এই পৃথিবীতে যদি আপনার জীবনে কোন কালো মেয়ে আসে তাহলে আপনি খুবই ভাগ্যবান। কেননা কালো মেয়েরা অনেক ভাগ্য নিয়ে জন্মায়। কিন্তু আমাদের সমাজে কেউ কালো মেয়ে পছন্দ করে না। সব সময়ই সুন্দর মেয়ে চায় সবাই। কিন্তু তারা প্রকৃতপক্ষে মূর্খ কেননা সৃষ্টিকর্তা সবাইকেই তার সুন্দর রূপে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যা কিছু আছে সবই সুন্দর। আর যাদের ভাগ্যে কালো মেয়ের জুটেছে তারা তো অনেক ভাগ্যবান। কিন্তু আমাদের সমাজে কালো মেয়ে কেউ দেখতে চায় না তাদের সবসময়ই অবজ্ঞা করা হয় তাদের চেহারা নিয়ে। এটা করা মোটেও ঠিক না কেননা সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তা সুন্দর রূপ দিয়ে। অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন কালো মেয়ে নিয়ে উক্তি। তাই আজকের এই পোস্টে জানাবো কালো মেয়ে নিয়ে কিছু উক্তি।
মহান আল্লাহ তায়ালার এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবই সুন্দর। এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন কালো ফর্সা সবকিছু দিয়েই। তাও মানুষ কালো মেয়েকে পছন্দ করো না সবসময়ই সুন্দর মেয়ে চায়। বিশেষ করে বর্তমান সমাজে এটা বেশি প্রচলিত কালো মেয়ে কেউ দেখতে যায় না কালো মেয়ে হলে নানান কথা বলে। কিন্তু প্রকৃতপক্ষে কালো মেয়েরাই সর্বোত্তম তারাই ইসলামের দিকে বেশি আকৃষ্ট থাকে। তাই আমাদের সবার উচিত কালো মেয়েকে অবজ্ঞা না করে তাদেরকে সম্পূর্ণ মর্যাদা এবং সম্মান দেওয়া। কেননা তাদের মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আর মহান আল্লাহ তা’আলা যা সৃষ্টি করেছেন তার কিছুই আমরা অবজ্ঞা করতে পারিনা।
কালো মেয়ে নিয়ে উক্তি
- ফুলের মতই সুন্দর প্রতিটা মেয়ে, হোক সে ফর্সা কিংবা কালো।
- ফুল ভালো বাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই ফুলের মত করেই ভালোবাসা উচিত প্রতিটা নারীকে।
-
একটা কালো মেয়ে আরেকটা পকেট খালি ছেলেই জানে বাস্তবতা কতো কঠিন।
- কালো জাদু দিয়ে বশ করসি। নাইলে এমন মেয়ে আমাকে কেন বিয়ে করবে।
- সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে আরও মুখরিত করে তুলুন আপনার প্রিয় মুহূর্ত গুলোকে, আর কোনো বাধাঁ না থাকুক আপনার স্বপ্নের দিন গুলো কে আরও রঙ্গিন করতে।
- নিজের ভাগ্যের প্রতি আমার,আকাশ সমান অভিযোগ।
-
আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে গালি তারে কে দিয়েছে গালি রাগ ক’রে সে সারা গায়ে রাগ ক’রে সে সারা গায়ে মেখেছে তাই কালি,
- দেখতে সুন্দর হলে হয়তো অনেকেই ভালোবাসতো।
-
যে থাকার সে এমনিতেই থাকবে প্রয়োজন শুধু ইচ্ছা শক্তির।
- শ্যামলা কালো মেয়ে গুলো কই তাদের কিছু বলার ছিলো।
- বেকার ছেলে আর কালো মেয়ে কারো চিরস্থায়ী প্রিয় হয় না।
-
যোগ্যতা থাকা সত্যেও হেরে যায় সেই মেয়েটি শুধু গায়ের রং কালো বলে।
-
যে ছেলে Facebook Status দেয় কালো মেয়ে আমার খুব ভালো লাগে। সেই ছেলে টাই বাস্তবে কালো মেয়েকে অবহেলা করে।
- ছেলে হোক বা মেয়ে কালো মানুষকে কেউ পছন্দ করে না।
-
পর্দাশীল মেয়ে যদিও হয় কালো, তবুও সে বের্পদা সুন্দরী মেয়ের চেয়ে ভালো।