খাগড়াছড়ি দর্শনীয় স্থান ও ভ্রমণ গাইড

বাংলাদেশের মধ্যে জেলা রয়েছে যেগুলো অনেক পরিচিত এবং বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় জেলাগুলোর মধ্যে পড়ে খাগড়াছড়ি। রুপ বৈচিত্র্যে ভরপুর খাগড়াছড়ি বাংলাদেশের একটি পার্বত্য জেলা। পাহাড়, নদী, ছড়া, ঝিরি ও সমতল ভূমি মিলে এটি একটি অপরূপ সৌন্দর্যময় জেলা। প্রত্যেকটি জেলার মধ্যেই কোন না কোন দর্শনীয় স্থান রয়েছে যেমন ঢাকার দর্শনীয় স্থান, রাঙ্গামাটিতে দর্শনীয় স্থান তেমনি খাগড়াছড়িতেও অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে। আজকের এই পোস্টে আপনাদের জানাতে চেষ্টা করব খাগড়াছড়ির কিছু দর্শনীয় স্থান।

খাগড়াছড়ি দর্শনীয় স্থান

  • আলুটিলা গুহা।
  • মাতাই পুখিরি।
  • হার্টিকালচার হ্যারিটেজ পার্ক।
  • মানিকছড়ি মং রাজবাড়ী।
  • হাতিমাথা।
  • নিউজিল্যান্ড পাড়া।

বাংলাদেশের অনেক জেলায় রয়েছে যেগুলোর মধ্যে খাগ্রচরী অন্যতম একটি। খাগড়াছড়ি জেলা টি এমন এক বৈচিত্র্যময় জেলার যেখানে চারিদিকে পাহাড় পর্বত, নদ-নদীতে ভরা। শুধু পাহাড়-পর্বত দিয়ে খাগড়াছড়ি জেলা ভরা নয় এ জেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে। এই স্থান গুলো দেখলে আমাদের মন ভরে যাবে। যারা খাগড়াছড়ির দর্শনীয় স্থান গুলো দেখতে চান তারা সেখানে ভ্রমণ করতে পারেন। আপনি যদি এই জেলা ভ্রমণ করতে যেতে চান তাহলে আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন সেখানে কোন কোন দর্শনীয় স্থান রয়েছে। এখান থেকে আপনারা জেনে নিতে পারেন খাগড়াছড়ির দর্শনীয় স্থান গুলোর নাম।

খাগড়াছড়ি ভ্রমণ

  • দেবতার পুকুর।
  • রিছাং ঝর্ণা।
  • মায়াবিনী লেক।
  • শান্তিপুর অরণ্য কুটির।
  • বিডিআর স্মৃতিসৌধ।

পুরো শীতের মৌসুমে খাগড়াছড়ি জেলায় পর্যটকদের ভিড় জমে। শীতের সময় রাতে এখানে বিপুল পর্যটকের সমাগম থাকে। আপনারা অনেকেই আছেন যারা খাগড়াছড়ি ভ্রমণ করতে চান। অনেকের মনেই এখন প্রশ্ন থাকে সেখানে ভ্রমণ করলে আমরা কি কি দেখতে পারবো। যদি আপনারা সেখানে ভ্রমণ করেন তাহলে খাগড়াছড়ির অনেক বৈচিত্র্যময় স্থান দেখতে পারবেন। এছাড়াও চারিদিকের পাহাড় পর্বতে ঘেরা সেগুলো দেখতে পারবেন। পাহাড়ের মধ্যে চারিদিকে গাছপালায় সবুজে ভরা। খাগড়াছড়ি জেলা তে অনেক ঝর্ণা রয়েছে যেগুলো আপনি উপভোগ করতে পারেন। যারা খাগড়াছড়ি ভ্রমণ করতে চান তাদের জন্য আমরা উপরে দর্শনীয় স্থান গুলোর নাম জানিয়েছে।

খাগড়াছড়ি কিসের জন্য বিখ্যাত

  • কমলক ঝর্ণা।
  • পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র।
  • দীঘিনালা ঝুলন্ত ব্রিজ।
  • বৌদ্ধ মন্দির।
  • মাটিরাঙ্গা জলপাহাড়।
  • লক্ষ্মীছড়ি জলপ্রপাত।
  • শতবর্ষী বটগাছ।

খাগড়াছড়ি জেলা টি বিখ্যাত হবার মূল কারণটি হলো সেখানকার দর্শনীয় কিছু স্থান। এই ছেলেটি হলো পার্বত্য জেলা। খাগড়াছড়ি জেলা টি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলার মধ্যে চারিদিকে পাহাড় পর্বতে ঘেরা। এখানে অনেক এমন দর্শনীয় স্থান রয়েছে যেগুলো দেখতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা ভিড় জমায়। বিশেষ করে শীতের সময়ে পর্যটকরা এই জেলার মধ্যে ভ্রমণ করতে আসে। মূলত খাগড়াছড়ি জেলার বিখ্যাত দর্শনীয় স্থান গুলোর কারণে। খাগড়াছড়ি কিসের জন্য বিখ্যাত বিস্তারিত এখানে আলোচনা করেছি।

শেষ কথা 

বাংলাদেশের অন্যান্য জেলায় যেমন দর্শনীয় স্থান রয়েছে তেমনি খাগড়াছড়িতে অনেক বৈচিত্র্যময় জায়গা রয়েছে। এগুলো দেখতে মানুষ এই জেলার মধ্যে ভ্রমণ করে। আপনারা অনেকেই জানতে চান খাগড়াছড়ি দর্শনীয় স্থান গুলোর নাম। এখানে আমরা জানাতে চেষ্টা করেছি খাগড়াছড়ির দর্শনীয় স্থান গুলোর নাম। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা আপনাদের দর্শনীয় স্থান গুলোর নাম পেয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গার দর্শনীয় স্থান সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকুন।