কোরবানি ঈদের বাকি আছে আর ১ দিন। তাই অনেকেই রয়েছেন যারা কুরবানী ঈদ নিয়ে কবিতা জানতে চান। আজকে তাদের জন্য এই পোস্টটি কারণ আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে কোরবানি নিয়ে কিছু কবিতা জানাবো। এই বছর বাংলাদেশে সময়সূচী হিসেবে আগামী ১০ জুলাই কোরবানির ঈদ ঈদুল আযহা উদযাপন হবে। আরবি জিলহজ মাসের ৯ তারিখ কে ইসলামের পাঁচটি স্তরে পবিত্র হজ পালন করার পর দিন ঈদুল আযহা উদযাপন করা হয়।
ঈদ মানেই মুসলমানদের জন্য আনন্দ এবং হাসিখুশির একটি দিন যা বছরে দুবার আসে। মুসলমানদের প্রথম ঈদুল ফিতর বা রোজার ঈদ বলে থাকি আমরা। আর তার পরে আসে আমাদের ঈদুল আজহা বা কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই সবার মাঝে খাওয়া-দাওয়ার খুশি বেশি। কারণ কোরবানি ঈদে পশু জবাই করা হয় বা কোরবানি দেওয়া হয়। সেগুলো ভাগাভাগি করার পর সবার বাড়িতেই কোরবানির ঈদে মাংস রান্না করা হয়ে থাকে। এবং সবাই আত্মীয়-স্বজনদের বাড়ি দাওয়াত খেতে পারে।
কোরবানি ঈদ নিয়ে কবিতা
ঈদুল আযহা আরো একটি নামে সুপরিচিত যেটি হচ্ছে কোরবানির ঈদ আমরা বলে থাকি। কোরবানির ঈদ নিয়ে অনেক কবিতা রয়েছে যেগুলো সম্পর্কে আজকে আমরা জানাবো। কোরবানির ঈদে আমরা মুসলিমরা সাধারণত নামাজ পড়ার পর হালাল পশু যেমন গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা সবাই করে থাকি। আমরা কোরবানি করে থাকি যাতে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করুক এবং আমাদের দোয়া কবুল করুক। সবাইকে জানাই ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা।
- আজ ঈদ খুশির বার্তা নিয়ে এলো দুয়ারে সোনার ত্যাগের বাণী মুমিন বান্দা আজ করবে খোদার নামে পশু কোরবানি। – আশরাফুন নাহার
- প্রিয় পুত্র মায়া ত্যাগ করেছিলেন খোদার আদেশ পালনে নবী ইব্রাহিম খোদা তুমি রহমান ইর রহিম কবুল করে নিলে তার নিয়ত নবী ইসমাইলের সরিয়ে দিলে দুম্বা খানি। – আশরাফুন নাহার
- খোদার প্রেমে নিজেরে ভুলে এমন মুমিন যেন হয় এই কোরবানির ঈদে ধনী গরিব মিসকিন এর সদয় না হলে রোজ হাশরে শান্তি পাবে কই। ঈদ খুশিতে খুশি হও তুমি হে খোদা ভীরু সন্ধানী। – আশরাফুন নাহার
- খোদা তোমার দোয়া অসীম মাখাতে শান্তি দান হাজার নিয়ামত বিশ্বময় দিয়েছো, দিয়েছো ঠেলে বিশ্বময় দিয়েছো ফুলে শোভিত করে শাসন ধরা অশান্তিই থাক মনে অশান্তি থাকবে আজীবন সন্তুষ্টি্র ছায়ায় করো আজ মেহেরবানী। – আশরাফুন নাহার
কোরবানি ঈদ নিয়ে গান
পুরো বিশ্বের মুসলিম সংস্কৃতির বড় একটি উৎসব হলো এই ঈদ। ঈদকে ঘিরে থাকে মানুষের নানা আনন্দ হাসি খুশি। আর কোরবানির ঈদ হলে তো কথাই নেই। চারিদিকে বিভিন্ন রকমের খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় এই কোরবানির ঈদের দিনে। এইদিন বিভিন্ন রকমের হালাল পসু আল্লাহতায়ালাকে সন্তুষ্টি করার জন্য বাধা কে খুশি করার জন্য মুসলিমরা পশু কোরবানি দিয়ে থাকেন। আর সেই কোরবানি দেওয়া পশুর মাংস আমরা সবাই মিলে ভাগাভাগি করে যার যার বাড়িতে এসে নানান ভাবে রান্না করে থাকি। এজন্য কোরবানির ঈদ মানে হচ্ছে খাওয়া-দাওয়ার একটি উৎসব। কোরবানি নিয়ে কিছু গান রয়েছে চলুন আজকে আমরা সেগুলো জানি।
- ঈদ মোবারক পবিত্র বকরি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। – ঈদ মোবারক
- সারাদেশে চলছে ঈদের উৎসব ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি। – ঈদ মোবারক
- রিমঝিম এই বৃষ্টিতে ঈদ কাটাবো সৃষ্টিতে খুশির হাওয়া লাগল মনে নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবাই নতুন পোশাকে যেন সারা জীবন রয়ে যাক। – ঈদ মোবারক
- আমার বাড়ি আইসো সুখী নতুন সাজে সেজে ঈদের পোশাক দিব তোমায় বউ আমার পাশে। পোলাও কোর্মার সাথে দিব অনেক কিছু খেতে ঈদের দিন করব মাস্তি দুজন মিলে। – ঈদ মোবারক
কোরবানি ঈদ নিয়ে ছন্দ
আল্লাহর আদেশ পালনের এবং তাঁর নৈকট্য লাভের জন্য মুসলমানরা কোরবানির ঈদ পালন করে থাকে। ঈদ মানে আনন্দ এবং হাসিখুশি থাকা এবং আত্মীয়-স্বজনকে নিয়ে ভাগাভাগি করা আনন্দকে। কোরবানির ঈদে গরিব দুঃখীদের আপ্যায়ন করার অনেক সুযোগ পেয়ে থাকি আমরা। কারণ এই ঈদে কোরবানি দেওয়া পশুর মাংস এক ভাগ রেখে বাকি সব আত্মীয়-স্বজন এবং গরীব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া আমাদের জন্য উত্তম। আর আমরা ঈদের আনন্দ শুধু আত্মীয়-স্বজনদের সাথে ভাগাভাগি করবোনা গরিব-দুঃখীদের নিয়ে সবাই আনন্দে মেতে উঠবো। ঈদের আনন্দ আপনাকে এবং আপনার পরিবারকে ঘিরে থাকুক সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহা মোবারক।
- ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। – ঈদ মোবারক
- দুঃখগুলো ভুলে গিয়ে ঈদের আনন্দে মেতে উঠুক সবার মন সবাইকে কোরবানী ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। – ঈদ মোবারক
- মোটাতাজা দেহ দেখে করব ফরিদ দড়ি ধরে আনবো টেনে আমি ফরিদ ঈদের প্রভুর রাহে প্রভুর রাহে দেভ্রা ভাইল দেখানো হয়না যেন তাকওয়া চাই। – ঈদ মোবারক
- আজকে খুশির বাধ ভেঙেছে ঈদ এসেছে ভাই ঈদ এসেছে শাওয়ালের চাঁদ ঐ উকি দিয়েছে সবার ঘরে আজ এসেছে সেই দিন আর নয় বেশি দূর রমজান শেষ হলে কাটবে অপেক্ষার ঘর। – ঈদ মোবারক
শেষ কথা
ঈদের দিন সবাই দুঃখ-কষ্ট আবেগ রাগ অভিমান ভুলে গিয়ে সবার সাথে আনন্দকে ভাগ করে নিন। ঈদের এই পবিত্র দিনে আল্লাহ তোমাকে ত্যাগের মাধ্যমে তোমাকে অনেক কিছু দিয়ে থাকেন। ঈদের হাওয়া লাগুক সবার মাঝে মন ভরে থাকুক তারা সবার মাঝে হাসি খুশি। ঈদ মানে আকাশে নতুন চাঁদ ঈদ মানে নতুন চাওয়া-পাওয়ার স্বাদ ঈদ মানে বাড়িতে তোমার দাওয়াত। ঈদের আর বেশি দেরি নেই তাই সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং সবাইকে জানাই ঈদের অগ্রিম দাওয়াত। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা কোরবানির ঈদ নিয়ে কিছু কথা এবং কবিতা জানাতে চেষ্টা করেছি। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে।