ইসলামিক অনুপ্রেরণামূলক উক্তি

এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্মেই বলা হয়েছে অনুপ্রেরণামূলক অনেক কথা। যেমন ইসলামে বলা হয়েছে তোমরা কেউ কারো প্রতি হিংসা করো না কারণ হিংসা মানুষের ধ্বংসর ডেকে নিয়ে আসে। কাউকে ঘৃণা করো না কারো নামে মিথ্যা কথা অপচার করো না সমাজে। কেননা এসব যারা করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে না। আর যাদের ভালবাসেনা তারা বাস্তব জীবনেও কিছু করতে পারেনা আর মৃত্যুর পরের জীবনেও আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সেজন্যই আমাদের সবার উচিত কেউ কারো সাথে হিংসা এবং অহংকার না করা। অনেকে রয়েছেন যারা ইসলামিক অনুপ্রেরণামূলক উক্তি খুজেন। তাই আজকের এই পোস্টে জানাবো ইসলামের দৃষ্টিতে অনুপ্রেরণামূলক উক্তি।

আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে। যে মানুষ এই পৃথিবীতে পবিত্র থাকতে চায় তাকে পবিত্র রাখার দায়িত্ব আল্লাহ তা’আলা নিজে নেন। সমাজে যদি তুমি কারো উপর অত্যাচার করতে দেখো তাহলে সেটি করতে দিও না তুমি সেটার বিদ্রুপ করো। বাস্তব জীবনে তোমরা যা করেছো সেটার প্রতিশ্রুতি হিসেবে পাবে পরকালের ফল। তাই বাস্তব জীবনে বেঁচে থাকতে পরকালের জন্য ভালো কিছু করো। তাহলে পরকালে তুমি শান্তি পাবে। তুমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে থাকো দেখবে তুমি এই পৃথিবীতে কোনদিন কোন জায়গায় বাধাগ্রস্থ হবে না। এই পোস্টে কিছু ইসলামিক অনুপ্রেরণামূলক উক্তি শেয়ার করব।

ইসলামিক অনুপ্রেরণামূলক উক্তি

  • একজন মুসলিম যদি গাছ লাগায়, অথবা জমি চাষ করে – যেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে – তাহলে সে একটি সদকা করল।  –  মুসলিম
  • সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে; মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহ্‌র স্মরণ।  –  বুখারী
  • কোন কাজগুলো সর্বোত্তম? – মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দু:খীদের দু:খকে হাল্কা করা, এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা।  –  বুখারী
  • তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে।  –  তিরমিযী
  • আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে।  –  বুখারী ও মুসলিম
  • যারা তাঁর সৃষ্টির ওপর দয়া করবে না, আল্লাহ্‌ও তাদের ওপর দয়া করবেন না।  –  আবু দাউদ ও তিরমিযী
  • তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত, ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের ওপর হিংসা করা থেকে বিরত রাখো।  – হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে- সে আমাকেও অত্যন্ত ভালোবাসে।  –  বুখারী
  • সব সময়ে সত্য বল – এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়।  –  বায়হাকী
  • দয়া বিশ্বাসীর একটি চিহ্ন; যার দয়া নেই, তার মাঝে বিশ্বাস (ঈমান) নেই।  –  মুসলিম
  • যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, (তখন আফসোস করার বদলে) এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে।  –  মুসলিম
  • নিশ্চই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো, গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম।  –  মুসলিম
  • অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ।  –  রমিযী
  • যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় , সে আল্লাহর পথে বের হয়।  –  তিরমিযী
  • কুরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপথগামী হবেনা।  –  মিশকাত
  • প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে,যা সে নিয়্যত করেছে।  –  বুখারী
  • তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,যাদের আচার আচরণ সবচেয়ে ভালো।  –  বুখারী