ইসলামিক ফেসবুক স্ট্যাটাস, বায়ো, ক্যাপশন ও পোষ্ট

ইসলাম একটি শান্তির ধর্ম । মুসলিম ভাই ও বোনেরা ইসলাম চর্চা করতে খুব পছন্দ করেন। ব্যক্তি জীবনের পাশাপাশি অনলাইনেও ইসলাম ধর্মের মানুষ রা ইসলাম চর্চা করে থাকে। ইসলামিক বিভিন্ন মাধ্যমে শেয়ার করে থাকে। যাতে করে অন্যান্য মানুষেরা এই জ্ঞান সম্পর্কে জানতে পারে। কমবেশী সবাই ফেসবুকের মাধ্যমে ইসলামিক বাণী তুলে ধরার জন্য। এজন্য অনেকেই ইসলামিক ফেসবুক স্ট্যাটাস দিয়ে থাকে। 

বড় বড় ইসলামিক পণ্ডিতরা অনেক সময় দেখা যায় যে ইসলামিক বাণী লিখে ফেসবুকে পোস্ট করতেছে। অথবা বিভিন্ন ছবির মাধ্যমে ক্যাপশন দিয়ে চেষ্টা করতে চাই ইসলামিক আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। এই পোস্ট সেরকম কিছু গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ইসলামিক ফেসবুক স্ট্যাটাস নিয়ে। এখানে থাকছে জনপ্রিয় কিছু ইসলামিক ক্যাপশন অথবা বায়ো। 

জনপ্রিয় ইসলামিক ফেসবুক স্ট্যাটাস

  • জুতে হবো ‍উদ্যমী চটফটে চনমনে যুবক। সলাতে হবো ধীরস্থির শান্ত সমাহিত বৃদ্ধ। দোয়ায় হবো ফুলে ফুলে হাউমাউ করা ফোঁপানো নাছোড় শিশু।
  • লোকের প্রশংসা একসময় ফুরিয়ে যাবে, অবশিষ্ট থাকবে শুধু, আল্লাহর জন্য করা খালেস আমল।
  • ফেলে আসা জীবনে কিছু বিষয় এমন ছিল, যেগুলো আল্লাহর কাছে শত চেয়েও পাইনি। আসলে সেগুলো বাস্তবে কল্যাণ হলেও আমার জন্য অকল্যাণ ছিল।
  • কিছু মানুষের সাথে বসলে, কথায় কথায় চায়ের কাপ ঠাণ্ডা হয়ে যায়, কিন্তু হৃদয় উষ্ণ হতে থাকে।
  • ফজর না পড়ে শুয়ে থেকে মনে হতে পারে, আরেকটু বেশি বিশ্রাম করলাম। প্রকৃত বিশ্রাম-প্রশান্তি তো আল্লাহর হুকুম মানায়। সিজদায় লুটিয়ে পড়ায়।
  • মেঘের পাহাড় জমে কেন? বৃষ্টি বর্ষণের জন্য। বিপদও পাহাড়সম হয় রহমতের বৃষ্টি নামিয়ে আনার জন্য। লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ
  • বিরহজ্বালা সইতে না পেরে এ হৃদয় মরে গেছে। তোমার হৃদয়সমাধিতে লাশটা দাফন করতে দেবে?
  • ঘুমের আগে তাওবা করে নেয়া বুদ্ধিমান মুমিনের কাজ। সবাইকে ক্ষমা করে দেয়াও। হয়তো আর জেগে ওঠা হবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
  • আল্লাহর ভয় একটি চলমান ইবাদত। দুনিয়া-আখেরাতে যাবতীয় কল্যাণের উৎস। গুনাহমাফির কারণ। আল্লাহর ভয়যুক্ত কলব সার্বক্ষণিক ইবাদতে লিপ্ত।
  • প্রকৃতির মতো কলবও খরাগ্রস্ত হয়। উষর হয়। অনুর্বর হয়। পাপদাহে কলব ফেটে চৌচির হয়। কুরআনের সংস্পর্শে কলবে বসন্ত নেমে আসে।
  • সাহাবায়ে কেরাম জ্ঞান-বিজ্ঞান আহরণের জন্য কুরআন পড়তেন না। আল্লাহর আদেশ-নিষেধ জানার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য পড়তেন।
  • মনের গভীর কন্দরে কুরআনকে প্রবেশ করার সুযোগ দিতে হবে। পাপজর্জরিত কলবে কুরআনি সেচের জন্য দীর্ঘ তিলাওয়াত ও শ্রবণ জরুরী।
  • আল্লাহর কাছে পৌঁছার সবচেয়ে নিরাপদতম, সুুন্দরতম, সংক্ষিপ্ততম, শুদ্ধতম পথের নাম: কুরআন কারীম।
  • সলাত ও কুরআন জীবনগাড়ি চালানোর প্রধানতম জ্বালানি।
  • আজ আমি কুরআন বহন করছি। আগামীকাল কুরআন আমাকে বহন করবে।
  • কুরআনের সাথে বাস করার বড় সুবিধা হল, প্রতিটি আয়াত পাঠকারীর সাথে কথা বলে। সম্বোধন করে। ঘুমন্ত হৃদয়তন্ত্রীকে জাগিয়ে তোলে।
  • আল্লাহ তাআলা বান্দার তাওবায় কখনোই বিরক্ত হনই-না, বান্দা যতবেশি তাওবা করে, আল্লাহ ততবেশি খুশি হন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
  • কুরআনে রহমান (الرحمٰن) শব্দটা ৪৪ বার, রহীম (الرَحِيم) ৯২ বার উল্লেখিত হয়েছে। সত্যিই আল্লাহ তাআলা আমাদের প্রতি সীমাহীন দয়ালু।

ইসলামিক ছোট স্ট্যাটাস

  • ভালোবাসা মরে না, বাধ্য হয়ে কখনো জীবন্ত কবর দিতে হয়।
  • কিছু সিদ্ধান্তে ‘মাথা’ তুষ্ট হয়, হৃদয় রুষ্ট হয়, মন ব্যথিত হয়।
  • এই তো, অচিরেই বুঝবো, আল্লাহ তাআলা যদি আমাকে নিজ পছন্দের ওপর ছেড়ে দিতেন, কবেই অতলে তলিয়ে যেতাম! তিনি যা করেন, সবই আমার জন্য ভালো।
  • আমি কাউকে ছেড়ে যাই না। তবে কেউ চলে যেতে চাইলে. তার হাত ধরে রাখি না।-মাহমুদ দারবিশ।
  • ইবাদত কঠিন, ভারী বা কষ্টকর নয়,আমার কলবই বরং ব্যাধিযুক্ত।
  • কুরআন আমার শ্রেষ্ঠতম বন্ধু।মাটির উপরে। মাটির নিচে। বিচার দিবসে। জান্নাতে।
  • কুরআনের সাথে থাকলে আমার সময়, আমার কলব, অমার জীবন সবই বরকতময় হয়ে উঠবে।
  • তারপর লোকটা ধূলো ঝেড়ে কুরআনে চুমু দিয়ে বলল, তোমার ওপর ধূলো জমতে দেয়ার কারণে, আমার কলবে ময়লা জমে গেছে। আর জমবে না। ইনশা আল্লাহ।
  • সৎবন্ধুর সাথে থাকলে, আমিও তার প্রভাবে ভালো হবো, ইন শা আল্লাহ। তবে কেমন হয়, কুরআনকেই আমার সেই সৎবন্ধু বানিয়ে নিলে?

ইমোশনাল ও  কষ্টের ইসলামিক স্ট্যাটাস

  • আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে। আপনি মুখােমুখি হতে পারেন নানান ঝঞাক্ষু ঝড়ের। কোনাে কোনাে ঝড়াে হাওয়া এসে আপনার জীবনটাকে এলােমেলাে করে দিয়ে যাবে। অস্ফুট স্বরে মহান রবকে যখন বলেন, ‘মালিক! আমার জীবনে এত কষ্ট কেন?’
    তিনি তখন বলেন— إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا —নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। [সুরা ইনশিরাহ, আয়াত : ০৬]
  • “না, পরিপূর্ণ দ্বীনদার পরিবার পেলাম! ‘না নিজেকে দ্বীনদার বানাতে পারছি, না, দ্বীনদার কোনো জীবনসঙ্গী পাবো? দুনিয়ার জীবনে বড়োই ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম😓 ” দ্বীনের পথে নতুন ফেরার- আর্তনাদ”
  • যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, সে চক্ষু জাহান্নামের আগুনের স্পর্শ করবে না

