বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের রেগুলার এসাইনমেন্ট লিখতে হয় বিভিন্ন বিষয়ের উপরে। যারা একদমই বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে তাদের জন্য অ্যাসাইনমেন্ট লেখাটা অনেকটাই কঠিন ব্যাপার। কেননা কিভাবে বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট লিখতে হয় তাদের এটি নিয়ে কোনো ধারণা নেই। অ্যাসাইনমেন্ট বিভিন্নভাবে লেখা যায়। তবে কিছু কিছু পদ্ধতি গুলো খুবই জনপ্রিয় এবং শিক্ষকদের কাছে গ্রহণযোগ্য।
অ্যাসাইনমেন্ট লিখলেই হবে না, অ্যাসাইনমেন্ট লেখার এর সঠিক নিয়ম জানতে হবে। এসাইনমেন্ট কিভাবে লিখতে হয় এটি জানতে কয়েকটি পদ্ধতি ফলো করতে পারেন। যেমন বিশ্ববিদ্যালয় পড়ুয়া সিনিয়র ছাত্র-ছাত্রীদের কাছ থেকে একটি অ্যাসাইনমেন্ট এর ডেমো নিয়ে দেখতে পারেন। অথবা এখান থেকেও দেখতে পারেন কিভাবে খুব সুন্দর ভাবে বিশ্ববিদ্যালয় এসাইনমেন্ট লিখতে হয়।
অ্যাসাইনমেন্ট কি?
যারা আসলে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম এখানে জানতে এসেছেন তারা অবশ্যই জানেন যে অ্যাসাইনমেন্ট জিনিসটা কি। তাই আমরা বিস্তারিত এই বিষয়ে কথা না বলে শর্ট ভাবে বলে দিচ্ছি যে আসলে এসাইনমেন্ট কি। অ্যাসাইনমেন্ট হচ্ছে পড়ালেখার একটি অংশ। কোন একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর শিক্ষকরা নিজের মত করে খাতায় লেখা ক্লাসে নিয়ে যেতে বলে। এবং এটি সবাই পড়ার টেবিলে বাড়িতে বসে করে। মূলত এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট এর জন্য আলাদা একটি নাম্বার ধার্য করা থাকে যা নির্দিষ্ট সময়ে পরীক্ষার নাম্বারের সাথে যোগ হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম
বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট লেখা একদমই সহজ। এরপূর্বে আপনি স্কুলে বা কলেজে যদি অ্যাসাইনমেন্ট লিখে থাকেন তাহলে আপনার জন্য এটি আরও সহজ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট লেখার সাথে স্কুলের কলেজের লেখার এসাইনমেন্ট এর সাথে অনেক মিল রয়েছে। অ্যাসাইনমেন্ট লিখতে গেলে কি কি প্রয়োজন হয়-
A4 সাইজের ভালো অফসেট কাগজ
– কালো উন্নতমানের বলপেন।
– একটি নীল রঙের সাইনপেন (অন্য কালার ও ব্যবহার করা যায় তবে লাল বা কমলা জাতীয় রঙ ব্যবহার করা যাবে না। সবুজ ও বাদ দেয়া উচিত তালিকা থেকে।)
– খাতায় মার্জিন করার জন্য স্কেল ও পেনসিল ।
– অ্যাসাইনমেন্টের বিষয়ের বই।
– ইন্টারনেট, খবরের কাগজ বা অন্য কোন উপায়ে তথ্য সংগ্রহ করা হয়ে থাকলে তার কাগজপত্র ইত্যাদি।
অ্যাসাইনমেন্ট এর কভার পেইজ
এসাইনমেন্ট এর কভার পেজ একটি অ্যাসাইনমেন্ট এর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কভার পেজের ডিজাইন অনেকটা আকর্ষণীয় হয়ে থাকলে বিষয়টি অনেক সুন্দর দেখা যায়। অনেক সময় দেখা যায় এসাইনমেন্ট এর কভার পেজ এর সুন্দর ডিজাইনের জন্য একটি ছাত্র-ছাত্রীদের ভালো মার্ক দিয়ে থাকে। নমুনা দেওয়া হলো কভার পেইজ এর।
এটি একটি বিশ্ববিদ্যালয় এসাইনমেন্ট এর কভার ফটোর ডেমো। কেউ চাইলে এটি ল্যাপটপ বা কম্পিউটার এর মাধ্যমে ডিজাইন করে নিতে পারে। আমরা রিকমেন্ড করব ইউনিক একটি ডিজাইন দিয়ে এসাইনমেন্ট এর কভার পেজ বানানোর জন্য।
যে বিষয়গুলো অ্যাসাইনমেন্টে থাকা আবশ্যক
- প্রতিষ্ঠানের নাম
- নিজের নাম
- শ্রেণী, শাখা,
- রোল নাম্বার,
- বিষয় এবং বিষয় শিক্ষকের নাম, বিভাগ, তারিখ ইত্যাদি লিখতে হবে।
অ্যাসাইনমেন্ট কয়ভাগে লিখতে হয়?
অ্যাসাইনমেন্ট সাধারনত তিনটি ভাগে লিখতে হয়।
- প্রথম ভাগে সুন্দর ভূমিকা দিতে হয়।
- তারপর বিষয়ের মূল অংশ।
- সবশেষে উপসংহার দিয়ে শেষ করতে হয়।
লেখার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে
- প্রথমত যে বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট লিখা হচ্ছে সে বিষয়টা ভালোভাবে পর্যালোচনা করতে হবে
- এসাইনমেন্ট এর খাতায় অন্য কোন ধরনের অপ্রাসঙ্গিক লেখা লেখা যাবে না।
- হাতের লেখা সুস্পষ্ট থাকতে হবে এবং খাতায় কোন ধরনের কাটাছেঁড়া থাকা যাবে না।
- অ্যাসাইনমেন্ট ছোট ছোট বাক্যে লিখতে হবে।লিখার ভাষা সহজ ও সাবলীল হতে হবে।
- নীল কালি দিয়ে খাতার সুন্দর উপস্থাপনের জন্য পয়েন্টগুলো লিখা যেতে পারে।
- অন্যের লিখা কপি করে লেখা যাবে ।
একজন শিক্ষার্থী যদি উপরের দেওয়া টিপস গুলো ভালোভাবে ফলো করে তাহলে খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট লিখতে পারবে।