সৌদি রিয়াল রেট বাংলাদেশ বিকাশ কত টাকা- সৌদি ১ রিয়াল কত টাকা বিকাশ

সৌদি আবরে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা দ্রুত সময়ে টাকা দেশে পাঠাতে চায়। এজন্য সবাই বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। তবে অনেকই জানেন না সৌদির ১ রিয়াল বিকাশের কত টাকা হবে । বা ১ রিয়েলের জন্য বিকাশ কত টাকা দিবে । আজকের এই পোস্টে আমরা শেয়ার করব সৌদি আবরের রিয়াল রেট বাংলাদেশের বিকাশের কত টাকা। 

বিকাশের মাধ্যমে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য অবশ্যই নিয়ম জানতে হবে । এবং এর সাথে প্রতিদিনের টাকার মান জানতে হবে। কারণ প্রতিদিন রিয়াল রেট বাংলাদেশের বিকাশ এর টাকার মান চেঞ্জ হয় । তাই সকল প্রবাসী ভাইদের সৌদি রিয়াল রেট বাংলাদেশ বিকাশ কত টাকা হয় এটা জানা খুব দরকারি। 

সৌদি রিয়াল রেট বাংলাদেশ বিকাশ কত টাকা

বর্তমান সময়ে সৌদি রিয়াল এর টাকার মান বিকাশে 28.18 টাকা। এই রেট বিভিন্ন কারণে প্রতিদিন চেঞ্জ হয় । নিচে আপডেট তালিকা দেয়া হল। 

সৌদি রিয়াল

বিকাশ রেট

1 রিয়াল

28.18 টাকা

10 রিয়াল

281.8 টাকা

50 রিয়াল

1,409 টাকা

100 রিয়াল

2,818 টাকা

500 রিয়াল

14,090 টাকা

1000 রিয়াল

28,180 টাকা

5000 রিয়াল

1,40,900 টাকা

10,000 রিয়াল

2,81,800 টাকা

 

সৌদি ১ রিয়াল কত টাকা বিকাশ

সৌদির ১ রিয়াল বাংলাদেশে বিকাশে পাঠালে রেট পাবেন ২৮.১৮ টাকা। 

এই রেট প্রতিদিন আপডেট হয়ে থাকে। আবার অনেক সময় বিকাশ এজেন্টরা কোন কারণ ছাড়াই রেট কম দেয়। এই ব্যাপারে সকলকে সর্তক থাকা উচিত। প্রবাসী ভাইদের কষ্টের অর্জিত টাকার যেন সঠিক মান পায় এজন্য আমরা বিভিন্ন তথ্য শেয়ার দিয়ে সাহায্য করার চেষ্টা করি। 

অনেকেই প্রশ্ন করতে থাকেন সৌদি আরব থেকে কিভাবে দ্রুত টাকা পাঠানো যায়। আমরা আপনাকে রিকোমান্ড করব বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে। কারণ এতে আপনার সময় ও খরচ ও কমবে। আপনার পরিবারের মানুষ খুব সহজেই টাকা তুলতে পারবে । তবে হ্যাঁ যদি টাকার পরিমাণ বেশি হয় তাহলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো। কেননা বেশি টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে গেলে উত্তোলন খরচ বেশি হয়ে যাবে। চলুন দেখে নেয়া যাক সৌদি থেকে বিকাশে টাকা পাঠাতে কেমন খরচ হয়। 

সৌদি থেকে বিকাশে টাকা পাঠানোর খরচ

আপনি যখন সৌদি থেকে বিকাশে টাকা পাঠাবেন তখন এটি রেমিটান্স হিসাবে ধরা হবে । বিকাশের ইন্টারন্যাশনাল রেমিটেন্স গ্রহণ এর ক্ষেত্রে 
কোনো চার্জ প্রযোজ্য নয় (ফ্রি)। 

বিকাশ থেকে ক্যাশআউট  চার্জ 

ক্যাশআউট করার অপশন রয়েছে ২ টি। একটি হল বিকাশ অথোরাইজড ATM বুথ এবং আরেকটি বিকাশ এজেন্ট। 

  • ATM বুথ চার্জ- 1.49%। অর্থাৎ প্রতি হাজারে ATM বুথ থেকে খরচ পড়বে 14.9 টাকা। যেমন ৫০০০ টাকা ক্যাশআউট এর জন্য চার্জ কাটবে ৭৫ টাকা। এই চার্জ স্বয়ংক্রিয়ভাবে আপনার বিকাশ একাউন্ট থেকে কাটা হবে, কোন নগদ টাকা চার্জ প্রযোজ্য নয়। 
  • Agent চার্জ- গ্রাহক প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১.৪৯% চার্জ ক্যাশ আউট করতে পারবেন। এই ১.৪৯% চার্জ প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে।২৫,০০০ টাকা লিমিট অতিক্রম করলে, ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।

এখানে সৌদি রিয়াল রেট বাংলাদেশ বিকাশ নিয়ে পরিপুর্ণ গাইড দেয়া হয়ে। এই তথ্যগুলো জানা থাকলে খুব সহজেই একজন প্রবাসী বাংলাদেশ টাকা পাঠাতে পারবে। 

যদি কোন ধরনে তথ্য জানতে চান তাহলে কমেন্ট করে আপনার প্রশ্নটি করুন । ধন্যবাদ।