ইসলামিক ফেসবুক ক্যাপশন

  • ফিতনা থেকে বাঁচার সহজ উপায় কি? বেশি বেশি কুরআন পড়া। নিজের চারপাশে কুরআনের বেষ্টনী গড়ে তোলা। কুরআনি মানুষের সাথে লেগে থাকা।
  • আগে বাজারে ওঠানো বাঁদীরা প্রতিযোগিতা করে ভালোভাবে নাচতো, যাতে কোনো কবিলাসর্দার পছন্দ করে কিনে নেয়। আর এখন বিনামূল্যেই…!!!
  • রিয়া বা লোকদেখানো আমল আল্লাহর দরবারে গৃহীত হয় না। খাস দিলে তাওবা করলে, আল্লাহ আমলটা ফিরিয়ে দেন। রিয়া হয়ে গেলে, তাওবা করে নেব।
  • আমার জিহ্বা ‘মাস্টার কি’। যে চাবি দিয়ে সব তালা খোলা যায়। জিহ্বা দিয়ে আমি পাপ ও পুণ্য উভয় তালা খুলতে পারি। বেছে নেয়ার দায়িত্ব আমার।
  • নেয়ামত আনয়নে, কেয়ামত দূরীকরণে কলব পুরোপুরি আল্লাহর ওপর ভরসা করাই তাওয়াক্কুল। ঈমান যত মজবুত, তাওয়াক্কুলও তত মজবুত।
  • প্রতিটি নতুন দিন আমাকে দেয়া আল্লাহর অপূর্ব এক ‘হাদিয়া’। একে আখেরাতের রসদ সংগ্রহে ব্যবহার করাই হবে, হাদিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান।
  • আমার প্রতি বর্ষণ করা অফুরন্ত নেয়ামতের কথা যত বেশি স্মরণ করব, ততবেশি আমার কলবে রব্বে কারিমের মহব্বত গভীর হবে।
  • ডাক্তার সবাইকে এক ওষুধ দিলে, অনেক রুগিই মারা যাবে। সবার সাথে এক আচরণ খাটে না। সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই করবো। এটাই নিরাপদ
  • বান্দা আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিলে তাওহিদের আকিদা দুর্বল হয়ে যায়। দোয়া কমে গেলে, আল্লাহর সাথে সম্পর্কও দুর্বল হয়ে যায়।
  • এমন স্বাদ, মজা, আনন্দ উপভোগ করে কী লাভ, যার পরিণতি ‘জাহান্নাম’? আল্লাহুম্মা আজিরনা মিনান নার।

ইসলামিক ফেসবুক বায়ো

  • আল্লাহর উপর ভরসা রাখুন, মানবজাতি বা অন্য কোন সৃষ্টিতে নয়।
  • কুরআন তিলাওয়াত, তাদাব্বুরে জীবন কাটুক।
  • আমি ভাবলেশহীন, প্রবৃত্তির এক অনুসারী।
  • নিশ্চয়ই আল্লাহর কাছে সে-ই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেজগার। (সূরা হুজরাত -১৩)
  • দুনিয়া বড় স্বার্থপর! কাউরে থাকতে দেয়না দুনিয়া
  • ভালো মনোভাব সম্পন্ন মানুষের সাথে মিশুন।
  • হে আল্লাহ্ এ আইডির ব্যক্তি দুনিয়া ও আখিরাতে যেন আপনার সম্পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে পারে 🖤
  • আলহামদুলিল্লাহ
  • ” এবার নতুন করে লেখা হোক জীবনের জ্যামিতি...জীবনের বেলা ফুরাবার আগেই আজ ফেরা হোক তবে ইসলামের নিরে”❗
  • ধরে নিয়ে যাবেন? নিয়ে যান কোনো বাঁধা নেই 🥴
  • 🥀ღ-এখানেই আমার-ღ-গল্প শেষ!࿐🤍 practising Muslimah
  • নিভৃতচারী,ঘরকুনো,অন্তর্মুখী,বইপ্রেয়শী
  • তাওহীদবাদী মুসলিম। গুরাবাদের সাথি হওয়ার অপেক্ষায়…
  • অন্ধকার যখন ঘনীভূত হয় তখন বুঝতে হবে, নতুন ভোরের নতুন সূর্যোদয়ের সময় ঘনিয়ে এসেছে।
  • মরতে হবে যখন, শহীদী চাই-রে মরণ, হতে চাই জান্নাতি ফুল, ফিরদাউস-এর মুক্ত পাখি! 
  • সত্যান্বেষী
  • হে অন্তরসমূহের পরিবর্তনকারী, তােমার দ্বীনের উপর আমাকে অটল রাখাে।
  • নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর জন্যে 🥀
  • তাওহিদের কালিমা সাথে নিয়ে একাল ত্যাগ করতে চাই

ফেসবুকের একটি নতুন ফিচার শর্টকাট বায়ো করা যায়। ইসলামিক মাইন্ডের মানুষ ধর্মীয় বায়ো খুঁজে থাকেন। উপরোক্ত লিস্টে আমরা ফেসবুকে দেওয়ার জন্য ইসলামিক বায়ো সংগ্রহ করেছি। আশা করি আপনাদের পছন্দ হবে। 

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য ইসলামিক  পোস্ট অথবা ক্যাপশন বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়। আমরা আতিক উল্লাহ নামক এক দ্বীনি ভাই এর ফেসবুক ওয়াল থেকে পোস্টগুলো সংগ্রহ করেছি। আল্লাহ এই ভাইকে সঠিক ইসলামের পথ নেক হায়াত দান করুক। এবং আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।