মানুষ বাস্তব জীবনে চলার পথে অনেক সময় বাধাগ্রস্ত হয়। অনেক কঠিন সময়ে পার করতে হয় সেই কঠিন সময়ের সময় অনেকেই ভেঙে পড়ে। সেসময় মানুষকে অনুপ্রেরণা বা উৎসাহ দিতে হয়। উৎসাহ দেওয়ার মানুষ যদি না থাকে তাহলে সেই মানুষ আরো ভেঙ্গে যায়। এজন্য আমাদের সবার উচিত একতা ভাবে থাকা কারণ কখন মানুষ একা হয়ে যাবে বলা যাবে না তখন মানুষ ভেঙ্গে পড়ে যখন একা হয়ে যায়। আর একা হয়ে গেলে মানুষ কি করে সে নিজেও জানে না। মানুষ যখন কোন কাজ করতে ভেঙে পড়ে তখন ভেঙে না পড়ে তাকে উৎসাহ দিন দেখবেন সেই কাজটি সে ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে। বিখ্যাত মনীষীগণরা অনেক অনুপ্রেরণামূলক ও উৎসাহ মূলক উক্তি বলে দিয়েছেন। বিখ্যাতদের সেই রেখে যাওয়া উৎসাহমূলক কিছু উক্তি জানাবো।
মানুষের সব কাজে উৎসাহের প্রয়োজন হয় কারণ উৎসাহ পেলে সেই কাজ করতে আরো মানুষ কঠোর হয়ে পড়ে। যেমন ধরেন আপনি ক্রিকেট খেলছেন দর্শক আপনার ব্যাটিং দেখে অনেক উৎসাহ দিচ্ছে দেখবেন তখন আরো আপনার ভালো খেলতে মন করবে। তেমনি বাস্তব জীবনে সব কাজের ক্ষেত্রেও একই রকম মানুষ যদিও সহ দেয় কোন কাজের প্রতি সেই কাজ করতে আমরা আরো কঠোর হয়ে পড়ি এবং সেই কাজ ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। এজন্য আমাদের সবার একসাথে থাকা উচিত কেননা একসাথে থাকলেই একে অপরকে আপনার উৎসাহ দিতে পারবেন। একা একা কখনোই উৎসাহ পাবেন না। কেননা উৎসাহ আসে অপরজনের কাছ থেকে।
উৎসাহমূলক উক্তি
- যারা তাঁর সৃষ্টির ওপর দয়া করবে না, আল্লাহ্ও তাদের ওপর দয়া করবেন না। – আবু দাউদ ও তিরমিযী
- তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত, ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের ওপর হিংসা করা থেকে বিরত রাখো। – হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে- সে আমাকেও অত্যন্ত ভালোবাসে। – বুখারী
- সব সময়ে সত্য বল – এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়। – বায়হাকী
- দয়া বিশ্বাসীর একটি চিহ্ন; যার দয়া নেই, তার মাঝে বিশ্বাস (ঈমান) নেই। – মুসলিম
- যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, (তখন আফসোস করার বদলে) এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে। – মুসলিম
- একজন মুসলিম যদি গাছ লাগায়, অথবা জমি চাষ করে – যেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে – তাহলে সে একটি সদকা করল। – মুসলিম
- সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে; মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহ্র স্মরণ। – বুখারী
- কোন কাজগুলো সর্বোত্তম? – মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দু:খীদের দু:খকে হাল্কা করা, এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা। – বুখারী
- অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। – রমিযী
- যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় , সে আল্লাহর পথে বের হয়। – তিরমিযী
- কুরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপথগামী হবেনা। – মিশকাত
- প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে,যা সে নিয়্যত করেছে। – বুখারী
- তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। – বুখারী
- তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে। – তিরমিযী
- আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে। – বুখারী ও মুসলিম