আমরা এখনো আমাদের শৈশব জীবনকে অনেক মিস করি এবং প্রায়ই আনন্দিত হয়ে উঠি। সেই শৈশবের সুন্দর মুহূর্ত গুলি স্মরণ করে থাকি। আমাদের মধ্যে এখনো সেই স্মৃতি গুলি এখনো বিরাজমান করে। তাই আমরা যে কোনো শিশুকে অনেক বেশি ভালোবাসব এবং আগলে রাখার চেষ্টা করব। বাচ্চাদের সম্পর্কে আপনি খুব বুদ্ধিমান শব্দ ব্যবহার করে এই উক্তিগুলোর মধ্যে একটি সামান্য উৎসাহ ব্যবহার করতে পারেন।
শিশুদের নিয়ে উক্তি গুলো পুরো বিস্ময়কর এবং অসাধারণ। সবচেয়ে সুন্দর উপহার আপনি আপনার সন্তানকে দিতে পারেন তাহলো, ছোট থেকেই দায়িত্ববোধ ও দ্বিতীয় হলো স্বাধীনতা। শিশুরা সেখানেই যায় যেখানে তারা আনন্দ কে খুঁজে পায় এবং সেখানেই থাকতে চায় যেখানে তারা ভালোবাসা পায়।
শিশুকে নিয়ে উক্তি
শিশুদের প্রকৃতির প্রতি একটি প্রাকৃতিক স্নেহ থাকে। ময়লা ,আবর্জনা,গাছপালা,ছোট প্রাণী ঘন ঘন এমনকি আজীবন বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। যেমন ধরেন একটা খারাপ জ্যাকেট কে তাও সারানো যেতে পারে কিন্তু একটি কঠিন শব্দ, কোন শিশুরা তাকে কষ্ট দিলে তা কিন্তু সারানোর সহজ হয় না। প্রত্যেক শিশুই হলো একটি ভিন্ন ধরনের ফুল এবং তারা একসাথে মিলে একটি সুন্দর বাগিচা বানাতে পারে
- “সমাজ কীভাবে শিশুদের প্রতি আচরণ করে তার মধ্য দিয়ে সমাজের চেহারা ফুটে ওঠে”
– নেলসন ম্যান্ডেলা । - “শিশুরা হচ্ছে এমন একপ্রকার প্রাণী, যারা নিজেরা নিজেদের জগত তৈরি করে”
– রবীন্দ্রনাথ ঠাকুর। - “প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে, স্রষ্টা এখনও মানুষের প্রতি আস্থা হারান নি”
– বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। - “শিশুরা ততটুকু বড় হয়, আমরা তাদের নিয়ে যতটুকু বিশ্বাস করি”
– লেডি বার্ড জনসন, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।
শিশুদের শিক্ষা নিয়ে উক্তি
শিশুকে প্রকৃতির মধ্যে আনন্দ দিয়ে শিক্ষা দিতে হবে। শিশুর মধ্যে সৌন্দর্যবোধ মানবতাবোধ ধর্ম ও নীতি শিক্ষা সহযোগিতাবোদ, শিল্পচেতনাবোধ প্রভৃতি জাগাতে হবে। শিশুকে অযোধ্যা পাঠ্যপুস্তকে চাপ দেওয়া যাবে না। শিশুদের স্বাধীনতা দিয়ে তাদের শিক্ষা দেওয়া উচিত। সমাজের পঙ্কিলতা থেকে দূরে রেখে শিশুদের শিক্ষা দিতে হবে।
- “একটি শিশু আগামীকাল কী হবে আমরা তা নিয়ে উদ্বিগ্ন, অথচ আমরা ভুলে যাই সে আজকেও কেউ একজন”
– শিল্পী স্টেসিয়া টসচার। - “শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো, এর উপর যা কিছুই পতিত হয় তার ছাপ ফুটে ওঠে”
– হাইম গিনোট, শিশু মনোবিজ্ঞানী। - “শিশুদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটা খুব কঠিন, কিন্তু এটাই একমাত্র পথ”
– বার্বারা বুশ, সাবেক মার্কিন ফার্স্ট লেডি। - “শিশুদের জন্য যে কিছু করে সে আমার কাছে নায়ক”
– ফ্রেড রজার্স, টিভি ব্যক্তিত্ব।
পথ শিশুদের নিয়ে উক্তি
পথ শিশুদের থাকে না কোন ভবিষ্যতের নিশ্চয়তা। তাদের ছোটবেলা থেকে শৈশব কেড়ে নেওয়া হয় এবং কঠিন করে দেওয়া হয় তাদের শৈশব জীবন। ওদের স্বপ্ন অনেক থাকে কিন্তু সেটা চাইলে তারা পূরণ করতে পারেনা। পথ শিশুদের মেয়েটার সঙ্গে সঙ্গেই কচি কমল মুখ গুলো পরিচিত হয় নতুন অভিজ্ঞতার মাধ্যমে। ওদের শুধু রাস্তায় রাস্তায় অবহেলিত হতে হয়।
- বাস্তব প্রশ্নগুলোর ভীড়ে উত্তরগুলো আজও “সব পেয়েছির দেশে”র মতোই কাল্পনিক…!!!
- পথ শিশু আছে যারা
তাদের জীবনটা হয় ছন্নছাড়া ,
শিক্ষার পরিবেশ কখনো পায় না তারা ।
ভাগ্যের নির্মম পরিহাসে —
আমরা চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে শিশুদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস তুলে ধরার জন্য। আমাদের পোস্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আরো নতুন নতুন শিশুদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।