টিপি লিংক রাউটার পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম

বর্তমানে আমাদের বাংলাদেশে ওয়াইফাই ব্যবহার করা হয়ে থাকে ইন্টারনেট এর ক্ষেত্রে। ওয়াইফাই ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন হয় যেকোনো একটি রাউটারের। অনেকেই টিপি লিংক রাউটার টিপ ব্যবহার করে থাকেন তাদের ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে। কিন্তু আমাদের অনেকেই অজানা যে কীভাবে তাদের টিপি লিংক  রাউটার এর ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করবে। আজকের এই পোস্ট থেকে আপনারা খুব সহজেই জেনে যাবেন টিপি লিংক রাউটার এর পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম।

টিপি লিংক রাউটার পাসওয়ার্ড পরিবর্তন

  • টিপি লিংক রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমেই আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে।
  • এই ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ বারে লিখতে হবে 192.168.0.1 বা 192.168.1. কিংবা http://tplinklogin.net এটা লিখে এন্টার করতে হবে।
  • এন্টার করার সাথে সাথে আপনার সামনে একটি পাসওয়ার্ড চাইবে যেটা রাউটারের প্রাথমিক ইউজার এর পাসওয়ার্ড। প্রতিটি রাউটার erপ্রাথমি  পাসওয়ার্ড থাকে admin। এরপর এই পাসওয়ার্ডটি আপনাকে পাসওয়ার্ড অপশনে বসাতে হবে।
  • পাসওয়ার্ড বসানোর পর আপনার সামনে একটি টিপি লিংক একটা পেজ ওপেন হবে। সেটা ওপেন হওয়ার পর ওয়ারলেস একটি অপশন থাকবে সেখানে ক্লিক করুন।
  • সেখানে ক্লিক করার পর আপনার সামনে পাসওয়ার্ড পরিবর্তন এবং পুরাতন পাসওয়ার্ড আপনার সামনে চলে আসবে।
  • আপনি সেখান থেকে আপনি নতুন পাসওয়ার্ড দিতে পারেন। পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে সেভ অপশন এ ক্লিক করতে হবে তাহলেই আপনার টিপি লিংক রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।

বর্তমানে বাংলাদেশের সবাই প্রায় ওয়াইফাই ব্যবহার করে থাকি। কিন্তু ওয়াইফাই ব্যবহারের জন্য প্রত্যেকেরই রাউটার এর প্রয়োজন হয়। অনেক রকম রাউটার এই রয়েছে তার মধ্যে অন্যতম হলো টিপি লিংক। এই রাউটারটির অনেক কম দাম হওয়ায় বাংলাদেশের মানুষের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়াও এই রাউটারটির অন্যসব রাউটার এর তুলনায় অনেকটাই ভালো পারফর্ম করে থাকে। তাই ব্যক্তিগতভাবে মানুষ এই টিপি লিংক রাউটার টি পছন্দ করে থাকে। কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। কারণ আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে আপনার রাউটারের পাসওয়ার্ড দিতে হবে। না হয় আপনার ওয়াইফাই সবাই ব্যবহার করতে পারবে তাই মানুষ পাসওয়ার্ড দিয়ে থাকে বা পরিবর্তন করে থাকে। আপনারা আজকের এই পোস্ট থেকে জেনে যাবেন কীভাবে টিপি লিংক রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়।

Tp-link রাউটার এর জন্য শক্তিশালী পাসওয়ার্ড

  • যারা রাউটার ব্যবহার করে থাকেন তাদের প্রত্যেকেরই পাসওয়ার্ড দিতে হয়।
  • Tp-link রাউটার এর জন্য শক্তিশালী পাসওয়ার্ড।
  • আপনি যদি আপনার রাউটারের পাসওয়ার্ড দিতে চান আপনি আপনার ফোন ব্যবহার অথবা আপনার জন্ম তারিখ দিয়ে মিশ্রন করে একটি পাসওয়ার্ড তৈরি করতে পারেন।
  • এছাড়াও আপনি এবিসিডি মাধ্যমে আপনার পাসওয়ার্ডটি অনেক শক্তিশালী ভাবে তৈরি করতে পারেন।

Tp-link রাউটার এর শক্তিশালী পাসওয়ার্ড দেওয়াটা অনেক জরুরী। কারণ আমরা যদি সাধারন পাসওয়ার্ড দিয়ে থাকি রাউটারে তাহলে আমাদের রাউটারের পাসওয়ার্ড টি সবাই জানতে পারে। এজন্য আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার সাথে রাউটার এর পাসওয়ার্ড নিয়ে সমস্যার সম্মুখীন না হতে হয় সেজন্য কিভাবে আপনাদের tp-link রাউটার এর পাসওয়ার্ড শক্তিশালী করবেন। আজকের এই পোস্ট থেকে আপনারা খুব সহজেই জেনে যাবেন কিভাবে আপনার tp-link রাউটার এর পাসওয়ার্ড শক্তিশালী করবেন।

শেষ কথা 

বর্তমান সারা বাংলাদেশের মানুষ প্রায় ওয়াইফাই ব্যবহার করে থাকেন। ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই রাউটার ব্যবহার করতে হয়। অনেক রকমের রাউটার রয়েছে কিন্তু তাদের মধ্যে অন্যতম হলো tp-link রাউটার। যেটি বেশিরভাগ মানুষই ব্যবহার করে থাকে। কিন্তু রাউটারের পাসওয়ার্ড দিতে হয় যদি কোনভাবে সেই পাসওয়ার্ড মানুষ চেনা যায় তাহলে আপনি পরিবর্তন করবেন কিভাবে। আপনারা আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন কিভাবে আপনারা tp-link রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।