আল্লাহর সৃষ্টি নিয়ে উক্তি

পুরো বিশ্বটাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তায়ালা। আজ আমরা এই পৃথিবীতে জীবন যাপন করতে পারছি একমাত্র আল্লাহ তাআলার জন্য। কেননা তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা। মহান আল্লাহর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তার এবাদত করার জন্য। এই পৃথিবীতে গাছপালা আকাশ, নদী নালা, খাল বিল যা রয়েছে সব আল্লাহ তাআলার সৃষ্টি করা। তাই আমাদের সবার উচিত আল্লাহ তায়ালার এবাদত করা কারা কেননা তিনি আমাদের এবাদত করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের অনেক ভালোবাসেন এজন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং মানুষকে তিনি সবচেয়ে বুদ্ধিমান বানিয়েছেন। অনেকেই রয়েছেন যারা আল্লাহর সৃষ্টি নিয়ে উক্তি অনুসন্ধান করেন অনলাইনে। তাই আজকের এই পোস্টে আল্লাহর সৃষ্টি নিয়ে কিছু উক্তি জানাবো।

এই দুনিয়াতে সবথেকে ভয় পাওয়া উচিত আল্লাহ তায়ালাকে। কেননা এই দুনিয়া তিনি সৃষ্টি করেছেন। তিনি যা চাইবেন এই পৃথিবীতে তাই হবে। তাই আমাদের আল্লাহ তাআলাকে ভয় পাওয়া এবং তার আনুগত্য করা উচিত। আল্লাহ তায়ালা এত দয়ালু যে হাজার হাজার গুনাহ করলেও যদি তওবা করে ইসলামের পথে ফিরে আসে তাও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহকে ভয় করবে এবং তারপর যিনি আল্লাহকে ভয় করেনা তাকে ভয় করুন। যিনি আল্লাহ তায়ালাকে ভয় করে না তিনি প্রকৃতপক্ষে মুনাফিক ঈমানদার না। কেননা তিনি বিশ্বাসই করে না যে আল্লাহ তাআলাই পৃথিবী সৃষ্টি করেছেন। সেজন্যই তিনি আল্লাহর সৃষ্টি ওপর বিশ্বাস করে না। কিন্তু আমাদের সবাইকে মানতে হবে যে পুরো বিশ্বটাকে সৃষ্টি করেছেন একমাত্র মহান আল্লাহ তাআলা। তার সৃষ্টি অপরূপ সুন্দর।

আল্লাহর সৃষ্টি নিয়ে উক্তি

  • ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও।  –  হযরত সুলাইমান (আ:)
  • আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়।  –  ইবনে সিনা
  • অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে।  –  হযরত আলী (রাঃ)
  • পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।  –  হযরত আলী (রাঃ)
  • সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।  –  হযরত মুহাম্মদ (সাঃ)
  • আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।  –  শেখ সাদী (রঃ)
  • নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।  –  হযরত আলী (রাঃ)
  • যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না।  –  হযরত আলী (রাঃ)
  • পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে , দরিদ্রতার পূর্বে স্বচ্ছতাকে , কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে।  –  আল-হাদিস
  • দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়। আসল খ্যাতি হলো আসমানে পরিচিতি পাওয়া।  –  বইঃ নবীজির সাথে
  • রাসূলুল্লাহ সা; বলেছেনঃ যে ব্যক্তি জ্ঞাতসারে তাঁর প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তিভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি।  –  তাবরানি-৭৫১
  • গুনাহের সাগর আমাকে নিমজ্জিত করে নিয়েছে। ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তবুও আমি আল্লাহর রহমতের আশাবাদী।  –  বইঃ আল্লাহর প্রতি সুধারনা
  • বুদ্ধিমান ঐ ব্যক্তি, যে নিজের হিসাব গ্রহন করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর অক্ষম (নির্বোধ) ঐ ব্যক্তি, যে প্রবৃত্তির অনুসরন করে আর আল্লাহ তা’আলার কাছে অযৌক্তিক আশা করে।  –  জামে তিরমিযী ২/৭২
  • অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তাঁর মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।  –  আবুল হাসানাত কাসিম
  • ইয়া রাব্বী, জান্নাতে যেতে পারি এমন কোন আমল আমার নেই। আবার জাহান্নামে এক মুহূর্ত কাটাতে পারবো এমন শক্তিও আমার নেই।  –  মোহাম্মদ জাভেদ কায়সার রাহিমাহুল্লাহ
  • যে ব্যক্তি ক্ষতিকারক সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার খালেস নিয়ত করে, রমাদান তাঁর জন্য অনেক বড় একটা সুযোগ।  –  মুহাম্মদ ইবনে উসাইমিন, ১৯/১৮৩
  • যখন তোমারা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে।  –  মুসনাদে আহমাদে