কলেজ জীবনে অনেক সুন্দর। কলেজ জীবনে আমরা নতুন নতুন বন্ধু বানাতে পারি। কিন্তু স্কুল লাইফের মত কলেজ লাইফ এতটা দীর্ঘ হয় না। কলেজ জীবনের সমাপ্তি ঘটে খুব অল্প সময়ে। তাই সবাই কলেজ লাইফ কি বেশিরভাগই মিস করে। স্কুল জীবন ১০ বছর আর কলেজ জীবন থাকে মাত্র দু’বছর। কলেজ জীবন শেষ হয়ে গেলেই যার যার মত কাজের ব্যস্ততায় লেগে পড়ে। অনেকে আছে যারা কলেজ লাইফ কে অনেক মিস করে। তাই তাদের জন্য আজকের এই পোস্টে কলেজের শেষের দিনের কবিতা, উক্তি ও ছন্দ।
কলেজের শেষের দিনের অনুভূতি থাকে অনেকটা আনন্দের এবং বেদনাদায়ক। আনন্দদায়ক থাকে কারণ স্কুল জীবন পার করে তারপর কলেজে ভর্তি হই আজকে সেই কলেজের জীবনটাও সমাপ্তি। কিন্তু বেদনাদায়ক থাকার কারণ হলো কলেজ জীবনের পরে বন্ধুদের থেকে আলাদা হয়ে যায়।
কলেজের শেষ দিনের কবিতা
- কলেজে ভরা মাঠে সবার সামনে হুট করে এসেই আভাস যখন আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়,আমি ওর দিকে তাকিয়েই কাঁপতে শুরু করি।মুসলিম ঘরের মেয়ে আমি।অথচ সিঁদুর দিয়ে আমার মাথা ভর্তি।সিঁদুর নাকে পড়ে আমার নাকটা লাল হয়ে গেছে।
- সিঁদুর পড়ে আমার সাদা কলেজ ড্রেস জায়গায় জায়গায় লাল হয়ে গেছে।
- কলেজের দিনগুলো ফিরে কি আর আসে ,বন্ধু আর বান্ধবীদের মুখগুলো যেন ভাসে ! স্মৃতিপটের চালচিত্রে ওরাই সজীব রেখা , দুঃখ বড়ই হয় যখন পাই না ওদের দেখা।
- মুঠোফোনের নম্বরে তবু তোদের ভরে নেব , বন্ধু তোদের অশ্রুধারায় আজকে বিদায় দেব। হোয়াটসএপে আইএমও তে থাকিস রে অনলাইন, শেষের আবার শুরু আছে এটাই হল আইন।
- স্যার আর ম্যাডামদের ও বিদায় জানিয়ে যাই , ফেসবুকেতে করব শেয়ার লাইক যেন পাই ; চোখের সামনে বন্ধ হল কলেজের মেনগেট , ছেড়ে গেল গোটা কলেজ আর কলেজমে।
কলেজের শেষ দিনের উক্তি
- কলেজ লাইফের শেষ দিন আজ, কতো রাগ, কতো অভিমান, কতো স্মৃতি জড়ানো মুহুর্ত তোদের সাথে, কতো তাড়াতাড়ি সময়গুলো চলে গেল।
-
আমাদের কলেজ লাইফের শেষ দিন। কলেজের লাইফের দিনগুলো আসলেই ভোলার নয়।
- কলেজের কাটানো দিনগুলো স্মৃতি হিসাবে থাকবে সারাজীবন আর কিছু বন্ধুদের কখনোই ভোলা সম্ভব না।
- আজকে কলেজ লাইফের শেষ দিন ছিলো,, মিস করবো আমার সকল বন্দুদের।
- কলেজ লাইফের শেষ দিন। সেরা বন্ধুরা কখনও একে অপরকে ভুলে যায় না।
- কলেজ লাইফের শেষ একটি দিন চাইলেও। আজকের পড় আর এক সাথে হওয়া যাবেনা সকলেই।
-
দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তন হয়! কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড।
- আমার কলেজ লাইফের শেষ দিন ছিলো এটি।আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা গোল্ডেন মেমোরিজ ফেলে এসেছি এখানে।
- ঐ দিন ছিলো আমার কলেজ লাইফের পরিসমাপ্তির দিন।
কলেজের শেষ দিনের ছন্দ
- কলেজ লাইফের এই শেষ সময়ে এসে সবার সাথে এত সুন্দর একটি মুহূর্ত হবে আমাদের।
- কলেজ লাইফের শেষ দিন আর কখনো পরা হবে না এই ইউনিফর্ম অনেক মিস করবো।
- আজ কলেজ লাইফের শেষ দিন. এটার বেদনা কতটুকু তা আমরা এখন বুঝতে পারছি।
- কলেজ লাইফের সাথে সাথে দুই বছর সাথে থাকা আবেগ কলেজ ড্রেসটার ও দিন শেষ হয়ে গেলো আজ,আর গায়ে উঠবেনা।
-
সৃতির পাতায় রেখে দিলাম। কলেজ লাইফের শেষ সময়। তোদের সাথে কাটানো দিন গুলো খুব মিস করবো।
- নিজের জীবনের মাঝপথে আবারও নতুন এক সল্পকালীন অধ্যায়ের পরিসমাপ্তি হলো আজ। সত্যি দেখতে দেখতে আজ কলেজ লাইফের শেষ দিন কাটালাম।
- সময় অনন্ত জীবন সংখিপ্ত,, কলেজ লাইফের সময়টা কম হলেও কলেজ লাইফের বন্ধুগুলো অনেক গবীর।
- দেখতে দেখতে কলেজ লাইফটা শেষ হয়ে গেল,, আড়াই বছর একসাথে কাটানো বন্ধু বান্ধবীদের অনেক মিস করবো।
- আজ কলেজ লাইফের শেষ দিন।সবাই চলে যাবে সবার রাস্তায় তাদের সাথে কাটানো কিছু মুহূর্ত থেকে যাবে স্মৃতি হয়ে।