বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। বন্যার প্রধান কারণ একনাগাড়ে অতিবৃষ্টি। জলে ভরে যাওয়া নদীর দুই কুল ছাপিয়ে জলমগ্ন চারদিক। তার ওপর জলধার গুলি থেকে ওই একই সময় অতিরিক্ত জল ছারলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। বন্যা মানুষের প্রচুর ক্ষতি করে থাকে ঘরবাড়ি এবং ফসল নষ্ট করে। অনেকে বন্যায় নিখোঁজ হয়ে যায়। গবাদিপশুর সহ বন্যায় এবং পাখিরাও মারা যায়। বন্যার শেষে আন্ত্রিকের প্রকোপ দেখা যায়। চারিদিকে জলমগ্ন থাকলেও খাবার জলের অভাব দেখা যায়। ১৯৭৮ সালের পশ্চিমবঙ্গের দশটি যে ভয়াবহ বন্যা হয়েছিল তার স্মৃতি এখনো অনেকের চোখে ভাসে। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের যে সমস্ত রাজ্য বন্যাপ্রবণ বলে পরিচিত সেগুলো হলো উত্তর প্রদেশ, আসাম, উড়িষ্যা, অন্ধপ্রদেশ প্রভৃতি। আজকের বন্যা নিয়ে স্ট্যাটাস, উক্তি ও বাণী জানব।
বন্যা নিয়ন্ত্রণ করা সহজ ব্যাপার নয়। দরকার সুচিন্তিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বন্যার মধ্যে চারিদিকে শুধু পানি আর পানি থাকে। প্রাকৃতিক বিপর্যয় সমস্ত প্রাচীন সভ্যতায় বড় বড় নদীর তীরে গড়ে উঠেছিল। তাই সভ্যতার বিকাশে নদী যথেষ্ট সাহায্য করেছে আবার এই নদী যখন ভয়ংকর হয়ে ওঠে তখন হয় ভয়াবহ বন্যা। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ আমরা সবাই জানি কিন্তু বর্তমানে আমাদের বন্যার সম্মুখীন হতে হচ্ছে অনেক। এর ফলে জনজীবন দিনদিন ধ্বংসের পথে যাচ্ছে। কারণ বন্যার মধ্যে মানুষের ঘরবাড়ি পানিতে চলে যায়। এতে করে মানুষের থাকার অনেক সমস্যা হয়। বন্যার ফলে মানুষের দুঃখ-কষ্ট অনেক বেড়ে যায়।
বন্যা নিয়ে স্ট্যাটাস
বন্যার কারণ পানি জমে যখন নদী ভরাট হয়ে আসে তখন নদীর জল ধরে রাখার এবং জল বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কমে যায়। ফলে জল নদীটির ছাপিয়ে রাস্তাঘাট ডুবিয়ে দেয় হঠাৎ নদীর বাঁধ ভেঙে গেলেও বন্যা দেখা দেয়। প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যা হয় এবং জল ধরার থেকে বেশি পরিমাণ জল ছাড়ার ফলে বন্যা দেখা দেয়। বন্যার ফলে মানুষের দুঃখ-কষ্ট শেষ থাকে না। বন্যার ফলে ঠিকমতো মানুষ খাবার খেতে পারে না ধান এবং বিভিন্ন ফসল পানির নিচে চলে যায়। বন্যার ফলে মানুষের সাথে মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় অনেক গবাদি পশু মারা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের রোগ ছড়ায় যেমন কলেরা, আমাশয় আরো বিভিন্ন প্রভৃতি রোগ। আজকে আমরা বন্যা নিয়ে কিছু স্ট্যাটাস জানবো।
- মনের বাঁধা ভাঙ্গা প্রিয় মিলন হবে বন্যায়। – সুপ্রীতি বাঁচার
- কিছু কান্না বুকচাপা থাকে শেষ পরিণত হয় ঝর্ণায়। – ছবি খোর
- ওহে বঙ্গবাসী। যুদ্ধের কি হল অবসান নাকি প্রকৃতি দেবে আবার যুদ্ধে আহান। – মুকুল
- আসলে বৃষ্টি কারো কাছে প্রেম হয়ে নামে ঠিকই কিন্তু কন্যা কারো কাছে বৃষ্টি বৃষ্টি নয় শে যে বন্যা। – অনিরুদ্ধ
বন্যা নিয়ে উক্তি
