টা অংশ পার করে দেওয়া।
-
বড় ছেলে মানে নিজেকে জলাঞ্জলি দিয়ে সবাইকে খুশি করা।
-
বড় ছেলে মানে হাজারো কষ্টে ও চোখে জল আনতে মানা।
-
বড় ছেলে মানে অনেক কষ্টের মধ্যে ও সুখ খুঁজে নেওয়া।
-
বড় ছেলে মানে হাজারো দুচিন্তা মাথায় নিয়ে, সবাইকে আশ্বাস দেওয়া।
-
বড় ছেলে মানে শত কষ্টের মাঝে ও পরিবারের সবার মুখে হাসি ফুটিয়ে তোলা।
-
বড় ছেলে মানে খুব সস্তা নয়, বড় ছেলে মানেই খুব সংগ্রামী, বড় ছেলে মানেই অনেক বেশি দায়িত্বশীল
-
সখ আছে সাধ্য নাই কান্না আসলেও হাসতে হয়। কারণ আমি যে পরিবারের বড় ছেলে।
- হাজার কষ্টের মাঝেও নিজেকে শান্তনা দেওয়ার নামই পরিবারের বড় ছেলে।
- পরিবারের বড় ছেলে হলে সবকিছুকে বিসর্জন দিতে হয়,ছোট একটি মুচকি হাসির মাধ্যমে। হাজার কষ্টকে হাসি মুখে বিদায় জানিয়ে বলতে হয়, is,t ok।