পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী আর অর্ধেক তার নর। ইসলামের চোখে নারী এভাবেই ধরা পড়েছে। পারি সভ্যতার অভাবনীয় সাফল্যের পিছনে নারী ও পুরুষের সমান অবদান অনস্বীকার্য নারীকে বাদ দিয়ে পুরুষের একক অংশগ্রহণের মাধ্যমে সমাজের উন্নয়নের কথা কল্পনা করা যায় না। তাই আজকে আমরা জানবো নারীদের নিয়ে বিখ্যাত দের কয়েকটি উক্তি বাণী ও স্ট্যাটাস।
মানুষ হিসেবে একজন নারীর সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পৃথিবীর সর্বত্র নারী সমাজ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ও মানসিকতা এর জন্য দায়ী ফলাফলে নারীর ওপর পাশবিক সহিষ্ণুতা বেড়েছে যেমনভাবে ঘরে বাইরে কোথাও নারী-শিশু নিরাপদ নয়। দেশের বিদ্যমান আইনে ও নারী ও পুরুষের মধ্যে বৈষম্য চরম মাত্রায় বিরাজমান।
নারী নিয়ে বাণী
নারীরা আজ নিজের ওপর নির্ভরশীল তারা অন্য কারো উপর নির্ভরশীল নয় এখন। তাদের ওপর এখন পুরো পরিবারের দায়িত্ব নির্ভরশীল হয়ে উঠছে। আবার বড় বড় কোম্পানির নারীদের ওপর নির্ভরশীল হয়ে রয়েছে। তাই আমাদের উচিত নারীদের সম্মান দেওয়া। যারা নারীর সম্মান করে না তাদের উন্নতির করা অসম্ভব কারণ একটি পুরুষের কাছে নারীর অনেক অবদান রয়েছে। তাই আজকে আমরা বিখ্যাত ব্যক্তিদের কয়েকটি বাণী জানব।
- নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানী ও বটে। – রবীন্দ্রনাথ ঠাকুর
- পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা। – মেনানডিরহে নারী,
- কেউ যদি তোমাকে ধর্ষণ করতে আসে, তুমিও তাকে ধর্ষণ করে দাও। পুরুষদের দেখিয়ে দাও, ধর্ষণ শুধু তারা নয়, তোমরাও করতে পারো। – তাসলিমা নাসরিন
- কোন কালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারী, প্রেরণা দিয়াছে শক্তি দিয়েছে বিজয়লক্ষী নারী। – কাজী নজরুল ইসলাম
নারী নিয়ে উক্তি
নারীরা আগে সমাজে নিরাপত্তাহীনতায় ভুগছে। সমাজের বিভিন্ন ভাবে লাঞ্চিত বঞ্চিত হয়েছে তারা। এমনকি অনেক জায়গায় যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হয়েছে। নারীরা এখন এগিয়ে এসব কাজে তারা পারদর্শী। অগভীর সমুদ্রে মুক্ত সংগ্রহ হিমালয় অভিযান, যুদ্ধক্ষেত্র, শিক্ষা বিজ্ঞান সব কাজেই তারা এখন পারদর্শী। এখন এই যুগে পুরুষদের থেকে নারীরা অনেক এগিয়ে। আজকের পোস্টের মাধ্যমে আমরা আপনাদের বিখ্যাত ব্যক্তিদের উক্তি সম্পর্কে জানাবো।
- মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না। – হুমায়ূন আহমেদ
- যে সমাজের শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ের সংখ্যা বেশি সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশি বিয়ের সংখ্যাটা কম। – তাসলিমা নাসরিন
- এদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বস্তু যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে সবচেয়ে বড় নির্যাতন হলো মেয়েদেরকে সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া। – তাসলিমা নাসরিন
নারী নিয়ে স্ট্যাটাস
প্রাণকে নারী পূর্ণতা দেয় এজন্যই নারীর মৃত্যুকে মহীয়ান করতে পারে। নারী ছাড়া কোন কাজ করতে পারে না। যে কোন পুরুষের পিছে নারীদের হাত থাকে। নারীর সাহায্য তার চিন্তাশীলতা ও সচেতন নয় সমাজের নির্মাণ সুধীর হতে পারে।একজন সুন্দরী নারী হচ্ছে ঈশ্বরের সবচেয়ে নিখুঁত কীর্তি স্বর্গীয় দূত ওদের সত্তিকারের গৌরব পৃথিবীর বিরল ঘটনা এবং সৌরজগতের একমাত্র বিস্ময়কর ঘটনা। আপনারা যদি এই সম্পর্কে স্ট্যাটাস চান তাহলে আজকে আমরা সেই সম্পর্কে জানব।
- যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোন জিনিস বুঝতে পারার গৌরব হতে পারে। – জে বি ইয়েটস
- মহিলাদের ঘ্রান শক্তি খুবই প্রবল, আমার এক বন্ধুপত্নী স্বামীর সাথে টেলিফোনে আলাপের সময় তার স্বামীর মুখে হুইস্কির ঘ্রান পান। – হুমায়ুন আজাদ
- মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত, কখন যে এই মেয়েটি মায়া জড়িয়ে ফেলছে নিজেই বুঝতে পারিনি। – হুমায়ূন আহমেদ
- প্রতিটি মেয়ে হয়তো স্বামীর কাছে রাণী হয়ে থাকতে পারে না। কিন্তু প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। – হুমায়ূন আহমেদ
শেষ কথা
নারীরা এই পৃথিবীতে না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না। না থাকলে আমাদের জন্মই হতো না কারণ আমরা তাদের গর্ভ থেকে জন্ম হই। তোমরা না থাকলে সৃষ্টি সম্ভব হতো না। তাই নারীর প্রতি সহানুভূতি নয় আমাদের তাদের সম্মান দেওয়া উচিত। যে নারীর সম্মান করতে পারে না সে কোনদিন জীবনে উন্নতি করতে পারে না। ছেলেরা খালি মেয়েদের দোষ দেয় অথচ বিপদে পড়লে কখনো মা আবার কখনও আঁচলের তলায় লুকিয়ে পড়ে এটাই হলো পুরুষদের কাজ। তাও আমাদের সমাজে নারীদের অত্যাচার করা হয়। তাই আমাদের সবার উচিত নারীদের প্রতি স্নেহশীল হওয়া। আশা করি আজকের পোস্টটি সবার ভালো লেগেছে।