বন্যার মধ্যে যেমন মানুষের উপকারিতা হয় তাহলো। বন্যা সমস্ত আবর্জনা ধুয়ে নিয়ে যায়। বন্যা হলে জমিতে পানি জমে উর্বরতা বাড়ে তার ফলে জমিতে ফসল ভাল ফলন হয়। কিন্তু বন্যার মধ্যে মানুষের উপকারের থেকে ক্ষয়ক্ষতি বেশি হয়। কারণ বন্যার মধ্যে শিশু এবং গবাদিপশু গুলোর অনেক সমস্যা হয়। বন্যার ফলে অনেক মানুষ নিখোঁজ হয়ে যায়। বন্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য নদী থেকে পলি সরিয়ে নদীর গভীরতা বাড়ানোর দরকার। যাতে মানুষের বন্যার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি না হয়। বর্তমানে আমরা আমাদের জীবনে অনেক বন্যা সম্মুখীন হচ্ছি দিন দিন। বন্যা নিয়ে বিখ্যাত কিছু উক্তি।
- বৃষ্টি অল্পস্বল্প হলে মন্দ না, কিন্তু বেশি হলে তো বন্যার কান্না। – তারেক
- বন্যা তুমি বড় নিষ্ঠুর যেখানে গরু ছাগল গরু ঘাস খায় সেখানটাও জলের অনেক দূর। – বন্যা
- বৃষ্টি মানে কারো কাছে প্রেম কবিতা বা হাজারো বিলাসিতা। আবার বৃষ্টি মানে কারো কাছে চরম দূর্ভোগ ভয়াবহ সর্বনাশ। – সায়ন্তী
- হায়রে বন্যা তোমার অভিশাপে বাঁচতে পারল না আমার পোষা বিড়াল খানা হয়তো সামনেই দিত একটা সুন্দর বিড়াল ছানা। – বন্যা
বন্যা নিয়ে বাণী
প্রাকৃতিক দিক থেকে দেখলে বন্যা খুবই ভয়াবহ। এ বন্যা কারো জন্য অনেক বিলাসিতা আবার কারো জন্য একদম ভয়াবহ রূপ। বন্যার সেই বছরের সময়টা মাঠে অন্যান্য ফসল কম থাকে। কোথাও কোথাও আমন ধানের বীজতলা বোনা শুরু করে কেবল কিন্তু বন্যার ফলে সেগুলো পানির তলে চলে যায়। বন্যার ফলে বাংলাদেশের সবচেয়ে ফসলের ক্ষয়ক্ষতি বেশি হয়। আবার এই বন্যা চলে গেলে আমন চাষের ভরা মৌসুম শুরু হয়ে যায়। অনেক এলাকা রয়েছে যে এলাকায় বন্যা হলে তাদের জমি এবং ফসল দুটোই ভালো হয় কিন্তু বেশিরভাগ বন্যা হলে মানুষের ক্ষয়ক্ষতি বেশি হয়। বন্যা নিয়ে কিছু বানী।
- তিন ভাগ জল মাঝের প্রতিটি বাড়ি ভাবছে এক ভাগ স্থল এ বসে রয়েছে। – কেয়া
- না ঠিক ওভাবে জনসাধারণকে খুন করায় গ্রেফতার বড় রাস্তায় মাঝের বর্ণগুলি। – কেয়া
- আষাঢ়-শ্রাবণ ভাসে জলে অঝোর কোন কৌতুহলে বেহিসাবি গোল্লাছুটে যাচ্ছে হৃদয় অন্যরুটে বন্যা আসুক রাত পোহালে। – স্বাগতা মন্ডল
- একটা সময় ছিল যখন মন খারাপ হলে মন খুলে কাঁদতাম কিন্তু এখন মনটা যেন কেমন হয়ে গেছে চাইলে খাবার সৃষ্টি হয় কিন্তু বন্যার সৃষ্টি হয় না। – পায়েল সামন্ত
শেষ কথা
আমাদের দেশে প্রতিবছরই কোথাও-না-কোথাও বন্যা হয়। বন্যার প্রতিরোধের জন্য অনেক নদীতে বাদ দেওয়া হয়েছে। এবং জল ধারা তৈরি করা হয়েছে যাতে বন্যা বেশি হলে মানুষের ক্ষয়ক্ষতি কম হয়। তা সত্বেও প্রতিবছরই আমাদের দেশে অনেক বন্যা হয় যেগুলোর ফলে মানুষ মারা যায় খাবার সংকটে পড়ে ফসল নষ্ট হয়। তাই আমরা আমাদের দেশে বন্যা প্রতিরোধের জন্য আরও শক্তভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণেই বন্যার ফলে আমাদের দেশে গবাদি পশু এবং শিশুরা মারা যায়। এই পোষ্টের মাধ্যমে বন্যা নিয়ে কিছু কথা এবং বন্যা প্রতিরোধ নিয়ে কিছু কথা এবং কয়েকটি স্ট্যাটাস, উক্তি ও বাণী জানিয়েছি। আশাকরি আপনাদের সবার এই পোস্টটি ভালো লাগবে।