সুসময় নিয়ে উক্তি, বাণী ও স্ট্যাটাস

তুমি যা কিছু খরচ করো তার মধ্যে সময় সবচেয়ে দামি। একবার সময় চলে গেলে সেই সময়টাকে তুমি কখনোই ফিরিয়ে আনতে পারবে না। সময় সদা বহমান, সে কারো জন্য অপেক্ষা করে না বলে চলে যাওয়া তার একমাত্র অভ্যাস। বহমান সময় কাজে লাগে মানুষ তার জীবনে সফল হতে পারে। মানুষ এই পৃথিবীতে আসে অতি অল্প সময়ের জন্য তাই নিজের জীবনকে সুখী ও সুন্দর করে তুলতে হলে সময়কে মূল্যায়ন করতে হবে। মানুষকে ক্ষণকাল পৃথিবীতে বেঁচে থাকতে হয় সে বেঁচে থাকা পূর্ণতা পাবে সময়কে সঠিক ব্যবহারের মাধ্যমে। একটা মানুষের জীবনে সুসময় এবং দুঃসময় দুটোই আসে। সুসময় নিয়ে কিছু উক্তি, বাণী ও স্ট্যাটাস জানাবো। 

সুসময় নিয়ে উক্তি

  • সমস্ত জিনিসের জন্য নির্দিষ্ট সময় আছে।  –  টমাস আলভা এডিসন
  • পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হল ধৈর্য এবং সময়।  –  লিও টলস্টয়
  • আমরা যদি সময় যত্ন নেই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে।  –  মারিয়া এজগ্রোথ
  • তোমার সময় সীমিত। সুতরাং অন্য জন্য বেঁচে থেকে সময় নষ্ট করো না।  –  স্টিভ জবস

সময় একবার অতিক্রান্ত হলে তাকে আর ফিরে পাওয়া যায় না এজন্যই সময়ের মূল্য যে কোন কিছু থেকেই অধিক। মানুষের জীবনে তাই সময় সবচেয়ে মূল্যবান একটি সম্পদ। সৃষ্টির শুরু থেকেই পৃথিবীর নানা পরিবর্তন হয়েছে, আবিষ্কৃত হয়েছে অনেক কিছু কিন্তু সময়কে ধরে রাখার কোন যন্ত্র বা পদ্ধতি মানুষ আবিষ্কার করতে পারেনি। নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না তেমনি সময় কারো জন্য অপেক্ষা করে না। জীবনকে সার্থক করতে হলে সময়ের সঠিক ব্যবহার এর কোন বিকল্প নেই। সময় কখনও কোনো অজুহাতে কারো জন্য বিলম্ব করেনা। মানুষের জীবনের দুঃখ কষ্ট থাকে যা একে অন্যকে প্রভাবিত করে কিন্তু সময় কোন কিছুর ধারা অবৈধ হয় না সে আপন গতিতে ছুটে চলে। তাই সুসময় নিয়ে কিছু উক্তি তুলে ধরার চেষ্টা করেছি।

সুসময় নিয়ে বাণী 

  • তুমি যা কিছু খরচ করো, সময়ই তার মধ্যে সবচেয়ে দামি।  –  থিওফ্রেসটাস
  • আমার সময় নেই, হলো আমি করতে চাই না কথাটা একটু ঘুরিয়ে বলা।  –   লাও ঝু
  • যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারেনা, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে।  –  যিন ডে লা ব্রুয়ের
  • সময় আসবে, আবার চলে যাবে। কিন্তু যখন সে থাকবে, তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে।  –  সংগৃহীত

সময় নির্ধারণ করে দেয় মানুষের জীবন আলোকিত না অন্ধকারাচ্ছন্ন হবে। যদি কোন ব্যক্তি সময় যথাপোযুক্ত ব্যবহার করে তবে তার জীবন আলোয় পরিপূর্ণ হবে আর যদি অবহেলার মধ্য দিয়ে অলসতার সময় কাটায় তবে তার জীবন হবে অন্ধকারাচ্ছন্ন। মানুষ কখনোই চিরদিনের জন্য বেঁচে থাকতে পারে না কিন্তু মানুষ কর্ম দিয়ে অন্তকাল মানুষের মাঝে বেঁচে থাকতে পারে। জীবনের সঠিক লক্ষ্যে স্থির করে সেখানে পৌছানোর জন্য আমাদের পরিশ্রম করতে হবে, মেধা ব্যয় করতে হবে কিভাবে সময় অনুসরণ করতে হবে। সুসময় অবহেলা করে কখনোই জীবনে উন্নতি লাভ করা সম্ভব না। আজ আমরা উন্নতি বিশ্বের দিকে তাকালে দেখতে পাই তাদের অনন্ত ছুটে চলা, এই চলার মধ্যেই লুকিয়ে আছে সাফল্য সোনার চাবি। এই সুসময়টাকে সঠিক ব্যবহার করুন। সুসময় নিয়ে অনেকেই বিখ্যাত ব্যক্তিদের রেখে যাওয়া বাণী অনুসন্ধান করেন। এখানে বিখ্যাত ব্যক্তিদের রেখে যাওয়া সুসময় নিয়ে কিছু বাণী জানিয়েছি।

সুসময় নিয়ে স্ট্যাটাস

  • সময়ের সমুদ্রে আছি, কিন্তু একমুহূর্ত সময় নেই।  –  রবীন্দ্রনাথ ঠাকুর
  • সময় নেতা তৈরি করে, ঠিক সময়ে ঠিক নেতা এই কারণেই বের হয়ে আসে।  –  হুমায়ূন আহমেদ
  • কোন কিছুই সময় নষ্ট করা নয় যদি তুমি অভিজ্ঞতা টাকে জ্ঞানের সাথে ব্যবহার করো।  –  রডিন
  • সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না। বুদ্ধিমান মানুষের সাথে ছুটতে যায়।  –  শপেনহ্যাওয়ার

আমাদের এই জীবনে চলার পথে সময়ের গুরুত্ব অনেক। সুসময় কখনও আপনার জন্য সময় থাকবে না। তাই সুসময়কে সঠিক ব্যবহার করতে শিখুন। পৃথিবীতে খ্যাতি অর্জন করা প্রতিটি মানুষ সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আলসেমি অবহেলায় সময় অতিবাহিত করলে কখনোই জীবনে ভাল কোন কিছু অর্জিত হবে না যদি হয়েও থাকে তা দীর্ঘস্থায়ী হবে না। মানব জীবনের সবচেয়ে দুর্লভ বস্তু সময় তাই সময়ে উপযুক্ত ব্যবহার না করার মত বোকামি আর নেই। জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী যে সময়টুকু আমরা পেয়ে থাকে তাকে মধুময় করতে হলে সময়ের মূল্য সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। মানুষ কখনো কখনো ব্যর্থতার মধ্য দিয়ে নিজেকে হারিয়ে ফেলতে শুরু করে কিন্তু যদি ওই মানুষটির সময় বিবেচনা করে আবার নতুন করে শুরু করতে পারে তবেই তার জীবনের সফলতা আনতে পারবে। সুসময় নিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। এখানে সুসময় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

শেষ কথা 

জীবনের সঙ্গে সময় এবং সময়ের সঙ্গে সাফল্য সম্পর্কিত। একটিকে বাদ দিয়ে অপরটি কোনভাবে অর্জন করা সম্ভব নয়। ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ জীবনে সমানুভূতি তার চর্চা সর্বদা কল্যাণ বয়ে আনে। জীবনকে উপভোগ করার পাশাপাশি সময় মূল্যায়ন করতে পারলে একজন মানুষ সফল হবে। সময়কে ওয়ালা করে আমরা কখনই উল্লেখযোগ্য কিছু লাভ করতে পারব না। সুসময়ের মূল্য মানুষের উন্নতির চাবিকাঠি। আজকের এই পোস্টে আমরা আপনাদের জানাতে চেষ্টা করেছি সুসময় নিয়ে উক্তি, বাণী ও স্ট্যাটাস। আশা করি সুসময় সম্পর্কিত অনেক কিছু জানতে পেরেছেন।