অসাধারণ সাহিত্য প্রতিভার গুনে যিনি বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন কবি কথাসাহিত্য নাট্য পরিচালক, নাট্যকথা, অভিনেতা, গীতিকার, সুরকার প্রাবন্ধিক শিক্ষক চিন্তাবিদ এবং আরো কত কিছু। তার সৃজনশীল তার বহু বিচিত্র ধারা শুধু দেশবাসীকে নয় বিশ্ববাসীকেও মুগ্ধ ও বিস্মৃত করেছে। বালক রবীন্দ্রনাথের ছাত্র জীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারিতে কালকাটা ট্রেনিং একাডেমি। সেখান থেকেই তিনি ধীরে ধীরে কবির দিকে ঝুকে যান। তিনি ধীরে ধীরে ছোট ছোট কবিতা লেখা শুরু করে। তিনি শুধু কবি হলেও তার সাহিত্যের দিকে তাকালে শাখা-প্রশাখায় তার প্রভাব অনেক বৈচিত্র। আজকের এই পোস্টে জানাবো রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে যাওয়া বিখ্যাত কিছু উক্তি।
রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না তিনি ছিলেন গল্পকার,উপন্যাসক সাহিত্যিক শিক্ষক আরো অনেক কিছুই। রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম সম্পর্কিত অনেক কথা বলে গিয়েছেন যেগুলো আজও আমাদের অনুপ্রাণিত করে। তিনি মানুষকে বুঝিয়েছেন প্রেমের ধারা চেতনা যে পূর্ণ শক্তি লাভ করে সেই পূর্ণতার ধারাই শেষ সীমার মধ্যে অসীমকে রূপের মধ্যে অপরূপকে দেখতে পায় তাকে নতুন কোথাও যেতে হয় না। প্রেম যা দান করে সেই দান যতই কঠিন হোক না কেন তা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের জীবন সার্থক। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি হিসেবে এই পৃথিবীতে তার নাম কামাইনি সে গল্পকার গীতিকার শিক্ষক হিসেবেও অনেক নাম কামিয়ে গিয়েছেন। রবীন্দ্রনাথের রেখে যাওয়া উক্তিগুলো আজ আমাদের অনুপ্রাণিত করে।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি
- প্রেমে যাহা দান করে সেই দান যতই কঠিন হয় ততই তাহার সার্থকতার আনন্দ নিবিড় হয়। – মনুষ্যত্ব
- যাহাকে তুমি ভালোবাসো তাহাকে ফুল দাও কাটা দিও না তোমার হৃদয় সরোবরের পদ্ম দাও পঙ্ক দিও না। – মনের বাগান বাড়ি
- সুন্দর আপনি সুন্দর এবং অন্যকে সুন্দর করে কারণ সৌন্দর্য হৃদয়ের প্রেম জাগ্রত করিয়া দেয় এবং প্রেমিক মানুষকে সুন্দর করিয়া তোলে। – সৌন্দর্য ও প্রেম
- আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারেনা। – চার অধ্যায়
- মরিতে চাহিনা আমি সুন্দর ভগবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সুযোগের এই পুষ্পৃত কাননে জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই। – করি ও কোমল
- আপনাকে বৃহতে উপলব্ধি করাই সত্য অহিংসীমায় অবরুদ্ধ জানাই অসত্য। ব্যক্তিগত দুঃখ এই অসত্য। – মানুষের ধর্ম দুই
- স্বার্থ আমাদের যেসব প্রয়াসের দিকে ঠেলে নিয়ে যায় তার মূল প্রেরণা দেখি যে বউ প্রকৃতিতে যা আমাদের ত্যাগের দিকে তপস্যার দিকে নিয়ে যায় তাকেই বলি মানুষত্ব মানুষের ধর্ম। – মানুষের ধর্ম
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের বাণী
- নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।
- মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।
- আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।
- গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।
- মানুষের মধ্যে দ্বিজত্ব আছে; মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে (রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি)…মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে।
- সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে (Famous Quotes of Rabindranath Tagore In Bengali)।
- পৃথিবীতে সকলের চেয়ে বড় জিনিস আমরা যাহা কিছু পাই তাহা বিনামূল্যে পাইয়া থাকি, তাহার জন্য দরদস্তুর করিতে হয় না। মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড় তাজা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারিনা।
- সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন (রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি)।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের ক্যাপশন
- যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে।
- অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা আর হয় না।
- মানুষের মধ্যে দ্বিজত্ব আছে; মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে (রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি)…মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে।
- কেবলমাত্র সামনে দাঁড়িয়ে থাকলে বা জলের দিকে তাকিয়ে থাকলে সমুদ্র পার হওয়া সম্ভব নয় (Rabindranath Thakur Bani)।
- মানুষ পণ করে, পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িয়া বাঁচিবার জন্য।
- আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব (Rabindranath Tagore Quotes In Bengali)।
- এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি – রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।