প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট লুকিয়ে থাকে। মানুষ কিন্তু দুঃখ নিয়ে কখনোই বড় হয় না। মানুষের জীবনে দুঃখ এবং কষ্ট তখনই আসে যখন তার জীবনে প্রিয় মানুষ আসে। যে প্রিয় মানুষটিকে আপনি নিজে থেকেও বেশি ভালোবাসেন সে যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে অনেক কষ্টই পান। আর তারাই প্রিয় মানুষের কষ্টের কিছু কথা ও বাণী জানতে চান। এখান থেকে আপনারা প্রিয় মানুষের কষ্টের কিছু বাণী সংগ্রহ করতে পারবেন।
জীবনে চলার পথে একজন প্রিয় মানুষ প্রয়োজন হয়। কিন্তু প্রিয় মানুষ যদি চলার পথে আমাদের দুঃখ কষ্টের সময় ছেড়ে চলে যায় তাহলে আমাদের অনেক কষ্ট হয়। তাই কোনদিন আমরা চাইবো না প্রিয় মানুষের দুঃখ কষ্টের সময় ছেড়ে চলে যাওয়া।
প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা
- একটা সময়ে মনের হতো সব নারী এক রকম হয়। ছেলেদের সাথে রিলেসন করে টাকা গুলো হাতিয়ে নিজেদের সখ আহ্লাদ পূরণ করা।
-
শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়? তবে, আমি কি তোমায় চাই নি হ্যাঁ অবশ্যই। তবে আমি কেন তোমায় পাইনি।
- কারো ভালোবাসা অর্জন করার আগে বিশ্বাস অর্জন করো।
- তুমি কেমন আছো তা জানার কোন ইচ্ছে আমার নেই!ধরে নিতে পারি তুমি খুব ভালো আছো!ভালো থাকার জন্যই তো তোমার আমার মাঝে আজ যোজন যোজন দূরত্ব!তুমি তো ভালোই থাকার কথা,তাই না? আচ্ছা বলোতো আমরা এমন কেন?একটা মানুষকে আকাশে উড়ার স্বপ্ন দেখিয়ে শেষে তার ডানা দুটোই ভেঙ্গে চলে যাই কেন।
- নিজের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগলে কেমন লাগে জানো? বিশেষ কেউ একজন নেই বলে বুকের ভেতরে যে শূন্যতার সৃষ্টি হয়, তা কতটা পোড়ায় বোঝো।
- খুব বেশি কিছু চাইনি তোমার কাছে। শুধুই ভালোবাসতে চেয়েছি, তার বিনিময়ে ভালোবাসতেও বলিনি। শুধু চেয়েছিলাম অন্তত ভালোবাসতে বারণ না করো।
প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের বাণী
- সত্যি বলতে কি কিছু কিছু সময়ে কষ্টের সীমানা ছাড়িয়ে গেলেও মুখে হাসি রেখে সবাইকে বুঝাতে হয়।
- একটা মানুষ বেঁচে থেকেও কখনো কখনো মরে যায়! মানুষটা বেঁচে থাকে ঠিকই, তবে মনটা মরে যায়! জীবন ঠিকই জীবনের নিয়মে চলে, তবে মনটা মরে যায়! হয়তো প্রিয় কারও জন্য নয়তো প্রিয় কোন মুহুর্তের জন্য।
-
মানুষ হারালে খুঁজে পাওয়া যায়। কিন্তু মানুষ বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না।
- মানুষ তার যে কোন কিছু ইচ্ছা বা অনিচ্ছায় অন্যের সাথে অনায়াসে ভাগ করতে পারে। কিন্তু প্রিয়জনের ভাগ কখনো কাউকে দিতে পারে না।
- প্রতিটি মানুষের জীবনে এমন একজন মানুষ থাকে যা তার একান্ত ব্যক্তিগত সম্পদ।এই সম্পদের ভাগ তো দূরের কথা এর দিকে অন্য কারো তাকানোও যেন দন্ডনীয় অপরাধ বলে মনে হয়।
- প্রিয় মানুষটা কারো সাথে কথা বললে,কারো দিকে তাকালে,কারো দিকে তাকিয়ে হাসলে বুকের বাম পাশে কেমন যেন মোচড় দিয়ে ওঠে।
প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের উক্তি
- ইচ্ছাকৃত ভাবে কেউ একা থাকতে চায় না,পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে।
-
কিছু মানুষ কখনো তার রাগগুলো,প্রকাশ করতে পারে না, নিজের ভেতরে কষ্টের নোনা স্রোত বয়ে গেলেও কাউকে সেই স্রোতের শব্দ শুনাতে পারে না।
-
পৃথিবীতে কিছু মানুষ এতই ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়। আর কেউ কেউ এত হতভাগা, যে বেশি ভালবাসার বিনিময়ে শুধু কষ্ট পায়।
-
পৃথিবিতে সবচেয়ে অসহায় সেই, যে নিজের মনের কথা তার প্রিয় মানুষ গুলোর কাছে বলতে গিয়েও, বলতে পারে না।
- যার কাছেই খুব দুঃখ করে এক সময় নিজের অবস্থান বলবেন এবং ভেবে নিবেন সে আপনাকে বুঝে একটা সময় পর দেখবেন সে আপনাকে আসলে বুঝেই নি কখনো।
- দিনশেষে আমরা কথা বলতে পারার মতো একটা নির্দিষ্ট মানুষ খুঁজি। যার কাছে নিঃসংকোচে সবকিছু বলে ফেলা যায়। যে সাথে না থাকলেও আমাদের সব কিছু মনযোগ দিয়ে শুনার মতো সময় থাকবে।
-
ভুলে ভুলে জীবনটা শেষ ভালোবেসে ভুল করেছি। যতটা না কাঁদে মানুষ তারচেয়েও বেশি আমি কেঁদেছি, তোমারি হয়েছে বিজয় ধন্য তোমার অভিনয়।