আপনারা যারা ফ্রি ফায়ার গেম খেলেন তারা সকলেই জানেন ডিমের মধ্যে একটি নাম দিতে হয়। প্রথম প্রথম অনেকেই আমরা বিভিন্ন রকমের নাম দিয়ে থাকি। কেউ কেউ নিজের নাম দিয়ে থাকে কিন্তু অনেক সময়ই দেখে তাদের নাম ভালো হয়নি বা অন্য নাম দিবে। কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে কোথা থেকে নাম চেঞ্জ করতে হয় ফ্রি ফায়ার গেম এর। তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের জানাব ফ্রী ফায়ার নাম চেঞ্জ করার নিয়ম।
ফ্রি ফায়ার নাম চেঞ্জ করার নিয়ম
- ফ্রী ফায়ার নাম চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে গেম টি ওপেন করতে হবে।
- গেম ওপেন করার পর আপনাকে আপনার প্রোফাইলে চলে যেতে হবে গেমের।
- গেমের প্রোফাইলে যাওয়ার পর সেখানে আপনি এডিট এর অপশন দেখবেন।
- এই অপশনে ক্লিক করলে আপনার সামনে নাম চেঞ্জ করার অপশন চলে আসবে।
- সে অপশনে আপনার যে নাম দেওয়ার ইচ্ছা সেটি দিয়ে আপনি আপনার নাম চেঞ্জ করে নিতে পারবেন।
আমরা অনেকেই গেম খেলে থাকি। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের সবাই ফ্রী ফায়ার গেমটি খেলে থাকে অনলাইনে। এই গেমটি সবার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। ফ্রী ফায়ার গেম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই গেম প্রচুর পরিমাণে খেলা হয়। গেম খেলার জন্য আপনাকে অবশ্যই গেমের মধ্যে একটি নাম দিতে হয়। অনেকেই প্রথম প্রথম খেলার সময় যে কোন একটি নাম দিয়ে দেয়। কিন্তু পরে সেই নাম তার পছন্দ হয় না। এজন্য অনেকেই নাম চেঞ্জ করতে চায়। তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের জানিয়েছি কিভাবে আপনারা ফ্রী ফায়ার এর নাম চেঞ্জ করবেন।
ফ্রী ফায়ার নাম চেঞ্জ করতে কি লাগে
- ফ্রী ফায়ার এর নাম চেঞ্জ করার জন্য অবশ্যই আপনার গেমের প্রোফাইলে ডায়মন থাকতে হবে।
- আপনি ইচ্ছে করলে ডায়মন্ড আপনার নাম চেঞ্জ করে নিতে পারবেন।
- এছাড়াও গেমের ভেলোট এর মধ্যে রিনেম কার্ড পাওয়া যায়। আপনি সেই রিনেম কার্ড দিয়েও ফ্রী ফায়ার এর নাম চেঞ্জ করতে পারবেন।
- কিন্তু রিনেম কার্ড কিন্তু হলেও আপনার ডায়মন প্রয়োজন হবে।
- অথবা এই রিনেম কার্ড গেম এর অফার এর মধ্যেও আসে আপনি সেখান থেকে এটিএম কার্ড ক্লাইম করে আপনার গ্রামের নাম চেঞ্জ করতে পারেন।
আমরা যারা গেম খেলে থাকি ফ্রী ফায়ার তারা অনেকেই জানি গেমের মধ্যে নাম চেঞ্জ করা যায়। গেমের মধ্যে সব রকমের নাম দেওয়া যায় নিজের নাম অথবা কোন জিনিসের নাম সব রকমের নাম দেওয়া যায়। আমরা মাঝে মাঝে বিভিন্ন জিনিসের নাম দিয়ে থাকি কিন্তু আমাদের সেটা পড়ে ভাল লাগেনা তাই আমরা নাম চেঞ্জ করতে চাই। কিন্তু আমরা অনেকেই নাম চেঞ্জ করতে চাই ভাবি যে নাম চেঞ্জ ফ্রিতেই করা যাবে। ফ্রি ফায়ার গেমের মধ্যে আপনি ফ্রিতে নাম চেঞ্জ করতে পারবেন না। ফ্রী ফায়ার এর নাম চেঞ্জ করতে হলে আপনার অবশ্যই ডায়মন্ড থাকতে হবে গেমের মধ্যে। ডায়মন্ড অথবা রিনেম কার্ড যেকোন একটা দিয়ে আপনি আপনার গ্রামের নাম চেঞ্জ করে নিতে পারবেন।
ফ্রী ফায়ার এর নাম চেঞ্জ কেন করবেন
- আপনার বর্তমানে যে ফ্রি ফায়ারে নাম আছে হয়তো আপনার সেটি পছন্দ না সেজন্য আপনার নাম চেঞ্জ করে নিতে পারেন।
- এছাড়াও ফ্রী ফায়ার চারজন মিলে খেলা যায়। তার জন্য একটি ইসকন করা যায় সেই স্কোডের একটি নাম থাকে সেজন্য আপনার গ্রামের মধ্যে আপনার নাম চেঞ্জ করতে পারেন।
- ফ্রী ফায়ার এর মধ্যে আপনি জেলে যেতে পারেন। যদি সেই গিল্ডের লিডারের রুলস হয়ে থাকে আপনার নাম চেঞ্জ করতে হবে গিল্ড অনুযায়ী তাহলে আপনাকে আপনার গ্রামের নাম চেঞ্জ করতে হতে পারে।
- এছাড়াও বিভিন্ন কারণে ফ্রি ফায়ার গেমে নাম চেঞ্জ করতে হতে পারে।
ফ্রী ফায়ার গেমটি হলো স্পোর্ট গেম। এই গেমের মাধ্যমে অনেকেই অনেক কিছু হয়ে গেছে এখন। ফ্রী ফায়ার গেম খেলে আপনি স্পোর্ট খেলতে পারেন। ফ্রী ফায়ার আপনি চারজনে মিলে খেলতে পারবেন এবং চারজনে মিলে একটি স্কোড তৈরি করতে পারেন। তখন আপনার স্কট লিডারের রুলস থাকতে হতে পারে যে সব আরেক নাম থাকতে হবে তাহলে আপনার নাম চেঞ্জ করতে হতে পারে। ফ্রি ফায়ার গেমে আপনি আপনার ইচ্ছেমত নাম চেঞ্জ করতে পারেন এতে কোনো বাধা নেই। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন ফ্রি ফায়ারে কেন নাম চেঞ্জ করতে হবে।
শেষ কথা
আপনারা যারা ফ্রি ফায়ার গেম খেলেন অনেকেই জানেন না ফ্রী ফায়ার এ কিভাবে নাম চেঞ্জ করতে হয়। যারা জানেননা ফ্রী ফায়ার এ কিভাবে নাম চেঞ্জ করতে হয় তারা আজকের এই পোস্টটি ফলো করতে পারেন। কারণ আজকের এই পোস্টটিতে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ফ্রী ফায়ার এ কিভাবে নাম চেঞ্জ করতে হয়। ফ্রি ফায়ার সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।