রাজশাহী জেলার সেহরি ও ইফতারের সময়সূচি

রহমতের মাস রমজান মাস আমাদের কাছে কড়া নাড়ছে। সবাইকে বছরের রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা। রমজান মাস প্রত্যেকটি মুমিন ব্যক্তির কাছে আনন্দের একটি মাস। কারণ মুমিন ব্যক্তিরা এই মাসে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে বেশি বেশি সিয়াম পালন করে এবং আল্লাহকে স্মরণ করে। ‌ এছাড়াও এই মাস গুনাহ মাফের মাস। ‌ রমাদান মাসে বেশি বেশি ইবাদত করলে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। সব থেকে মর্যাদাপূর্ণ এই মাসে আমাদের পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়েছিল। ‌

এই কারণে রমাদান মাসের মর্যাদা এবং গুরুত্ব এত বেশি। ‌ আল্লাহতালা আমাদের ওপর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ করেছে। তাই বিশ্বের সকল প্রান্তে মুসলিমগণ রমজান মাসে সিয়াম পালন করে। আর এই সিয়াম প্রত্যেকটি মুসলিমকে সঠিক নিয়মে এবং যথাসময়ে করতে হবে। সিয়াম পালনের জন্য দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সেহরি এবং ইফতার। এই দুইটি জিনিস আমাদের সময়মতো আদায় করার জন্য একটি সময়সূচির প্রয়োজন। ‌

রাজশাহী জেলার সেহরি ও ইফতারের সময়সূচি

রাজশাহী জেলার ইফতারের সময়সূচি

নং তারিখ দিবস সেহরির শেষ সময় সেহরির শেষ সময় (AM/PM) ইফতারের সময় ইফতারের সময় (AM/PM)
৩ এপ্রিল রবিবার ৪:৩২ পূর্বাহ্ণ ৬:২৭ অপরাহ্ণ
৪ এপ্রিল সোমবার ৪:৩১ পূর্বাহ্ণ ৬:২৭ অপরাহ্ণ
৫ এপ্রিল মঙ্গলবার ৪:২৯ পূর্বাহ্ণ ৬:২৮ অপরাহ্ণ
৬ এপ্রিল বুধবার ৪:২৯ পূর্বাহ্ণ ৬:২৮ অপরাহ্ণ
৭ এপ্রিল বৃহস্পতিবার ৪:২৮ পূর্বাহ্ণ ৬:২৯ অপরাহ্ণ
৮ এপ্রিল শুক্রবার ৪:২৭ পূর্বাহ্ণ ৬:২৯ অপরাহ্ণ
৯ এপ্রিল শনিবার ৪:২৬ পূর্বাহ্ণ ৬:২৯ অপরাহ্ণ
১০ এপ্রিল রবিবার ৪:২৫ পূর্বাহ্ণ ৬:৩০ অপরাহ্ণ
১১ এপ্রিল সোমবার ৪:২৪ পূর্বাহ্ণ ৬:৩০ অপরাহ্ণ
নং তারিখ দিবস সেহরির শেষ সময় সেহরির শেষ সময় (AM/PM) ইফতারের সময় ইফতারের সময় (AM/PM)
১১ ১৩ এপ্রিল বুধবার ৪:২২ পূর্বাহ্ণ ৬:৩১ অপরাহ্ণ
১২ ১৪ এপ্রিল বৃহস্পতিবার ৪:২০ পূর্বাহ্ণ ৬:৩১ অপরাহ্ণ
১৩ ১৫ এপ্রিল শুক্রবার ৪:১৯ পূর্বাহ্ণ ৬:৩২ অপরাহ্ণ
১৪ ১৬ এপ্রিল শনিবার ৪:১৮ পূর্বাহ্ণ ৬:৩২ অপরাহ্ণ
১৫ ১৭ এপ্রিল রবিবার ৪:১৭ পূর্বাহ্ণ ৬:৩২ অপরাহ্ণ
১৬ ১৮ এপ্রিল সোমবার ৪:১৬ পূর্বাহ্ণ ৬:৩৩ অপরাহ্ণ
১৭ ১৯ এপ্রিল মঙ্গলবার ৪:১৫ পূর্বাহ্ণ ৬:৩৩ অপরাহ্ণ
১৮ ২০ এপ্রিল বুধবার ৪:১৪ পূর্বাহ্ণ ৬:৩৪ অপরাহ্ণ
২১ ২৩ এপ্রিল শনিবার ৪:১১ ৬:৩৫
২২ ২৪ এপ্রিল রবিবার ৪:১০ ৬:৩৬
২৩ ২৫ এপ্রিল সোমবার ৪:১০ ৬:৩৬
২৪ ২৬ এপ্রিল মঙ্গলবার ৪:০৯ ৬:৩৭
২৫ ২৭ এপ্রিল বুধবার ৪:০৮ ৬:৩৭
২৬ ২৮ এপ্রিল বৃহস্পতিবার ৪:০৭ ৬:৩৭
২৭ ২৯ এপ্রিল শুক্রবার ৪:০৬ ৬:৩৮
২৮ ৩০ এপ্রিল শনিবার ৪:০৫ ৬:৩৮
২৯ ১ মে রবিবার ৪:০৪ ৬:৩৯
৩০ * ২ মে সোমবার ৪:০৩ ৬:৩৯

বাংলাদেশের অন্যতম একটি জেলা হচ্ছে রাজশাহী। এই জেলাটি পরিচ্ছন্ন এবং শিক্ষা নগরী হিসেবে পরিচিত। রাজশাহী বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত। আর বাংলাদেশের যে সকল জেলা এবং বিভাগ উত্তর অঞ্চলে অবস্থিত সে সকল এলাকায় সূর্য উদিত এবং সূর্যাস্ত সবার পরে হয়। সাধারণত ভৌগোলিক কারণে সূর্য উদিত এবং সূর্যাস্তের সময়ের মধ্যে পার্থক্য হয়।

রোজা রাখার জন্য সূর্যাস্ত এবং সূর্য উদিত সময়ও খুবই গুরুত্বপূর্ণ। কেননা সূর্যাস্তের সময় অনুযায়ী সেহরির সময় এবং সূর্যাস্তের সময় অনুযায়ী ইফতারের সময়সূচি পরিবর্তন হয়। তাই রাজশাহী জেলার রমজানের সময়সূচী ঢাকা বিভাগ থেকে আলাদা। ‌ যে সকল ব্যক্তির রাজশাহীতে অবস্থান করছে তাদের তারা সেই জেলা রমজানের সময়সূচী ২০২৩ সংগ্রহ করতে হবে। ‌ আমাদের এখান থেকে সকল রাজশাহীর মুসলিমগণ ‌ রাজশাহী জেলার সেহরি এবং ইফতারের সময়সূচি জানতে পারবে ।