বাংলাদেশের অন্যতম দ্রুত ইন্টারনেট হচ্ছে ওয়াই-ফাই। ডিজিটাল বাংলাদেশ ওয়াইফাই এর গুরুত্ব অনেক বেশি এই ওয়াইফাই ছাড়া আমাদের জীবন চলে না। কিন্তু ওয়াইফাই চালানোর ক্ষেত্রে আপনার রাউটার প্রয়োজন হয়। তেমনি আমাদের দেশের মানুষের কাছে টেন্ডা রাউটার অনেকটাই জনপ্রিয় লাভ করেছে। টেন্ডা রাউটারের দাম অনেক কম হওয়ায় মানুষ এটা নিতে বেশি পছন্দ করে। কিন্তু রাউটার এর অনেক কাজ রয়েছে যেমন টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। অনেকেই জানেননা টেন্ডা রাউটারের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়।
টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
- ওয়াইফাই লাইনের রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে আপনাকে প্রথমেই ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে।
- এটি ওপেন করার পর আপনাকে সার্চ বারে 192.168.0.1 এটা লিখতে হবে। এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে রাউটার এর ডিফল্ট লগইন সিস্টেম চলে আসবে।
- আপনি যদি আপনার আইপি অ্যাড্রেস পরিবর্তন করতে চান তাহলে আপনি সে আইপি লিখে ক্রোম ব্রাউজারে লিখে এন্টার প্রেস করতে হবে।
- এরপর আপনার সামনে টেনে নামে একটি পেজ ওপেন হবে সেই পেজ ওপেন হওয়ার পর আপনি মোবাইল থেকে ডান পাশে দেখবেন থ্রি ডট মেনু থাকবে। সেখানে দেখবেন ওয়ারলেস সেটিং নামে একটি অপশন থাকবে সেটাই ক্লিক করতে হবে।
- সেটা ক্লিক করার পর আপনার সামনে ওয়াইফাই সিকিউরিটি একটা পাসওয়ার্ড যাবে সেটা আপনি যখন ইন্টারনেট কানেক্ট করেছিলেন তখন তাদের কাছ থেকে জেনে নিবেন।
- সিকিউরিটি মুডে আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিন। এরপর আপনার সামনে চলে আসবে ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন। এরপর আপনার পাসওয়ার্ড যেটা দিতে ইচ্ছা করে সেটা আপনি সেখান থেকে দিতে পারেন।
বর্তমান সারাদেশে ওয়াইফাই এর ইউজার অনেক বেশি। কিন্তু ওয়াইফাই এর ইউজার এর ক্ষেত্রে কয়েকটা ধাপ পূরণ করতে হয় যেমন আপনার ওয়াইফাই চালাতে হলে প্রথমে আপনাকে একটি রাউটার লাগবে। সেই রাউটারের মাধ্যমে আপনি আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। কিন্তু ওয়াইফাই কানেক্টেড ক্ষেত্রে আপনার রাউটারের পাসওয়ার্ড দিতে হয়। এমন অনেকেই আছেন যারা কানেক্ট করার পর তাদের পাসওয়ার্ড দিয়ে দেয় কিন্তু তারা সেটা চেঞ্জ করতে পারেন না। আজকের এই পোস্ট থেকে আপনারা খুব সহজেই আপনাদের টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম জেনে যাবেন।
টেন্ডা রাউটার সেটআপ
- প্রথমেই আপনি আপনার টেন্ডা রাউটার সেটআপ করুন।
- এরপর আপনি আপনার মডেমের অধীনে লেভেল থেকে ডিফল্ট আইপি ঠিকানা 192.168.0.1 এবং আপনার ডিফল্ট পাসওয়ার্ড দেখতে পারেন।
- তারপর আপনি টেন্ডা রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করুন। এভাবে আপনি আপনার ডিভাইসের নিরাপত্তা করুন।
- এরপর আপনার ওয়াইফাই এর সমস্ত সেটিংস এবং ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন।
বর্তমান বাংলাদেশে রাউটারের মধ্যে অন্যতম রাউটার হচ্ছে টেন্ডা। এই রাউটার বাংলাদেশে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এর কারণ হলো এই টেন্ডা রাউটার টি অনেক কম দাম হওয়ায় এবং এরা অনেক সুবিধাজনক হওয়ায় মানুষ এটা বেশি পছন্দ করে। কিন্তু টেন্ডা রাউটারের সেটাপ করতে অনেকেই পারেন না। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে আপনিই রাউটার সেটআপ করতে যেতে চান। কিন্তু এখন আপনার আর কোথাও যাওয়া লাগবে না আপনি ঘরে বসেই আপনি আপনার টেন্ডা রাউটার টি খুব সহজেই সেটাপ করতে পারবেন। আমাদের আজকের এই পোস্ট থেকে আপনারা আপনাদের টেন্ডা রাউটার এর সেটা এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
শেষ কথা
সারা বাংলাদেশে এখন বেশিরভাগ মানুষই ওয়াইফাই ব্যবহার করে থাকে। ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে প্রথমেই আপনার প্রয়োজন হবে রাউটার। অনেকেই বিভিন্ন রকমের রাউটার ব্যবহার করে থাকেন যেমন tp-link, d-link তার মধ্যে অন্যতম হচ্ছে টেন্ডা রাউটার। কিন্তু অনেকেই জানেননা টেন্ডা রাউটারের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়। তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে আপনারা টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা আপনাদের তথ্যটি পেয়েছেন।