আকাশ জুড়ে ছোঁয়া ছোঁয়া মেঘ ভূমি বিস্তীর্ণ সবুজের পাহাড়। তার গা বেয়ে ঝরে পড়ে ঝরনা ঝিরি। বাংলাদেশের প্রকৃতির যে সংগীত আয়োজন পার্বত্য জেলা বান্দরবানেও তার সুরের ধারা বহুময়। মনে হয় তার প্রকৃতির সৌন্দর্য সবটুকু উজাড় করে দিয়েছে বান্দরবান কে। পাহাড়, নদী, ঝর্ণা বনভূমি আর মেঘের এক অদ্ভুত মিলনমেলা এই জায়গা। এখানকার স্বর্ণমন্দির, নীলাচল নীলগিরি ভ্রমণকারী মানুষের কাছে এক পছন্দনীয় জায়গা। বান্দরবান জেলার মধ্যে এরকম অনেক দর্শনীয় স্থান রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেই দর্শনীয় স্থান দেখতে ভ্রমণ করে দূর-দূরান্ত থেকে আসে।
বান্দরবানের দর্শনীয় স্থান
- স্বর্ণমন্দির।
- ডিম পাহাড়।
- আন্ধারমানিক।
- বাকলাই ঝর্ণা।
- প্রান্তিক লেক।
- মেঘলা পর্যটন কমপ্লেক্স।
চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের মূল জায়গা হল বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্য আর রোমাঞ্চকর অনেক জায়গার কারণে বান্দরবান বাংলাদেশের পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য। বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেমন রাঙ্গামাটির দর্শনীয় স্থান, খাগড়াছড়ির দর্শনীয় স্থান। বান্দরবান জেলার মধ্যে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এ দর্শনীয় স্থান দেখতে দেশ এবং বিদেশ থেকে পর্যটকরা ভিড় করে। বাংলাদেশের তিনটি উচ্চতম স্থানে বান্দরবনে অবস্থিত। যেমন তাজিংডং, মৌদক মৌল ও কেওক্রাডং। এখানে পর্বত জয় করার জন্য যে কেউ খুশিমনে জঙ্গল ও পাহাড়ি নদী বেয়ে উঠতে রাজি। কেউ যদি একবার বান্দরবানে পর্বতারোহণ শুরু করে তাহলে তাকে ঝরনার দেখা মিলবে। আপনারা যারা বান্দরবানের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চান এখান থেকে জেনে নিতে পারেন।
বান্দরবান কিসের জন্য বিখ্যাত
- বগা লেক।
- নীলগিরি।
- তাজিংডং।
- সাঙ্গু নদী।
- স্বর্ণমন্দির।
- নাফাখুম জলপ্রপাত।
- শৈলপ্রপাত।
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এর কোন তুলনা নেই। এখানে হয়তো হিমালয়ের মতো বড়-বড় কোন পর্বত নেই মরুভূমির মতো কোনো ভালো নেই। কিন্তু এদেশের যে সৌন্দর্য রয়েছে সেগুলো মানুষকে অনেক আনন্দ দেয়। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বড় একটি অংশ হলো এদেশের পাহাড়ি অঞ্চল। দেশের দক্ষিণ দিকে রয়েছে পাহাড়ি জেলা। এরমধ্যে বান্দরবান জেলা অন্যতম একটি পাহাড়ি অঞ্চলের দিক দিয়ে। বান্দরবান জেলার বিখ্যাত হওয়ার পেছনে মূল কারণ হলো সেখানে বাংলাদেশের বৃহত্তম তিনটি পর্বত রয়েছে।
বান্দরবান ভ্রমণ খরচ
- হোটেল ভাড়া জনপ্রতি ৫০০-২৫০০ টাকা।
- যানবাহন ভাড়া দুই দিনের সিএনজি নিলে ৩০০০ এবং জীপ গাড়ি ৫৫০০ ও চান্দের গাড়ি ভাড়া ৮৫০০ টাকা।
- বাস ভাড়া ৬২০-৭০০ টাকা।
- এসি বাসের ভাড়া আসা-যাওয়ার খরচ ২০০০-৩০০০ টাকা।
- খাবার খরচ প্রতিবেলা ১২০-২০০ টাকার মধ্যে হয়ে যাবে।
বান্দরবান প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি। এর সৌন্দর্য টানে বছরজুড়েই সারাদেশের মানুষ ছুটে আসেন এখানে। প্রকৃতি এখানে রূপ বদলায় প্রতিটা মৌসুমে। বিভিন্ন সিজনে বান্দরবানের রূপ একেক রকম। যারা মেঘ আর আকাশ এর প্রকৃতি দেখতে ভালোবাসেন তাদের জন্য বান্দরবান ঘোড়ার আদর্শ সময় হলো বর্ষা শুরু থেকে হেমন্ত পর্যন্ত। আর যারা বর্ষার সিজনে বান্দরবান ভ্রমণ করতে চান না তারা ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সেখানে ঘুরে আসতে পারেন। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে বান্দরবান যাওয়ার জন্য ভ্রমণ খরচ কি রকম হবে। বিস্তারিত এখানে জানানোর চেষ্টা করেছি ভ্রমণ খরচ সম্পর্কে।
শেষ কথা
বান্দরবান হল পার্বত্য জেলা। যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের মনের সব ধরনের চাহিদা মিটে যাবে এই জেলায় যদি ভ্রমণ করেন। আপনারা যারা ঝর্ণা এবং পাহাড় প্রেমিক রয়েছেন তাদের জন্য সঠিক জায়গা বান্দরবান। এই জেলার চারিদিকে সবুজের সমারোহ। মাঝে মাঝে দূর আকাশে দেখা যায় কোথায় কোথায় হঠাৎ বৃষ্টি হওয়ার দৃশ্য। এগুলো দেখতে দেশ এবং বিদেশ থেকে পর্যটকরা এখানে ভিড় জমায়। আজকের এই পোস্টের মূল উদ্দেশ্য ছিল আপনাদের জানাতে বান্দরবানের দর্শনীয় স্থান সম্পর্কে। বাংলাদেশের আরো বিভিন্ন জেলার দর্শনীয় স্থান সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকুন।