গাজীপুর আজকের সেহরির শেষ সময়

একটি বছর পর আবারো শুরু হতে যাচ্ছে রহমত এবং বরকতের মাস রমাদান। প্রাপ্তবয়স্ক প্রত্যেকটি মুসলিমদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ মাসে প্রাপ্ত বয়স্ক নারী এবং পুরুষ উভয়ের উপর একমাস সিয়াম ফরজ করা হয়েছে। তাই অন্যান্য মাসের তুলনায় এই মাসে মুসলিমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করে। আমাদের মাসে মুসলিমরা বেশি বেশি নফল সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, দানের সাদকা করে। এছাড়াও অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে মুসলিমরা বেশি বেশি যাকাত আদায় করে। এ সকল ইবাদতের পাশাপাশি বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলিমরা এই মাসে সবথেকে বেশি গুরুত্ব দেয় সিয়ামের উপর। আর রোজা রাখতে হলে আমাদের অবশ্যই সেহরির শেষ সময় জানতে হবে। কারণ সেহরির শেষ সময় চলে গেলে আর সেহরি করা যাবেনা।

গাজীপুর আজকের সেহরির শেষ সময়

রোজা

 
 

তারিখ

 

সেহরির শেষ সময়

 
 

1

 

২৪ মার্চ

4:38 AM

 

2

 

২৫ মার্চ

4:37 AM

 

3

 

২৬ মার্চ

4:35 AM

 

4

 

২৭ মার্চ

4:34 AM

 

5

 

২৮ মার্চ

4:33 AM

 

6

 

২৯ মার্চ

4:32 AM

 

7

 

৩০ মার্চ

4:30 AM

 

8

 

৩১ মার্চ

4:29 AM

 

9

 

১ এপ্রিল

4:28 AM

 

10

 

২ এপ্রিল

4:27 AM

 

11

 

৩ এপ্রিল

4:26 AM

 

12

 

৪ এপ্রিল

4:25 AM

 

13

 

৫ এপ্রিল

4:23 AM

 

14

 

৬ এপ্রিল

4:23 AM

 

15

 

৭ এপ্রিল

4:22 AM

 

16

 

৮ এপ্রিল

4:21 AM

 

17

 

৯ এপ্রিল

4:20 AM

 

18

 

১০ এপ্রিল

4:19 AM

 

19

 

১১ এপ্রিল

4:18 AM

 

20

 

১২ এপ্রিল

4:17 AM

 

21

 

১৩ এপ্রিল

4:16 AM

 

22

 

১৪ এপ্রিল

4:14 AM

 

23

 

১৫ এপ্রিল

4:13 AM

 

24

 

১৬ এপ্রিল

4:12 AM

 

25

 

১৭ এপ্রিল

4:11 AM

 

26

 

১৮ এপ্রিল

4:10 AM

 

27

 

১৯ এপ্রিল

4:09 AM

 

28

 

২০ এপ্রিল

4:08 AM

 

29

 

২১ এপ্রিল

4:07 AM

 

30

 

২২ এপ্রিল

4:06 AM

 

গাজীপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ (আজকের)

সেহরির শেষ সময় জানা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ইফতারের সময়ও আমাদের জানতে হবে। কারণ সেহরি এবং ইফতার দুটির সময়ই আস্তে আস্তে পরিবর্তন হয়। একদিন পরপর অথবা দুইদিন পরপর এক মিনিট করে সময় পরিবর্তন হয়। সেহরি শেষ সময় হওয়ার পর ফজরের আযান দেওয়া হয়। ফজরের আজান হয়ে গেলে আর সেহরি করার সুযোগ নেই। তাই আমাদের প্রত্যেকটি রোজার সেহরির শেষ সময় জেনে সেহরি খেতে হবে। এর পাশাপাশি সূর্যাস্তের সময় অনুযায়ী আমাদের ইফতার করতে হবে।