একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। বাঙালির জাতীয় জীবনে সকল চেতনার উৎস হচ্ছে এই দিনটি। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠা করার ঐতিহাসিক দিন এটি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন দিয়ে বাঙালি অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাঙালির রক্তঝরা এই দিনটিকে সারা বিশ্বের স্মরণীয় করে রাখতে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে সম্মান জানিয়েছে ভাষা শহীদদের প্রতি। তাই একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। একুশে ফেব্রুয়ারি এখন আর শুধু আমাদের মাতৃভাষা নয়। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তাই আজকের এই পোস্টে ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু উক্তি শেয়ার করব।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে প্রাদেশিক পরিষদের অধিবেশন কে সামনে রেখে সমগ্র দেশে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন জোরদার করা হয়। যাতে আমরা আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষিত করতে পারি। পাকিস্তানি শাসক ঢাকা ১৪৪ ধারা জারি করে সকল প্রকার মিটিং মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দানে প্রত্যয়ী ছাত্রসমাজ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। আর সেই মিছিলে পাকিস্তানি সেনাবাহিনীরা নির্বিকার ভাবে গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক ও জব্বার সহ অনেকে নিহত হয়। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আমাদের দেশের অনেক যুবকরাই তাদের প্রাণ দিয়েছে। অনেক প্রাণের বিনিময়ে আমরা আমাদের বাংলা ভাষাকে পেয়েছি।
২১ শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি
- ভাষার তরে দিয়েছে যারা দেহবল মনপ্রাণ! তারা বেচে আছে সব বাঙ্গালীর তরে! গাহি তাহাদের গান।
-
২১ আমার শ্রদ্ধার গান আকাশ প্রদীপ তারা! ২১ আমার গর্বের টান আমার বসুন্ধরা।
-
গাহি তাহাদের গান যারা ভাষার তরে আপন ভরে ত্যাগিয়া দিয়েছে প্রাণ।
-
বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার প্রাণ, বাংলা আমার সুরের নেশা অগ্নি ঝরা বান।
-
আমি বাঙ্গালি বাংলা আমার ধরিয়াছি তবে হাল ভাষাতেই মোর জীবন মরণ ভাষা রয়ে যাবে চিরকাল।
- ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলাদেশ শহীদ দিবস হিসেবে পরিচিত।
- ২১ শে ফেব্রুয়ারি, এই দিনে লক্ষ কোটি ভাই বোন রক্তের বিনিময়ে আমারা এই বাংলা ভাষা পেয়েছি।
-
রফিক, সালাম, বরকত,আরো হাজার বীর সন্তান, করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রাণ, যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে আম্লন, ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রাণ।
২১ শে ফেব্রুয়ারি কবিতা
- দোয়ারে বসে মা আবার ধান ভাঙ্গে, বিন্নি ধানের খৈ ভাজে, খোকা তার কখন আসে কখন আসে।
-
যে ভাষার জন্য আমাদের এত গৌরব… যে ভাষার জন্য এত রক্তপাত… যে ভাষা আমাদের করেছে এত মহান…সেই ভাষা শহীদদেরকে কি মোরা ভুলিতে কখনো পারি।
-
মনে পরে ৫২ এর কথা, মনে পরে ২১শে ফেব্রুয়ারীর কথা। যখন হারিয়েছি ভাইদের, দিয়েছে রক্ত ভাষার জন্যে।
-
রক্তে কেনা বাংলা আমার লাখো শহীদদের দান, তবুও কেন বন্ধু আমার বিদেশের প্রতি টান… সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ঐ দিনে, বিকেল বেলায় উঠছো আবার ইংলিশ, হিন্দি গানে মেতে।
- আমাদের এই বাংলা ভাষা রক্ষা করতে অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে।
-
ও মা কেমন করে ভুলি বল ২১শে ফেব্রুয়ারী? আমার পরানে আজও তাদের সুর বাজে বুকের তরে।
-
প্রানটা জুরে যায় যখন শুনি গ্রাম বাংলার গান, মন ভরে যায়।
২১ শে ফেব্রুয়ারি নিয়ে ক্যাপশন
- বাঙালি জাতিসত্তার স্মারক “একুশে ফেব্রুয়ারি”। বাঙালির আত্মপরিচয় ও আত্মানুসন্ধানের প্রধান প্রতীক।
- ভাষা আন্দোলনের রক্তাক্ত পথ ধরেই এসেছে মহান মুক্তিযুদ্ধ। এরই আলোকে আজ পালিত হচ্ছে ভাষা আন্দোলনের ৭০তম বছর।
- ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেইসকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
- আজ ২১ শে ফেব্রুয়ারী; আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। ১৯৫২ এর এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে সামরিক জান্তার হাতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন।
-
২১ শে ফেব্রুয়ারি,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি।
- ২১ শের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা নিজের মাতৃভাষাকে ভালোবাসবো,সম্মান করবো।
- যে অমর ২১ শে ফেব্রুয়ারি একটা সময় কেবলই’ভাষা শহীদ দিবস’ হিসেবে পালিত হতো আজ তা বিশ্বের দরবারে”আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃত।
-
আমাদের অহংকার আমাদের গৌরব অমর ২১ শে ফেব্রুয়ারি। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাভাষা।