ঈদের অগ্রিম শুভেচ্ছা বার্তা ও এসএমএস

আসসালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাইয়েরা।সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। বছর ঘুরে ফিরে এলো মুসলমানদের সবচেয়ে অন্যতম উৎসব আনন্দের দিন এই ঈদের দিন। সারা বছরে আমরা মুসলিমরা দুটো ঈদ উদযাপন করে থাকি। একটি ঈদ উল ফিতর এবং আরেকটি ঈদুল আযহা। এই আনন্দের দিনে সবাই আত্মীয়-স্বজনদের এবং বন্ধু-বান্ধবদের ঈদের অগ্রিম শুভেচ্ছা বার্তা ও এসএমএস দিয়ে জানাতে পারেন। 

ঈদের এই দিনটিতে সবাই বিভিন্ন আয়োজন আর পরিকল্পনা করে থাকে। পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীদের সাথে ভাগাভাগি করে নেই ঈদের আনন্দ। যদিও আমাদের মুসলমানদের জন্য গত কয়েকবছর করণা মহামারীর কারণে ঘরবন্দী এক ভিন্ন রকম ঈদ উদযাপন করতে হয়েছে। কিন্তু বর্তমানে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। ঈদ মানে আনন্দ, যেহেতু আমরা আগের স্বাভাবিক জীবনে ফিরে এসেছি সে জন্য আবার আগের মত আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব।

ঈদের অগ্রিম শুভেচ্ছা ২০২২

ঈদের অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য সবারই আগ্রহ থাকে। ঈদ আসার কিছুদিন আগে থেকেই মানুষ আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সবাইকে জানিয়ে দিতে চায় ঈদের অগ্রিম শুভেচ্ছা। মেসেঞ্জার,হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ,টুইটার  আরও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় অ্যাপ দিয়ে আমরা সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা  জানিয়ে থাকি। সেই নিয়ে আজকে কয়েকটি শুভেচ্ছা।

  1. সকাল নতুন দিন শুভ হোক ঈদের দিন। নতুন রাত বাঁকা চাঁদ রঙিন হোক ঈদের রাত সবাইকে ঈদ মোবারক।
  2. ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে, অনেক বেশি খুশি  ঘিরে রাখুক তোমাকে। সব আপনজনের মায়া বাঁচিয়ে রাখুক তোমাকে শুধু যখন সালামি ভাবে মনে করিও আমাকে।
  3. ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে। কবুল করো আমার দাওয়াত না করলে পাবো আঘাত। তখন কিন্তু দেবো আড়ি যাব না তোমার বাড়ি ঈদ মোবারক সবাইকে, ঈদের অগ্রিম অভিনন্দন।

অগ্রিম ঈদের দাওয়াত

সবাইকে জানাই অগ্রিম ঈদের দাওয়াত।  রমজানের পুরো ১ মাস  রোজা রাখার পর আসে এই রোজার ঈদ। এবং সবাই অনেক খুশি থাকে আনন্দে থাকে এই  ঈদকে ঘিরে। কারণ এই ঈদে সবাই হাসিখুশি থাকে এবং আনন্দ ভাগাভাগি করে নেয়। ঈদের দিনে নতুন ভাবে খুশি মনে কাটাবো রাত নতুন  সাজে সাজে সেদিন হলো ঈদের সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত।

  • মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের বাকি 1 দিন কাপড় চোপড় কিনে নিন গরিব-দুঃখীর খবর দিন দাওয়াত রইল ঈদের দিন।
  •  খুশি মনে কাটাবো আজকে খুশির বাধ ভেঙেছে ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ।শাওয়ালের চাঁদ ঐ উকি দিয়েছে, সবার ঘরে আজ ঈদ এসেছে সেই দিন আর নয় বেশি দূর প্রয়োজন শেষ হলে কাটবে অপেক্ষার ঘর সবাইকে  অগ্রিম ঈদ মোবারক।
  •  সবাইকে বলছি নতুন পোশাক পরে নিও,বেশি করে ঈদি নিও।সেমাই খেও পেট ভরে ঘোরু ফের মন ভরে।ঈদ মোবারক বলো প্রান খুলে।

ঈদের অগ্রিম বার্তা ও এসএমএস

ঈদের অগ্রিম বার্তা ও এসএমএস সবাই বন্ধুদের দিতে চান। আজকে আমরা এই পোস্টটিতে ঈদের কিছু খুদে বার্তা ও এসএমএস তুলে ধরব আপনাদের জন্য। যাতে আপনারা আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের  ঈদের এসএমএস পাঠাতে পারেন। প্রতি বছর রমজান মাসের শেষদিনে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদের বাকি আছে কিছুদিন সবাই আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সে বার্তাও এসএমএস পাঠাতে চান। আমরা নিচে কিছু বার্তা ও এসএমএস তুলে ধরেছি।

  • শুভ রজনী শুভ দিন রাত পেরোলেই ঈদের দিন। উপভোগ করবে সারাদিন ঈদ পাবে না প্রতিদিন দাওয়াত রইল ঈদের দিন।
  •  ঈদ আসতে দুই দিন বাকি, এত খুশি কোথায় রাখি বলাটা খুব ইজি ঈদের কাজে সবাই বিজি একটি বছর ঘুরে আসবে সেইদিন। ঈদের খুশিতে সবাই মেতে থাকুক আনন্দে।
  • বলছি আমি আমার কথা ঈদে থাকবেনা কোন মনের ব্যথা। ঈদের দিন সবারই অনেক চাওয়া থাকে এবং এর থেকে সব পাওয়া যা সবার ভালোবাসা পাওয়া যায়।
  •  আকাশের নীল দিয়ে হৃদয়ের ছোয়া দিয়ে সবুজের অরণ্য দিয়ে সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
  •  কিছু কথা উড়ে যায় কিছু অনুভূতি মনের মাঝে থেকে যাক কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাঁদে। কিন্তু ঈদের দিন সব ভুলিয়ে দেয় আনন্দে সবাই মেতে ওঠে।

শেষ কথা

ঈদের দিন রইল সবাইকে অগ্রিম শুভেচ্ছা ও অগ্রিম দাওয়াত। আশা করি সবারই ঈদ কাটবে আনন্দে হাসিখুশিতে। সবাই তাদের প্রিয়জনদের নিয়ে ঈদ কাটুক অনেক আনন্দে। ঈদের দিন সবাই রাগ বিদ্বেষ ভুলে গিয়ে সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়ে করব মজা। সবাইকে রইল ঈদের অগ্রিম শুভকামনা যেন সবার ঈদ আনন্দে খুশিতে কাটুক, সবাইকে ঈদ মোবারক।