জাতীয় শোক দিবসের উক্তি,বাণী ও স্ট্যাটাস

বাঙালির স্বাধীনতা যুদ্ধের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামরিক বাহিনীর কতিপয় বিপথগামী সদস্য সপরিবারে হত্যা করে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। তাই এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। স্বাধীন বাংলাদেশে দুষ্কৃতিকারী কিছুসংখ্যক সামরিক অফিসার ও ক্ষমতালোভী দেশ বিরোধীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস রচনা করে কালো অধ্যায়ের। জাতীয় শোক দিবস নিয়ে কিছু কথা ও উক্তি বাণী ও স্ট্যাটাস সম্পর্কে জানব।

স্বাধীনতা যুদ্ধে পরাজিত রাজাকার আলবদর, পরাজিত পাকিস্তান এবং সাম্রাজ্যবাদের নীলনকশায় এই জঘন্যতম নিশংস হত্যাকাণ্ড ঘটে। এর মাধ্যমে তারা মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বিরোধীরা রাষ্ট্র কায়েম করার চেষ্টা করে। সময়টা ছিল জাতির জন্য এক বিষাদময় অধ্যায়। শুধু হত্যা করে তারা শান্ত থাকে নি। বরং তার হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য সংবিধানে অধ্যাদেশ জারি করা হয়। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই কালো আইন বাতিল করে বিচারের পথ খুলে দেয়। 

শোক দিবসের উক্তি

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে এই দিনটি। দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এর উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতির পিতা সমাধিও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মিলাদ মাহফিল আলোচনা অনুষ্ঠান স্মরণসভার আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সর্বস্তরের জনগণ তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন ভাবে। তাই আজকে শোক দিবস নিয়ে কিছু উক্তি সম্পর্কে জানাবো। 

  • গণ আন্দোলন ছাড়া গণবিপ্লব ছাড়া বিপ্লব হয় না।  –   শেখ মুজিবুর রহমান
  • যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত কেউ তাকে মারতে পারেনা।  –   শেখ মুজিবর রহমান
  • দেশ থেকে সর্ব প্রকার অন্যায় অবিচার করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করবো।  –   শেখ মুজিবুর রহমান
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ তাই তিনি ওমর।  –   সাদ্দাম হোসেন

শোক দিবসের বাণী

জাতীয় শোক দিবসের এই দিনটিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রদান করেন। বিভিন্ন জাতীয় পত্রিকা টেলিভিশন রেডিও চ্যানেলে উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এভাবে দিনটি পালন করা হয় তবে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গঠনের মাধ্যমে দিনটির যথার্থ মূল্যায়ন করা সম্ভব হবে। কারণ এই দিন আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। শোক দিবস নিয়ে বিখ্যাত কিছু বাণী।

  • বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বাংলাদেশি শুধু এতিম হয়নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে।  –   জেমসলামন্ড
  • শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে অথচ কাকে হত্যা করতে পাকিস্তানিরা সংকোচ বোধ করেছে।  –   সংগৃহীত
  • মুজিব হত্যার পর বাঙ্গালীদের আর বিশ্বাস করা যায় না যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোন জঘন্য কাজ করতে পারে।  –   উইলিবান্ট
  • শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত। তিনি একজন মহান নেতা ছিলেন। তার অনন্য সাধারণ সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগণের জন্য পীড়াদায়ক ছিল।  –   ইন্দিরা গান্ধী

শোক দিবসের স্ট্যাটাস

বাংলাদেশ জাতীয় শোক দিবস পালিত হয়ে থাকে। প্রতিবছর ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। কারণ এই দিনটিতে বাঙালি হারিয়েছে তাদের মহান নেতা।শুধু বাঙালিরা নয় বিশ্ববাসী হারিয়েছে এক মহান নেতা। বাঙ্গালীদের জন্য এই দিনটি ছিল মর্মান্তিক দিন। এই দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। বাংলাদেশ এই দিনটিতে সরকারি ছুটি থাকে। শোক দিবস নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কিছু স্ট্যাটাস।

  • গরীবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে।  –   শেখ মুজিবুর রহমান
  • বাঙালি জাতীয়তাবাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে।  –  শেখ মুজিবুর রহমান
  • সমস্ত সরকারি কর্মচারীদের আমি অনুরোধ করে যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন।  – শেখ মুজিবুর রহমান
  • সাত কোটি বাঙ্গালীর ভালোবাসার কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না।  –   শেখ মুজিবুর রহমান

শেষ কথা

এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খেতে পারে। এই স্বাধীনতা আমার পূর্ণ হবেনা যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায় এবং আমার পূর্ণ হবেনা যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণি আছে তারা চাকরি না পায় বা কাজ না পায়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক নেতা তিনি বাংলার মানুষের জন্য অনেক ভাবতেন। বাংলাদেশকে উন্নত করার এবং অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির জনক হিসেবে তিনি বিবেচিত ছিলেন। কিন্তু তাকে ১৫ই আগস্ট নির্মমভাবে হত্যা করে। তাই বাঙালি জাতির জন্য এই দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পরিচিত। আজকের এই পোস্টের মাধ্যমে জানানো হয়েছে  জাতীয় শোক দিবস নিয়ে কিছু কথা এবং উক্তি বাণী সম্পর্কে।